ভারতের, পুনেতে ভবনের দেয়াল ধসে, নিহত ১৫

208
ভারতের পুনেতে একটি আবাসিক ভবনের দেয়ালের অংশ ধসে পড়ে ১৫জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে। ভারী বৃষ্টিপাতের পর কোন্ধোয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে শনিবার এনডিটিভি জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কয়েকটি গাড়ি ধ্বংসস্তুপের মধ্যে আটক পড়ে থাকতে দেখা গেছে। অ্যাপার্টমেন্ট ভবনের সীমানা দেয়ালটির পাশেই বেশ কয়েকটি টিনশেডের ঘর ছিল। কাছেরই একটি নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের জন্য ওই টিনশেড ঘরগুলো নির্মাণ করা হয়েছিল। নিহতদের অধিকাংশই দেয়াল ধসের সময় ওই টিনশেডে ঘুমিয়ে ছিলেন। এক কর্মকর্তা জানান,  স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে ১২ থেকে ১৫ ফিট উচ্চতার দেয়ালটি পড়ে। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ও দমকল বিভাগের উদ্ধারকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থরে ছুটে যান। দমকল বাহিনীর এক কর্মকর্তা  জানান, আহতদের কাছেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুনের পুলিশপ্রধান কে ভেঙ্কটেশাম সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের দল এ ঘটনার কারণ অনুসন্ধান করছে। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ অনুমোদন নেওয়া হয়েছিল কিনা এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করা হচ্ছিল কিনা তা আমরা খতিয়ে দেখবো।’