আগস্টের আগে কোনো ঘরোয়া ক্রিকেট নয় জানিয়েছেন ইসিবি

170

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নিজ মাটিতে ঘরোয়া ক্রিকেটে স্থগিতাদেশ বাড়াল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১ অগাস্ট পর্যন্ত ঘরোয়া সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এই নিয়ে তৃতীয়বারের মতো স্থগিতাদেশ বাড়াল ইসিবি। করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ২৮ মে পর্যন্ত এবং পরবর্তীতে ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল। ঘরোয়া আসর পুনরায় জুনে শুরুর জন্য ইসিবির কাছে প্রস্তাব দেবে ক্রিকেটারদের পেশাদার গ্রুপ (পিজিজি)। তাই ইসিবির প্রধান নির্বাহি টম হ্যারিসন জানান, স্বাভাবিকভাবেই আমরা প্রতিটি স্তরে খেলা দেখতে চাই। আমরা এই মৌসুমে ঘরোয়া ও বিনোদনমূলক ক্রিকেট দেখার ব্যাপারে আশাবাদি এবং ঘরোয়া ক্রিকেট শুরুর ব্যাপারে পিজিজির সাথে পরিকল্পনা করা হয়েছে।