অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা বলেছেন জেলা প্রশাসক

154

কেউ অপরিপক্ক আম বাজারজাত করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম উৎপাদন, বিপণন ও বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুতমিূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রস্তুতিমূলক এই সভায় জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা, আম গবেষক, আম বাগান মালিক এবং আম ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঢাকাসহ সারাদেশের বাজারে চাঁপাইনবাবগঞ্জের আম স্বল্পমূল্যে পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন মে মাসের শেষের দিকে চালু করা হবে।
অনুষ্ঠানে জেলাপ্রশাসক একেএম গালিভ খান জানান, জেলার আম ব্যবসায়ী, আড়ৎদার, আর কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বছর আম বাজারজাত করণের জন্য কোন সময়সীমা থাকছে না। গাছে আম পাকা দেখা দিলে তবেই তা বাজারে নামাতে পারবেন ব্যবসায়ীরা। এছাড়াও নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত সবসময় সক্রিয় থাকবে।