ভোলাহাটের দলদলীতে জমি আছে বাড়ী নাই প্রধানমন্ত্রীর প্রকল্পের মতবিনিময়

247

ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদে জমি আছে বাড়ী নাই প্রধানমন্ত্রীর প্রকল্পের মতবিনিময় সভা নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম কবির, উপজেলা প্রকল্প অফিসের উপসহকারী প্রকৗশলি মুনিমুল হক, ইউপি সদস্য আব্দুর রহমান, হাবিবুল্লাহ মেসবাহ ও আব্দুল কাইয়ুমসহ অন্যরা। এ সময় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা উপস্থিত উপকার ভোগি ১শ ২৪ জনকে জিজ্ঞেস করেন, তারা ঘর নিতে কোন চেয়ারম্যান, ইউপি সদস্য বা অন্য কাউকে কোন টাকা দিয়েছেন কিনা। উত্তরে সমস্বরে জানান তারা কাউকে কোন টাকা প্রদান করেননি। এদিকে প্রধান অতিথি আরো বলেন, যারা ঘর পাচ্ছেন তারা ছেলে-মেয়েদের বাল্যবিয়ে দিবেন না, মাদকসেবী বা বিক্রয় নিজে বা সন্তান থাকলে বিরত থাকবেন, যৌতুক দিয়ে বিয়ে দিবেন না বা নিবেন না, ছেলে-মেয়েদের নিয়মিত স্কুলে পড়া-লেখা করানোর পরামর্শ প্রদান করেন। এদিকে, ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে কুরবানির পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মত ভাবে অপসরণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুসফিকুল ইসলাম তারা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইসলামী ফাউন্ডেশনের ইমাম, চেয়ারম্যানগণের উদ্দেশ্য করে বলেন, যত্রতত্র স্থানে কুরবানী জবাই করা যাবে না। পরিবেশের ভারসম্য রক্ষার জন্য নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবাই করে উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মত ভাবে অপসরণ করতে হবে। কোন ক্রমেই পরিবেশ নষ্ট করা যাবে না বলে অবিহিত করেন। বিষয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান ও ইমামদের সজাগ থাকার পরামর্শ প্রদান করেন।