বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ভাবুক গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুল আলিম, আমনুরা ধীনাগুড় এলাকার মৃত একরামুল হোসেনের ছেলে সাবিরুল, এবং রাজশাহীর দামকুড়া থানার ফাত্তাপাড়া দুর্বামোড় এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গতকাল দিবাগত রাত পৌনে ২টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৮৯ বোতল মদ উদ্ধার করে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জব্দ মদ ভোলাহাট থানায় জমা করা হয়। এদিকে র‌্যাব-৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া ৮টার দিকে গোদাগাড়ীর বড় নারায়নপুর সৌদি মার্কেটের সামনের পাকা সড়কে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এ সময় পালানোর চেষ্টাকালে ১৫ কেজি গাঁজাসহ আলিম, সাবিরুল ও মিলনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ, রহনপুর, নাচোল ও ভোলাহাটে স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় গোমস্তাপুরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। শিবগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। নাচোলেও সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীগণের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দ সভাপতিত্ব করেন। এেিদক ভোলাহাটে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সহকারী ভূমি কমিশনার, কৃষি কর্মকর্তা, থানা ও সমাজসেবা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত

ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে ভোলাহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পরিদর্শক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।

ভোলাহাটে ৯৩ বোতল বিদেশী মদ জব্দ

ভোলাহাটে ৯৩ বোতল বিদেশী মদ জব্দ ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ বোতল ‘ব্লাক হান্ট’ ব্রান্ডের বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ চাঁন শিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামে ফরেষ্ট ক্যানালের পাশের ধানক্ষেতে বিশেষ অভিযান চালায়। অভিযানে টহল দল ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল মদ উদ্ধার করে। সন্ধ্যায় ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এগুলো ভোলাহাট থানায় আইনী প্রক্রিয়ায় জমা দেয়া হবে। তিনি বলেন, মাদকসহ যে কোন পন্য চোরচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

ভোলাহাটে পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভোলাহাটে পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভোলাহাটে অতিথিসহ অন্যান্য পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামীম হোসেনের সভাপতিত্বে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই জনসচেতনতামূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল, ভোলাহাট থানার সাব ইন্সপেক্টর শাহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম। সভায় সব ধরনের পাখি শিকার থেকে দূরে থাকার জন্য আইনি ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেন বক্তারা। পাখি শিকার ও বাজারজাতকালে কেউ ধরা পড়লে সর্বোচ্চ ১ বছরের সাজা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে বলে জানান সভার সভাপতি শামীম হোসেন।

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বে থাকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদসহ অন্যরা। এসময় উপজেলায় ৪ হাজার ৪৯০জন প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০  কেজি করে গম বীজ অথবা ১  কেজি করে সরিষা বীজ অথবা ১০ কেজি করে চিনাবাদাম বীজ বা ১  কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অথবা ৫ কেজি করে মুগ বীজ বা ৫ কেজি করে মসুর বীজ বা ৮ কেজি করে খেসারি বীজ অথবা ২  কেজি করে অড়হড় বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলে। চাঁপাইনবাবগঞ্জ প্রয়াস হসপিটালের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান করেন, প্রয়াস হসপিটালের আবাসিক এমবিবিএস চিকিৎসক ডাঃ মুক্তাদির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারী পরিচালক মু: তাকিউর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ভোলাহাট ইউনিট ব্যাবস্থাপক আবুল হাসনাতসহ অন্যরা। এ সময় উপজেলার প্রায় ৫০ জন অসুস্থ নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ

ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ ভোলাহাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২০ জন উপকারভোগীর মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ৯ জনকে ৪টি করে ছাগল ও ১১ জনকে ১টি করে গরু বিতরণ করেণ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামন। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, যুব কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামন উপকারভোগীদের বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এ ধরনের পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই গরু ছাগলগুলো বিক্রি করে দেওয়া যাবে না। এগুলো যতœ সহকারে লালন-পালন করবেন। নিয়মিত পরিচর্যা করলে পশুগুলো বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাড়তি আয় নিশ্চিত হবে। ভবিষ্যতে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে প্রত্যাশা করেন।

ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার বাংলাদেশের গ্রামীন জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সহায়তার লক্ষ্যে ভোলাহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজলো পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে ডাইসিন গ্রুপ। বাংলাদেশ সরকারের ক্যান্সার শিক্ষা ও সচেতনতা কর্মস‚চির আওতায়, সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয় আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব। তিনি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর সাবিনা ইয়াসমিন, প্রভাষক কানিজ ফাতেমা, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. মোসফিকা কাওসারী লিসাসহ অন্যরা। সেমিনারে বক্তারা ক্যান্সারের ঝুঁকি হ্রাস ও সঠিক খাদ্যাভ্যাসের উপর জোর দেন।

ভোলাহাটের বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন উদ্বোধন

ভোলাহাটের বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন উদ্বোধন ভোলাহাট উপজেলার বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। আজ বেলা ১০ টার দিকে দেশের ২য় বৃহত্তম বিল বিলভাতির সুরানপুর অংশের প্রায় ৪ কিলোমিটার রাস্তায় ফুল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন,আরডিও মোঃ সবুজ আলী, যুব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, তথ্য আপা মোসা: নাসরিন খাতুন, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ হারুন অর রশিদ, সুরানপুর বিওপি ক্যাম্প কমান্ডার নির্মল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদিকুল ইসলামসহ অন্যরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভোলাহাট উপজেলায় কোন বিনোদন কেন্দ্র নেই। অনেক বিনোদন প্রেমিকেরা বিলভাতিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এছাড়াও বিলভাতিয়ায় হাজার হাজার বিঘা জমিতে ফসল চাষে কৃষকেরা ফাঁকা মাঠে কাজ করলে বিশ্রামের জন্য কোন গাছ না থাকায় গাছের ছায়াতলে বিশ্রাম নিতে পারেন না। ফলে আমি ভোলাহাট উপজেলায় যোগদানের পর সৌন্দর্যবর্ধন ও কৃষকের বিশ্রামের কথা চিন্তা করে ফাঁকা মাঠের চার কিলোমিটার রাস্তায় ফুল ঔষধি ও বনজ গাছ রোপণের উদ্যোগ নিয়ে কর্মসূচির উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন, এখানে একটা বিজিবি ক্যাম্প রয়েছে। সব মিলিয়ে বিনোদন কৃষিকের বিশ্রাম সারি সারি গাছে পাল্টে দিতে পারে ভোলাহাটের চিত্র। তিনি সবাইকে গাছগুলো রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।