শিবগঞ্জে ইট ভাটা বন্ধ ও আম রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

116

শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর বহলাবাড়ী মোড়ে সরকারি জায়গায় ইট ভাটা বন্ধ ও আম রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আম বাগান কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, আজিজুর রহমান আজিজ। ছত্রাজিতপুর ইউনিয়নে সরকারি জায়গায় ৮টি অবৈধ ইটভাটা রয়েছে। যার কারণে ছত্রাজিতপুর, চন্ডিপুর, বহলাবাড়ি, রশিকনগর, কমলাকান্তপুর ও মহদীপুর এলাকার শতশত আম বাগানের আম ফল নষ্ট হয়েছে। ইটভাটা মালিকদের পক্ষ থেকে ভাটা বিষাক্ত কালো ধোঁয়া বন্ধ ও আম ফলসহ বিভিন্ন রক্ষার্থে চাষিদের সহযোগিতা করবে বলে ১৫০ টাকা ষ্ট্যাম্পে অঙ্গিকার করলেও তাঁরা তার বাস্তবায়ন করেনি। আমরা এই সব অবৈধ ইটভাটা অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। অন্যথায় আগামীতে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ মহাসড়ক ছাড়বো না। আম ফলসহ বিভিন্ন ফসল রক্ষার্থে আন্দোল চালিয়ে যাবো। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আম বাগান মালিক আলহাজ্ব মাহতাব উদ্দিন, আবু তাহের, নজরুল ইসলাম, মো. সেরাজুল ইসলাম ও চুন্নু আলীসহ শতশত আম চাষি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। এ সময় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ আম মহাসড়কে ফেলেও প্রতিবাদ করেন আম ব্যবসায়ীরা।