কেকেআরে ‘ইয়র্কার মেশিন’ আলী খান

101

প্রথম যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ডাক পেলেন পেসার আলী খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের নিয়মিত খেলোয়াড় যুক্তরাষ্ট্রের আলী খান। এবার সিপিএলে ৭.৪৩ গড়ে আট ম্যাচে আট উইকেট নিয়েছেন।

এবারের সিপিএলের অভূতপূর্ব পারফরম্যান্সে ডানহাতি পেসার আইপিএলে ডাক পেয়েছেন। খেলবেন শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। ইংলিশ পেসার হ্যারি গুর্নের স্থলাভিষিক্ত হলেন ‘ইয়র্কার মেশিন’ খ্যাত আলী খান। ইনজুরির কারণে হ্যারি মিস করবেন আইপিএল। গত কয়েক বছর ধরেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেলছেন আলী খান।

২০১৯ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে বিপিএল খেলতে এসেছিলেন আলী খান। ইনজুরির কারণে পুরো আসর অবশ্য খেলতে পারেননি। সেই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আলী খান নিজের শক্তির জায়গা নিয়ে বলেছিলেন, ‘গতি এবং ইয়র্কার আমার শক্তির জায়গা। ’

এছাড়া ‘ইয়র্কার মেশিন’ খেতাব পাওয়া নিয়ে বলেন, ‘পাকিস্তানে আমি টেপ বলে অনেক ক্রিকেট খেলেছি। ওখানে প্রায়ই ইয়র্কার বল করতাম। সেখান থেকে আমাকে সবাই ইয়র্কার মেশিন বলে ডাকত। আমাকে আমার নামের থেকে ‘‘ইয়র্কার মেশিন’’ নামে অনেকে চিনত। টেপ বলের পর ক্রিকেট বলেও আমি ইয়র্কার মারা শুরু করি। এখানেও আমি সফল।’

সেই সাক্ষাৎকারে নিজের লক্ষ্য নিয়ে আলী খান বলেছিলেন, ‘আইপিএল খেলতে চাই। আমার বিশ্বাস যদি কঠোর পরিশ্রম করি এবং নিজের ওপর বিশ্বাস রাখতে পারি যে কোনো দিন আইপিএল সুযোগ পাব।’