জেলায় হলদেপাখি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

99

জেলায় হলদেপাখি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল এই মতবিনিময় সভার আয়োজন করে। রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। গার্ল গাইডস প্রশিক্ষক দিলারা পারভীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, জেলা সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতূর্ক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, গার্ল গাইডসের জেলা কমিশনার মার্জিনা হক, জেলা সম্পাদক গৌরী চন্দ সিতু, সদর উপজেলা সম্পাদক রোকসানা আহমেদ, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি ও হালিমা খাতুন, ৪ উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। সভায় জানানো হয়, জেলা পর্যায়ে গার্ল গাইড কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য আগামী ৩ জুন গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে ৪০ জন নারী শিক্ষক নিয়ে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।