ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুর” হয়েছে। স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনির”জ্জামান। এতে প্রশিক্ষক ছিলেন, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি সন্ধ্যা রানীসহ অন্যরা। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশি¬ষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী চারটি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানো সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারককলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচীতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। ঘন্টারও বেশি সময়ের মানববন্ধনে আয়োজকরা আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ^াস না দিলে আগামী ১৪ মে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ‘বনলতা’ ট্রেন অবরোধের কর্মসূচী দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজন সভাপতি আসলাম কবীর, সম্পাদক মনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ ইসাহাক, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেন ও মাহফুজ রায়হান,জেলা বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম,নাগরিক কমিটি যুগ্ম আহব্বায়ক আবু হেনা বাবলু, প্রবীন হিতৈষী সংঘের আফসার আলী,মর্ডান মাকেট কমিটি সভাপতি গোলাম মোস্তফা,জেলা কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সম্পাদক বাবুল আখতার,জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,জেলা চা দোকান মালিক সমিতি সভাপতি কামরুজ্জমান মুক্তা,সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোখলেসুর রহমান,জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে। বক্তরা বলেন, রাজশাহী-ঢাকা রুটে ৫টি আন্ত:নগর ট্রেন চললেও শুধু ‘বনলতা’ রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানবন্ধন শেষে জেলা প্রসাসকের মাধ্যমে রেল উপদেষ্টা ও সচিব এবং সড়ক উপদেষ্টা ও সচিবকে স্¥রকলিপি দেয়া হয়। ৮দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা,সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা, আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা।

ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু

ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক গোলাম কবিরের ছোট মেয়ে জামাই সিভিল ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন আর নেই। তিনি আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একটি শিশু সন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দাফন আজ রাত ৯টায় ঘোড়াদহ কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন হবে। সাব্বির হোসাইন পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের বিল¬াল খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক গোলাম কবিরের ছোট মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করছিলেন। গত ২২ এপ্রিল ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তাঁর ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন। তাঁর বিদেহী আতœার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছে মরহুমরে শ্বশুর গোলাম কবির, মহান আল¬াহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সাব্বির হোসাইনের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।  

গোমস্তাপুর-নাচোলে ঝড় ও শিলাবৃষ্টি আম-বোরো ধান ও সবজির ক্ষতি

গোমস্তাপুর-নাচোলে ঝড় ও শিলাবৃষ্টি আম-বোরো ধান ও সবজির ক্ষতি গোমস্তাপুর ও নাচোল উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। এতে কোনো কোনো এলাকায় আম, বোরো ধান ও সবজির কিছুটা ক্ষতি হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এতে জেলার ৪৫ হাজার ৬৮০ হেক্টর বোরো ধানের মধ্যে ১৭৫ হেক্টর আক্রান্ত হয়। তবে সবমিলিয়ে ১৮ হেক্টর জমির ধান নষ্ট হবে বলে কৃষি অফিস জানিয়েছে। কৃষি অফিস আরো জানায়, আমবাগান আক্রান্ত হয়েছে ৭৬ হেক্টর। তবে সবমিলিয়ে ৭ থেকে ৮ হেক্টর বাগানের আম নষ্ট হতে পারে। এছাড়া সবজি নষ্ট হয়েছে ২০ হেক্টর জমির। এদিকে আমাদের গোমস্তাপুর প্রতিনিধি আল মামুন বিশ্বাস জানিয়েছেন, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় শিলাবৃষ্টিতে বোরো ধান, আমসহ বিভিন্ন সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ওই এলাকার পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ১৫ থেকে ২০ মিনিটের শিলাবৃষ্টিতে চাষিদের স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। স্থানীয় কৃষকরা জানান, শিলার আঘাতে ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা ধানের শিষ থেকে ধান ঝরে পড়ে গেছে মাঠজুড়ে। এছাড়া আম ও লিচু গাছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্বতীপুর ইউনিয়নের মিজানুর রহমান নামে এক কৃষক জানান, দুপুরের পর থেকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয়; কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় ব্যাপক ঝড়। এর সাথে শিলাবৃষ্টি। এতে আমাদের গাছপালাসহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের ফিরোজ নামের এক কৃষক জানান, অনেকের পাকা ধান কাটা শেষ হয়ে গেছে। আবার অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি। আমারও কিছু ধান কাটা বাকি রয়েছে আজ (গত বৃহস্পতিবার) হঠাৎ শিলাবৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। সোহেল হোসেন নামে আরেক কৃষক জানান, তার দুই বিঘা জমিতে কিছুদিন আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করে বিক্রি শুরু করেছিলেন। এই শিলাবৃষ্টিতে তার সবজি নষ্ট হয়ে গেছে। আমচাষি ফয়সাল কবির জানান, তার বাগানে শতাধিক গাছের আম ঝরে গেছে। এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। কিছু গাছপালা উপড়ে পড়েছে। এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াশিন আলী এই তথ্য নিশ্চিত করে বলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার গড় বৃষ্টি হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এর মধ্যে সদর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। এছাড়া শিবগঞ্জে ১০ মিলিমিটার, গোমস্তাপুরে ৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে ভোলাহাটে কোনো বৃষ্টি হয়নি। তিনি জানান, বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর, নাচোল উপজেলার কসবা, নাচোল ও নেজামপুর ইউনিয়নের পাকা বোরো ধান, আম ও সবজির কিছুটা ক্ষতি হয়েছে। আক্রান্ত্র এলাকায় কিছু আমে দাগ ধরতে পারে। তবে সবমিলিয়ে এই বৃষ্টি আমের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। কারণ এই বৃষ্টির ফলে আমের আকার ও ওজন দ্রুত বৃদ্ধি পাবে।

গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ

গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১০টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, কৃষক আলাউদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, জুবাইদা আবেদিন, মিঠুন চন্দ্র দেবনাথ উপকারভোগী কৃষকরা। উল্লখ্য, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হচ্ছে। অন্যদিকে  ভোলাহাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে দুই হাজার কৃষককে এ প্রণদনা দেওয়া হয়। কৃষি অফিস সূত্রে জানাযায়, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, জনসাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আজমীর শেখসহ অন্যরা।

ভোলাহাটে অবৈধ ৫ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৫ লক্ষ টাকা অর্থদন্ড আদায়

ভোলাহাটে অবৈধ ৫ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৫ লক্ষ টাকা অর্থদন্ড আদায় ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৫টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ওই ভাটা ৫টি থেকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট (সিনিয়র সহকারী সচিব) মো: রবিউল আলম। এর আগে গতকাল দিনব্যাপী জেলার নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ভাটাগুলো থেকে ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ নিয়ে টানা দু’দিনে জেলার দুই উপজেলায় মোট ৮টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে মোট ১২ লক্ষ টাকা অর্থদন্ড আদায় করল পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ভোলাহাটে দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স মদিনা ব্রিকস ফিল্ডস, মেসার্স সেভেনে স্টার ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস,মেসার্স জে টাটা ব্রিকস এবং মেসার্স মেঘনা জিগজ্যাগ ব্রিকস এর প্রত্যেকটিকে ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া ভাটা ৫ টি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।

ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন

ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের লক্ষে আরো দুটি বিওপি চালু করল বিজিবি। মঙ্গলবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীন সুরানপুর ও খড়কপুর নামক স্থানে নতুন এই বিওপি দুটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন- বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। প্রথমে খড়কপুর বিওপি ও পরে সুরানপুর বিওপির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে-এ রউফ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিওপি দুটির উদ্বোধন শেষে বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোলাহাটে ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ভোলাহাটে ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ভোলাহাট উপজেলায় পুলিশ অভিযানে ১১৪ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি ভোলাহাটের রাধানগর কলোনি গ্রামের কুদ্দুস আলীর ছেলে। পুলিশ জানায়, আজ দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরের বসত বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় ও ভাবগার্ম্ভীর্যের সাথে এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভাষা শহিদদের সম্মান ও স্মৃতির উদ্দেশ্যে পূস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর পুলিশ কর্মকর্তাদের নিয়ে পূষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রেজউল করিম। এরপর বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবন্দ এবং সকল স্তরের ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আজ সকালে বিভিন্ন ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলণ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’-অমর এই গান গাইতে গাইতে খালি পায়ে প্রভাত ফেরী করে শহিদ মিনারে ফুল দেয় বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন,আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন ষ্টেডিয়ামে শহিদ দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের চেতনার ভূমিকা তুলে ধরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে,  শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ক্রীড়া সংস্থা,  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা শহীদের সম্মান জানাতে এ সময় তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা ও ভাষা শহীদের প্রতীক শোক পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভা, কানসাট, চককীর্তি, ছত্রাজিতপুর, দূর্লভপুর, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা ও দাইপুখুরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন , উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ সকালে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া দেন অতিথিরা। এছাড়া,নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে। ২১ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফারসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুস্পস্থাবক অর্পন করেন। সকালে প্রভাত ফেরীর মাধ্যমে নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পন করে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সর্বত্রই আজ সীমিতভাবে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদদের স্মৃতির প্রতি। এদিকে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রভাত ফেরি, পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করা হয়। জেলা শহরের বেলেপুকুর থেকে প্রভাত ফেরি শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রভাতফেরিতে অংশ নেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারি পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরাসহ প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’, বিশেষ অভিযান, নিয়মিত মামলা ও ওয়ারেন্টে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো। এর মধ্যে সদরে ১, গোমস্তাপুরে ১৬, নাচোলে ১ ও ভোলাহাটে ১ জন গ্রেপ্তার হয়েছে। জেলার শিবগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতি মো. বাবলু অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি রইস উদ্দিন। জেলায় ডেভিল হান্টে এটাই প্রথম গ্রেপ্তার। এদিকে, গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মাদকসহ নিয়মিত মামলা ও ওয়ারেন্টের আসামীরা রয়েছে বলে জানিয়েছেন ওসি খাইরুল বাশার। নাচোলে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। ভোলাহাটে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহীনুর রহমান।