গ্রহাণু থেকেই প্রাণ এসেছে পৃথিবীতে

252

বহু কোটি বছর আগে পৃথিবীকে খুব জোরে ধাক্কা মেরে শর্করা এই গ্রহে ফেলে গিয়েছিল কোনো গ্রহাণু। তার আগ পর্যন্ত প্রাণ সৃষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয় শর্করা আদৌ ছিল না পৃথিবীতে। নাসার সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, গ্রহাণু থেকেই প্রাণের জন্ম হয়েছিল পৃথিবীতে। ক্যালিফোর্নিয়ায় নাসার এইমস রিসার্চ সেন্টারের এক গবেষকদল এ তথ্য জানিয়েছে। এসংক্রান্ত নিবন্ধ গবেষণা সাময়িকী ‘নেচার কমিউনিকেশন’-এর চলতি সংখ্যায় প্রকাশিত হয়েছে।পৃথিবীতে কিভাবে প্রাণ এসেছে—এ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। প্রচুর গবেষণার পরেও বিজ্ঞানীরা এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারেননি, হ্যাঁ, এভাবেই প্রাণের জন্ম হয়েছিল আমাদের গ্রহে। প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান পৃথিবীতেই ছিল নাকি তা অন্য কোনো মহাজাগতিক বস্তু থেকে এসেছিল, তা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ আছে। একটি গুরুত্বপূর্ণ মতবাদ জানাচ্ছে, প্রাণ সৃষ্টির উপাদানের সঠিক মিশ্রণ এই গ্রহেই ছিল। আর সেটাই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে। এই মিশ্রণের ক্ষেত্র বা ধারক হিসেবে ধরা হয় সমুদ্রের উষ্ণ পানি বা কোনো উষ্ণ প্রস্রবণকে। অন্য একটি গুরুত্বপূর্ণ মতবাদ বলছে, কোনো গ্রহাণু বা ধূমকেতু থেকেই এই গ্রহে এসেছিল প্রাণ সৃষ্টির প্রয়োজনীয় উপাদান। নাসার বিজ্ঞানীদের ভোট দ্বিতীয় মতবাদের পক্ষে। তাঁদের মতে, আছড়ে পড়া গ্রহাণু-ধূমকেতুদের দৌলতেই প্রাণ সৃষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয় শর্করা জাতীয় উপাদানে একসময় ভর্তি হয়ে গিয়েছিল পৃথিবীর উপরিপৃষ্ঠ। সেসব উপাদানই উপযুক্ত আবহাওয়ায়, পানির সংস্পর্শে এসে ডিএনএ বা আরএনএ তৈরির প্রাথমিক উপাদান ‘২-ডিঅক্সিরাইবোজ’ শর্করা তৈরি করেছে। এ গবেষণা পৃথিবীতে প্রাণ সৃষ্টির তত্ত্বে যে নতুন দিশা দেখাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।