আবাসন ও শিক্ষা সমস্যা সমাধানের দাবিতে হরিজনদের মানববন্ধন

285

চাঁপাইনবাবাগঞ্জে হরিজন সম্প্রদায়ের আবাসন ও শিক্ষা সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জেলা অ্যাডভোকেসি প্লাট ফরমের সভাপতি সৈয়দ শাহজামাল, সাধারণ সম্পাদক অজিত দাস হরিজন, সহ-সম্পাদক জিতেন হরিজন, সদস্য নাদিম কুমার মন্ডল। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হরিজন সম্প্রদায়ের প্রায় ৪শ টি পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। কিন্তু জায়গা সংকুলান না হওয়ায় পরিবারগুলো একত্রে বসবাস করতে পারে না। শহরের বালুবাগানে অবস্থিত প্রায় ৮০ টি পরিবার দীর্ঘদিন ধরে কোনো পাকাঘর ছাড়াই বসবাস করছে। আরও ৩শ পরিবার বিভিন্ন দপ্তরের পরিত্যক্ত জায়গায় কোন রকমে টিনের ছাউনি এবং তীর পাল দিয়ে ঘর নির্মাণ করে অতি কষ্টে দিনযাপন করছে। তাই বালুবাগান সুইপার কলোনীকে একটি সর্বাধুনিক কলোনীতে রুপান্তরিত করা, যেখানে শিক্ষা, চিকিৎসা, খেলাধুলাসহ সর্বাধুনিক ভবন নির্মাণ করা, অবশিষ্ট হরিজন সম্প্রদায়ের জন্য সরকারি খাস জমিতে হরিজন সম্প্রদায়ের জন্য আবাসন নির্মাণ করা, শিক্ষার সুব্যবস্থা করা, আমরা হরিজন সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য একটি ট্রাস্ট বোর্ড গঠন করার দাবি জানানো হয়। “আমরাও মানুষ-আমাদেরও আছে বাঁচার অধিকার”-এ শ্লোগানকে সামনে রেখে অ্যাডভোকেসি প্লাট ফরম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।