চাঁপাইনবাবগঞ্জে নিরাপদে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ

109

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদে মোটরসাইকেল চালানো সংক্রান্ত চালানো সংক্রান্ত চালক প্রশিক্ষণ অনষ্ঠিত হয়েছে। আজ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে নারীসহ ৮০ জন চালক অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ, বিআরটিএ সহকারী পরিচালক শাহ-জামান হক, পরিদর্শক সেলিম আহমেদ, আবু হুজাইফা, ট্রাফিক পরিদর্শক আনিসুজ্জামানসহ অন্যান্যরা। প্রশিক্ষণে ট্রাফিক আইন মেনে সড়কে নিরাপত্তার সাথে নিরাপদে মোটরসাইকলে চালানোর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন প্রশিক্ষক শহিদুল ইসলাম,আহসান হাবীব, কেলে চৌধুরীসহ অন্যান্যরা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয় ও তাদের পুরস্কৃত করা হয়।