গুগল জানাল পডকাস্ট অ্যাপ বন্ধের কারণ

106

সম্প্রতি গুগল পডকাস্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইউটিউব মিউজিকে গুরুত্ব বেশি দিতে গিয়ে গুগল তাদের এই বিশেষায়িত অ্যাপটির বিলুপ্তি ঘটিয়েছে। এমনটি গুগল যে প্রথম করলো তা কিন্তু নয়। গুগলের সমাধিসৌধে অতীতে আরও অনেক ভালো কিছু অ্যাপ হারিয়ে গেছে। এমন হয়েছে তারা একটি চমৎকার অ্যাপ উপস্থাপন করেছে। এই চমৎকার অ্যাপটিকে তারা কয়েকটি ভালো আপডেট দিয়েই আবার বন্ধ করে দিয়েছে। গুগল ইনবক্স, ওয়ালেট, আলো ও ডুওর মতো এমন অনেক অ্যাপই খুঁজে পাওয়া যাবে। কারণটিও স্পষ্ট। যখনই গুগলের কোনো বিশেষায়িত প্রতিদ্বন্দ্বী চলে আসে তখন তারা ওই প্রতিদ্বন্দ্বীর দিকেই মনোযোগ দিতে গিয়ে তাদের পূর্বতন কোনো অ্যাপকে নষ্ট করে ফেলে।
স্মার্টফোনে স্টোরেজ খালি করবেন যেভাবেস্মার্টফোনে স্টোরেজ খালি করবেন যেভাবে
গুগল অবশ্য জানিয়েছে তারা মার্কেটের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। গুগল পডকাস্টের তুলনায় ইউটিউবে যেহেতু পডকাস্ট খুঁজে পাওয়া সহজ তাই তারা এমন সিদ্ধান্ত নেন। সম্প্রতি এডিসন রিসার্চের একটি পরিসংখ্যানও তারা উপস্থাপন করেছে। গুগল জানিয়েছে, ইউটিউবকে অন্তত ২৩ শতাংশ মানুষ পডকাস্ট শোনার মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। আক্ষেপের বিষয় হলো, পডকাস্ট নিয়ে গুগল ভালো কিছু কাজ করতে পারতো। অনেক টেক বিশেষজ্ঞরও একই মতামত। গুগল এক্ষেত্রে অনেক কিছুই করতে পারতো। তবে আপাতত তথ্য হলো, গুগল পডকাস্ট আর থাকছে না।