ইউভেন্তুস রোনালদো আসায় এগিয়েছে

258

দলের নতুন মুখ ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইউভেন্তুসের সহ-সভাপতি পাভেল নেদভেদ। তার মতে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের আগমনে ইউরোপের শীর্ষ দলগুলোর মধ্যে তুরিনের ক্লাবটির অবস্থান দৃঢ় হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত মাসে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে নাম লেখান রোনালদো। রোববার যুব দলের সঙ্গে মূল দলের প্রীতি ম্যাচে ইটালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে নিজের প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ৩৩ বছর বয়সী রোনালদোকে দলে টানা প্রসঙ্গে ইউভেন্তুস টিভিকে নেদভেদ বলেন, “ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে ইউভেন্তুসের আরও এগিয়ে যাওয়াটা নিশ্চিত হয়েছে।” “রোনালদোকে যেভাবে আমরা ইউভেন্তুসে নিয়ে এলাম, সেটা অসাধারণ কিছু। এটা ভবিষ্যতে আমাদের ও ইটালিয়ান ফুটবলের জন্য আরও বেশি কিছু দেবে।”