শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও রপ্তানী বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

159

নিরাপদ আম উৎপাদন ও রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে শিবগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ শাখার উদ্যোগে ২ দিন ব্যাপি এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
কর্মশালায় বক্তারা বলেন, আম বাগানে অতিরিক্ত কীটনাশক যাতে প্রয়োগ না করে সেজন্য প্রতিটি বাগান মালিকদের লগবই ব্যবহার করতে হবে এবং নিরাপদ আম উৎপাদন করতে হবে। জেলার সুনাম ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়। কর্মশালায় ১শ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।