চাঁপাইনবাবগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা অনুষ্ঠিত

222

আর্থিক অন্তর্ভুক্তির আওতায় লীড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচী পরিচালনা বিষয়ক চাঁপাইনবাবগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও লীড ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ প্রধান কার্যালয়ের ডিপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা ইয়াহিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মনোজ কুমার বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক ঢাকার অতিরিক্ত-মহাব্যবস্থাপক গাজী মাহফুজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর মহাব্যবস্থাপক এ এফ এম শাহীনুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রাজশাহী জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাওছার উল আলম, স্বাগত বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শাহজাহান। পরে বিভিন্ন ব্যাংকের ষ্টলে শিক্ষার্থীরা তাদের ব্যাংক একাউন্ট খুলেন। সভায় বিভিন্ন তফসিলী ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।