গোমস্তাপুরে রেশম চাষ সম্প্রসারণ ও উদ্যেক্তা অন্বেষণ বিষয়ক কনফারেন্স

166

গোমস্তাপুরে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা অন্বেষণ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়, ভোলাহাটের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহীর মহাপরিচালক আবদুল হাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, রেশম উন্নয়ন বোর্ড প্রধান সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল বারী, উপপরিচালক সেলিম হাসান. ভোলাহাটের রেশম চাষী তোফাজ্জল হক. শাহরিয়ার হোসেন.গোমস্তাপুরের রেশম চাষী আয়েশা খাতুনসহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন। বক্তরা রেশম চাষ, চাষের সম্প্রসারণ ও ফার্মিং পদ্ধতি নিয়ে কথা বলেন। তারা রেশমের সোনালী অতীত ফিরিয়ে আনতে চাষীদের নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারের আহব্বান জানান।