গোমস্তাপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে অর্থদন্ড

144

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রির অপরাধে মাংস বিক্রেতা কামাল কসাইকে ১০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ে এই আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা এই অর্থদ- প্রদান করেন এবং জব্দকৃত গরুর মাংস মাটিতে পুতে দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, মাংস বিক্রেতা কামাল রোগাক্রান্ত একটি গরু জবাই করে কলেজ মোড় বাজারে বিক্রি করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অবহিত করেন। এই খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলি ঘটনাস্থলে এসে সত্যতা পান।
পরে উপজেলা নির্বাহী অফিসারকে তিনি খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ওই বাজারে এসে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। এছাড়া জব্দকৃত ৬০ কেজি মাংস তাঁর উপস্থিতিতে মাটিতে পুতে দেওয়া হয়।