স্মিথের মাথায় আঘাত পাওয়া নিয়ে সংশয়

93

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিজয়ের পতাকা উড়ালেও ম্যাচের আগের হোঁচট খেয়েছিল।

টসের সময় অধিনায়ক অ্যারণ ফিঞ্চ আচমকা জানান, স্টিভেন স্মিথ একাদশে নেই। কেন? ম্যাচের আগের দিন নেটে ব্যাটিং অনুশীলনের সময় মাথায় আঘাত পান সাবেক অসি অধিনায়ক। বল থ্রো ডাউন খেলছিলেন স্মিথ। লাফিয়ে উঠা একটি বলে মাথা সরাতে পারেননি স্মিথ। বল মাথায় আঘাত করলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

প্রাথমিক সতর্কতা হিসেবে তাকে বিশ্রামে রেখেছিল দল। তবে দ্বিতীয় ওয়ানডেতেও তাকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। ক্রিকেট অস্ট্রেলিয়া দ্বিতীয়বার তার কনকাশন পরীক্ষা করাবে। এরপর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না।

৩১ বছর বয়সী স্মিথ টেস্ট র‌্যাংকিংয়ে নম্বর ওয়ান ব্যাটসম্যান। এএফপিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেন, ‘স্মিথকে দ্বিতীয়বার কনকাশন পরীক্ষায় পাঠানো হবে। তাকে পর্যবেক্ষণ রাখা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা।’

শেষ ১৪ ওয়ানডেতে ইংল্যান্ড জিতেছে ১১টিতে। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় ওয়ানডে সিরিজ জিততে পারে কি না সফরকারীরা। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।