গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ পেলেন ৮ হাজার ৫০০ জন

97

গোমস্তাপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ৮ হাজার ৫০০ জন। আজ সকালে এ উপলক্ষ্যে উপজেলা সভাকক্ষে উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই প্রণোদনার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে উচ্চ ফলনশীল উফশী ও হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এই কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে উফসি জাতের ৪ হাজার ৫০০ জন ও হাইব্রিড জাতের ৪ হাজার জনকে ধানের বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন।