ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু, দুবাই প্লাবিত

37

ওমানে ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে, গতকাল বন্যার পানিতে ভেসে যাওয়া ৯ স্কুলছাত্রী এবং তাদের গাড়ির চালককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও দেশটির বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন আরো ৮ জন। ওমানের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, বন্যার পানির তোরে ভেসে যাওয়া কয়েকজনকে খুঁজছে উদ্ধারকারী দল। আলজাজিরার খবরে বলা হয়, কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিপাতে প্রধান প্রধান সড়ক প্লাবিত হয়েছে। এসময় প্রচ- বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। বিমানবন্দরের রানওয়ে এবং মেট্রোস্টেশনে ঢুকে পড়ে বন্যার পানি।