বাংলাদেশে ফেইসবুকে বিনামূল্যে লা লিগার ম্যাচ

239

বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে লা লিগার আগামি তিন মৌসুমের ম্যাচগুলো ফেইসবুকে বিনামূল্যে দেখা যাবে। মঙ্গলবার লা লিগা কর্তৃপক্ষ ম্যাচগুলো সরাসরি দেখানো নিয়ে ফেইসবুকের সঙ্গে চুক্তির কথা জানায়। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এ মৌসুমের ৩৮০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ফেইসবুক। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানে থাকা ফেইসবুক ব্যবহারকারীরা তা দেখতে পাবেন। লা লিগার ডিজিটাল স্ট্রাটেজির প্রধান আলফ্রেদো বেরমেহো রয়টার্সকে বলেন, “ভারতীয় উপমহাদেশের মতো গুরুত্বপূর্ণ একটা অঞ্চলে লা লিগা বিনামূল্যে সম্প্রচার হতে যাওয়ায় আমরা খুবই খুশি।” তবে কত টাকায় ফেইসবুকে এই স্বত্ব পেয়েছে তা জানানো হয়নি। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই উপমহাদেশে লা লিগার টিভি স্বত্ব সনি পিকচার্স পেয়েছিল ৩ কোটি ২০ লাখ ডলারে। ফেইসবুক নিশ্চিত করবে, শুধু ভারতীয় উপমহাদেশের বাইরে যেন ফেইসবুকে খেলা না দেখা যায়। শুরুতে কোনো বিজ্ঞাপন ছাড়াই খেলা দেখানো হবে। তবে ফেইসবুকের গ্লোবাল লাইভ স্পোর্টস বিভাগের পরিচালক পিটার হাটন জানান, পরবর্তীতে হয়তো বিজ্ঞাপন যোগ করা হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে সরাসরি দেখানো ভিডিওগুলিতে বিজ্ঞাপন দেখানো নিয়ে পরীক্ষা চালাচ্ছে সংস্থাটি।