একক ওয়েবসাইট চালু করল সৌদি আরব হজ, ওমরাহসহ সব ভিসার জন্য

55

গত মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন এই প্ল্যাটফরম চালু করে। সব ধরনের ভিসার আবেদন করতে নতুন ওয়েবসাইট চালু করেছে সৌদি আরব। কেএসএ ভিসা নামক এই ওয়েবসাইটে এখন সব ধরনের ভিসার আবেদন করা যাবে। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা। এতে গ্রাহকের কাঙ্ক্ষিত ভিসা শনাক্ত করতে স্মার্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। ভিসার আবেদন পদ্ধতি সম্পর্কে রয়েছে বিস্তারিত নির্দেশনা। তা ছাড়া ব্যক্তির তথ্য ও দক্ষতা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার করা হয়। পবিত্র হজ ও ওমরাহ ভ্রমণ সহজ করতে ‘নুসুক’ অ্যাপ চালু করে সৌদি আরব। ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন করা হয়। সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ৯৬ ঘণ্টার ট্রানজিট বা স্টপওভার ভিসা নিয়েও ওমরাহ পালন করা যায়। তা ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শেনজেন নাগরিক বা ভিসাধারীরা ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা পাচ্ছেন।