রহনপুর মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

209

রহনপুর মহিলা কলেজের ২০১৮-১৯ বর্ষে স্নাতক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ আজিজুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র তারিক আহম্মদ, বিশিষ্ঠ ব্যবসায়ী মুসা মার্চেন্ট, প্রভাষক মুক্তারুল হক সুমন, প্রবীণ শিক্ষক নুরুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।