গোমস্তাপুর ও ভোলাহাটে পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

119

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ২ কোটি ১৫ হাজার ৫’শ ৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় মাঠে এ বাজেট পেশ করেন ইউপি সচিব রবিউল ইসলাম। ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকবরের সভাপতিত্ব অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ১৫ হাজার ৫’শ ৮ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১কোটি ৯৮ লক্ষ ৩২ হাজার ১’শ ৮ টাকা। সমাপনী জের ১ লক্ষ ৮৩ হাজার ৪ শত টাকা। বাজেট ঘোষণা শেষে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর।

অন্যদিকে, লাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক পরিকল্পনা প্রনয়ণ ও চাহিদা নিরুপনে জনঅংশগ্রহণ মূলক ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট গতকাল বিকেলে নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিন। এ সময় ২০১৯-২০২০ অর্থ বছরের বাজে পাঠ করেন গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ সচিব মাযহারুল ইসলাম। বাজেট আলোচনায় ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ১৯টি খাত থেকে ১ কোটি ৬০লাখ ৮৪ হাজার ৯৫৫টাকা ৬০ পয়সা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ৪৩টি খাতে ১ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ১৪৮ টাকা ৩০ পয়সা। উদ্বৃৃত্ত ৯২ হাজার ৮০৭টাকা ৩০ পয়সা। গত ২০১৮-২০১৯ অর্থ বছরে মোট আয় ধরা হয় ১ কোটি ৫৮ লাখ ৩০হাজার ৯২১ টাকা ৩০ পয়সা। গত অর্থ বছর থেকে ২ লাখ ৫৪ হাজার ৩৪টাকা ৩০ পয়সা আয় বেশী দেখানো হয়েছে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে।