আফগানিস্তানে, তালেবান হামলায় নিহত, ২৬

162
উত্তর আফগানিস্তানে তালেবানদের হামলায় সরকার সমর্থিত বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এমন সময় এই হামলার খবর এলো যখন কাতারে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন দফায় শান্তি আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে। সপ্তম দফায় তালেবানদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের। এই বৈঠককে ১৮ বছরের আফগান গৃহযুদ্ধ অবসান প্রচেষ্টার ‘শুরু বা শেষ মুহূর্ত’বলে আখ্যা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।  এই বৈঠকের নেতৃত্ব দেবেন আফগানিস্তানে মার্কিন শান্তি আলোচনার  দূত জালমে খলিলজাদ। শনিবার ভোরে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের নাহরিক জেলায় একটি নিরাপত্তা চৌকিতে হামলা  চালায় তালেবান। ওই চৌকির দায়িত্বে ছিল সরকার সমর্থিত মিলিশিয়ারা। প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ২৬ মিলিশিয়া নিহত হয়েছে। তালেবান কর্মকর্তারা এই হামলার দায় স্বীকার করেছেন। তবে তারা দাবি করেছেন ২৮ মিলিশিয়া নিহত ও ১২ জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই হামলা এটাই ইঙ্গিত দিচ্ছে যে, আলোচনার টেবিলে তালেবানরা নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে চায়।