এসএসসিতে চাঁপাইনবাবগঞ্জ সদরে জিপিএ ৫ পেয়েছে ৭৩৯ জন

209

চাঁপাইনবাবগঞ্জে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ৭৩৯ জন। এর মধ্যে জিপিএ-৫ এর শীর্ষ স্থান দখল করেছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার ১৬২ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থান দখল করেছে মেয়েরা। ২৬২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫৫ জন। ৭জন অকৃতকার্য হয়েছে ৭ জন।
অপর দিকে শতভাগ পাস করে জেলায় শীর্ষ স্থান দখল করেছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। ২৪০ পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন।
এ ছাড়া নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন, দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় থেকে ৪৮ জন, জনবীর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, চৌহদ্দীটোলা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, শংকরবাটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, নয়ানশুকা আর.কে উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন, শংকরবাটী উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, আলীনগর উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, টিকরামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, নয়াগোলা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ম থেকে ২৫ জন, কালিনগর উচ্চ বিদ্যালয় থেকে ১৪ , আমনুরা কে.এম উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, অনুপনগর উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, চামাগ্রাম হে.না উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, চাটাইডুবী উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, মহারাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, মহিপুর এ.এস.এম. উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, দেবীনগর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, সুবাগ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, ইসলামপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, শালিমডোলপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, কোদালকাটি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, জনতা উচ্চ বিদ্যালয় ৩, লক্ষীপুর উচ্চ বিদ্যালয় ১১, হড়মা উচ্চ বিদ্যালয় ৪, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয় ৫ চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় ৩, পলশা উচ্চ বিদ্যালয় ১২, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ৫, পাররামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ৩, বহরম ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয় ৮, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় ১, নামোরাজারামপুর উচ্চ বিদ্যালয় ১, চরমোহনপুর উচ্চ বিদ্যালয় ৩, স্বরুপনগর শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয় ৫, রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ২, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ৩, ফুলকুঁড়ি ইসলামী একাডেমী ৪৯, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ৮, এ.এল.বি.সি জুনিয়র বালিকা বিদ্যালয় থেকে ৬ জন জিপিএ-৫ এর গৌরব অর্জন করেছে। অন্য উপজেলার রেজাল্ট আসছে