ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর ৮ দিন বন্ধ

115

ঈদ-উল-ফিতর-২০২৪ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে( (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) সোমবার(৮ এপ্রিল) থেকে পরবর্তী সোমবার(১৪ এপ্রিল) পর্যন্ত টানা ৮ দিন আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।  বন্ধ শেষে আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার পূণরায় যথারীতি এই বন্দরের সাথে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে। রেল সূত্র জানায়,গত ২৭ মার্চ  মহাপরিচালকের দপ্তর,রেল ভবন ঢাকার উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মো.মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি  ভারতীয় সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, ঈদ ্উপলক্ষে বাংলাদেশে ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ব্যাংক,কাস্টমসসহ  সংশ্লিস্ট সকল  প্রতিষ্ঠান ছুটি থাকবে।  এ কারণে পত্রে ৮ হতে ১৪ এপ্রিল ভারত থেকে মালবাহী ট্রেন  না পাঠাতে অনুরোধ করা হয়েছে। রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের সময় শ্রমিক সংকট থাকে। এছাড়া এ সময় যাত্রীবাহী ট্রেন চলাচাল নির্বিঘœ করতে ভারতীয় ট্রেন (মালগাড়ীর র‌্যাক) গ্রহণ কঠিন। এছাড়া দেশে  অতিরিক্ত  ইঞ্জিন (লোকোটিভ) প্রস্তুত রাখা হয় যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে। এছাড়া দেশে ইঞ্জিন পরিচালনার জনবলের (ক্রু) সংকট রয়েছে বলেও তিনি স্বীকার করেন। ষ্টেশন মাস্টার শহিদুল আরও বলেন, তবে রহনপুর ষ্টেশন থেকে শুধমাত্র ঈদের দিন ব্যতীত প্রতিদিনই আভ্যন্তরীন রুটের প্রতিটি ট্রেন যথারীতি ছেড়ে যাবে ও আসবে। রহনপুর ষ্টেশন মাস্টার বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর ও  খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছ্।ে রহনপুর বন্দর পথে নিয়মিত ভারত ও নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে  বলেও তিনি জানান।