সুন্দরবনে, বাঘের সংখ্যা, ১১৪

266
২০১৫ সালে বনশুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। ২০১৮ সালে ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা ৮টি বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৪টি। শনিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন এ তথ্য জানান। সাংসদ লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবনের নিকটতম স্থানসমূহে বাগেরহাট জেলার মোংলা  উপজেলার মোংলাবন্দর শিল্প এলাকায় ৫টি বায়ু দূষণকারী সিমেন্ট কারখানাকে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানসমূহ হলো মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, বসুন্ধরা সিমেন্ট মিলস লিমিটেড, মংলা সিমেন্ট মিলস লিমিটেড, দুবাই-বাংলা সিমেন্ট মিলস লিমিটেড এবং হোলসিম (বাংলাদেশ) লিমিটেড তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট হতে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠানসমূহ কর্তৃক যাতে পরিবেশ দূষণ না হয়, সেজন্য পরিবেশ অধিদপ্তর এ সকল শিল্পকারখানা নিয়মিত পরিবীক্ষণ করছে এবং উদ্যোক্তাদেরক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। সুন্দরবনের নিকটতম স্থানে এলপিজি প্লান্টসহ বেশকিছু শিল্প প্রতিষ্ঠান থাকলেও সেগুলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠান নয়।