আরটি-পিসিআর পরীক্ষা : চাঁপাইনবাবগঞ্জের ১৪৭ নমুনায় ৩০ জন শনাক্ত

95

চাঁপাইনবাবগঞ্জের ১৪৭টি নমুনার আরটি-পিসিআর পরীক্ষায় ৩০ জন নতুন করে করোনা রোগী হিসেব শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে নমুনাগুলো পরীক্ষা করা হয়। এর আগে গত ১১, ১২ ও ১৩ জুলাই নমুনাগুলো সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।
এই তথ্য নিশ্চিত করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ১৪৭টি নমুনার মধ্যে ৯৯টি নমুনা জেলার সদর উপজেলার। এই ৯৯টির মধ্যে ১৫টিতে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ৩টি নমুনা বাতিল হয়ে গেছে। এছাড়া শিবগঞ্জ উপজেলার ১৫টি নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। অপর দিকে জেলার গোমস্তাপুর উপজেলার ১৩টি নমুনা পরীক্ষায় ৫ জন শনাক্ত হয়েছে। অন্যদিকে জেলার নাচোল উপজেলার ২০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের গড় হার ২০.৪০ শতাংশ।
ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন- মানুষ সচেতন না হলে করোনা সংক্রমণের হার নি¤œমুখী করা কঠিন হবে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ জানান তিনি।