ইমরান খান ভুল স্বীকার করলে ক্ষমা করবেন আয়েশা

255

নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী আয়েশার অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখোমুখি ইমরান খান। পিটিআই-এর শীর্ষ নেতা ইমরান খানকে তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ স্বীকার করতে বললেন অভিযোগকারী আয়েশা গুলালাই। অভিযোগ স্বীকার করে জাঁতি এবং নারী সমাজের কাছে ক্ষমা চাইলে আয়েশা নিজেও ইমরানকে ক্ষমা করে দেবেন বলে জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবর থেকে এ কথা জানা গেছে। তদন্তের স্বার্থে পার্লামেন্টারি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করতে অর্থের ব্যবহারও হচ্ছে। কয়েকদিন আগে আয়েশা গুলালাই সংবাদ সম্মেলন করে পিটিআই থেকে পদত্যাগের ঘোষণা দেন। ওই সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তিনি দৃশ্যত যৌন হয়রানির অভিযোগ আনেন। আয়েশার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি ডনকে জানান, ‘যদি ইমরান খান মেনে নেন তিনি এটা করেছেন, তিনি হয়রানি করেছেন, আল্লাহর কাছে, জাতির কাছে ও নারীদের কাছে ক্ষমা চান তাহলে আমি তাকে মাফ করে দেবো।’ তবে ধারণা করা হচ্ছে, চলমান অবস্থায় তাকে যদি আয়েশা ক্ষমাও করে দেন তাহলেও তদন্ত বন্ধ হবে না। ইমরান খানের আইনি পদক্ষেপেই ক্ষমতাচ্যুত হয়েছেন নওয়াজ শরীফ। এখন তার প্রতিশোধ নিতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) ইস্যুটিকে ব্যবহার করতে পারে। ইমরান ক্ষমা চাইলে তার অপরাধ প্রমাণিত হবে। এতে পার্লামেন্টে পাস হওয়া তদন্ত কমিটি তদন্তে গতি পেতে পারে। শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করে কঠিন কোনো পরিণতি ভোগ করতে হতে পারে ইমরানকে। গত মঙ্গলবার ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর পাকিস্তানের পার্লামেন্টে অন্তবর্তী প্রধানমন্ত্রী শাহীদ আব্বাসির প্রস্তাবে সম্মত হয়ে ইমরানের অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। অভিযোগের বিপরীতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান খান বলেন, ‘আমার বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে তা তদন্তে কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানাই। তবে আমি জোর গলায় বলতে চাই এসব অভিযোগ মিথ্যা। আমি কোনো বাজে এসএমএস গুলালিকে পাঠাইনি।’ অভিযোগ সম্পর্কে দুই দিন চুপ থেকে গত বৃহস্পতিবার নীরবতা ভাঙেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিটিআই (পাকিস্তান তেহরিক ই ইনসাফ) নেতা। অভিযোগকে নওয়াজের পরিবার থেকে ছড়ানো গুজব আখ্যা দেওয়ার একদিনের মাথায় ইমরানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত জানা যায়। সেই সিদ্ধান্তকে স্বাগত জানাতে গিয়ে তিনি মন্তব্য করেন, একজন নারী হওয়ার কারণে এ-সংক্রান্ত মন্তব্যে গুলালাইয়ের জীবন প্রভাবিত হতে পারে। সে কারণে ব্যাপারে আর কোনও মন্তব্য করতে চান না বলে জানান ইমরান। এর আগে গত শুক্রবার দলের সাবেক নেত্রী আয়েশা গুলালাইয়ের ওই অভিযোগকে ‘গুজব’ আখ্যা দিয়ে ইমরান গত শুক্রবার দাবি করেন, এর নেপথ্যে নওয়াজ শরিফ পরিবারের হাত রয়েছে। গত শনিবারও তিনি একই ধরেনর অভিযোগ করেন। প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি তাঁর মন্ত্রিসভার শপথগ্রহণের পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির ক্রিকেট দলের সাবেক দলনেতা ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করতে বলেন। তিনি বলেন, তদন্ত শেষে ওই কমিটি জাতীয় পরিষদে প্রতিবেদন দাখিল করবে, যাতে ‘বিষয়টির একটি সুরাহা হয়’। অভিযোগ উত্থাপনের একদিনের মাথায় দল থেকে বহিষ্কার করা হয় এমএনএ আয়েশা গুলালাইকে। একই সঙ্গে দেশটির জাতীয় পরিষদের আসন থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। গুলালাইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআইয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকা- ও আচরণ করেছেন তিনি। দলের প্রধানের বিরুদ্ধে ভিত্তিহীন ও গুরুতর অভিযোগ তুলেছেন। দল মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থীকে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছেন গুলালাই।