গোমস্তাপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

103

গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রইশুদ্দিন ও রাকিবউদ্দীনসহ অন্যরা। উল্লেখ্য, চলতি অর্থ বছরে গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গমের বীজ ২ হাজার ৮০০ জন, ভুট্টা ৩০০ জন, সরিষা ৪ হাজার ৬০০ জন, চিনাবাদাম ১০ জন, শীতকালীন পেঁয়াজ ৫০ জন, মুগ ১০০ জন, মসুর ১০০ জন, খেসারী ২০০ জনসহ মোট ৮ হাজার ১৬০ জনকে এই প্রণোদনার দেয়া হচ্ছে।