01713248557

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি ভোলাহাট সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের সেন্টু মিয়ার ছেলে মামুন। তিনি পেশায় রিক্সাচালক ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ দুপুর ১টার দিকে বাড়ির অদূরে মহানন্দার ঘাটে গোসলে নেমে ডুবে যান মামুন। স্থানীয়রা তাকে পৌনে ২টার দিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ

ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের আনন্দ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, প্রানি সম্পদ কর্মকর্তা আশিষ দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা। ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়ণে ২৪৩ কেজি পোনা মাছ উপজেলার মোট ৮টি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।

ভোলাহাটে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ভোলাহাটে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ভোলাহাটে জামবাড়ীয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ। আজ বেলা ১১টার দিকে কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের অফিস কক্ষে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এসময় কলেজে অধ্যক্ষকে না পেয়ে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি বলে কথা এড়িয়ে যান।

ভোলাহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মতবিনিময় সভা

ভোলাহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মতবিনিময় সভা স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের পাশাপাশি ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে সকল প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আজ সকালে ভোলাহাট মোহবুল¬াহ কলেজ মিলনয়াতনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলী, ভোলাহাট রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোরবান আলী, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক এঁর প্রতিনিধি রাসেল আহমেদ, ভোলাহাট উপজেলা ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সুজন আহমেদ, সেলিম রেজাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভায় ভোলাহাট উপজেলাকে সফলতায় এগিয়ে নিতে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দেশে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও ছাত্র বিপ¬বে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের দায়ে ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে সেমালী খাতুন ওরফে কান্দুনী নামে এক নারীকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ শেষে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যা ও হত্যার পর, মরদেহ গুমের অভিযোগে দন্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে দন্ডিত দু’জনকে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড ও একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। আচ দুপুরে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক-সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বালুটুঙ্গী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দীনের ছেলে মুনসুর আলীও মুশরীভুজা গ্রামের আব্দুল কারীমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল। এদের মধ্যে জাক্কার ও মফিদুলকে ১ লক্ষ টাকা এবং মুনসুরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন ট্রাইবুনাল। নিহত সেমালী ভোলাহাটের ঘাইবাড়ী গ্রামের এন্তাজ আলীর মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (ষ্পেশাল পিপি) এনামুল হক বলেন,২০২০ সালের ১৭ আগষ্ট সকালে ভোলাহাটের দলদলি ইউনিয়নের রাঙ্গামাইটা বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন তালাক প্রাপ্তা সেমালী। পরদিন ১৮ আগষ্ট সকালে ওই বিলের ধানক্ষেতের ভেতর একটি আমগাছের নীচে তাঁর মস্তকবিহীন মরদেহ উদ্ধার হয়। মাথা পাওয়া যায় বেশ কয়েক গজ দূরে। এ ঘটনায় ওইদিন তাঁর মেয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও ভোলাহাট থানার তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন ২০২০ সালের ৩১ ডিসেম্বর তদন্তে প্রাপ্ত ওই তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল ওই ৩ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. তসিকুল ইসলাম, আব্দুল বারীসহ অন্যরা।

ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ “সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা পর্যায়ে বস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার শাহ জালালসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপজেলার গ্রাম কমিটির সভাপতি-দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা।      

ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া

ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনের আমবাজারে গত শনিবার থেকে আম বাজারজাত শুরু হয়েছে। তবে বাজারে আমের দাম চড়া। গতবছরের চেয়ে এবছর দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আম। সোমবার আমের বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। বাজারে লক্ষণভোগ আমের দাম প্রকারভেদে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মণ, যা গতবছর ছিল ৬০০ থেকে ৮০০ টাকা মণ। খিরসাপাত ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা মণ দরে বিক্রি হলেও বাজারে তেমন দেখা মেলেনি। গতবছর এ আম বিক্রি হয়েছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গুটি আম প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গতবছর ছিল ৬০০ থেকে ৭০০ টাকা মণ। এছাড়া আগাম জাতের সুমিষ্ট গোপালভোগ আমের দেখা মেলেনি বাজারে। চড়া দামের ব্যাপারে আম ব্যবসায়ী লাল দেওয়ান, মো. মোয়াজ্জেম হোসেন, ভুট্টু মেম্বার, মো. মনিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম জানান, এবছর যেসব গাছে আগাম মুকুল এসেছিল, সেসব গাছে আম হয়েছে। বাকি যেসব গাছে পরে মুকুল এসেছিল, বৃষ্টির কারণে সেসব গাছের মুকুল নষ্ট হয়ে যাওয়ায় আম আসেনি। গত বছরের তুলনায় ৭৫ শতাংশ আম কম হওয়ায় এবার আমের দাম চড়া। দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা। আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী বলেন, গতবছর এ সময় বাজারে প্রচুর আম বিক্রি হয়েছে। কিন্তু আবহাওয়ার কারণে এ বছর উৎপাদন খুব কম হওয়ায় বাজারেও আম কম আসছে।

চাঁপাইনবাবগঞ্জে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ, ভোট বুধবার

চাঁপাইনবাবগঞ্জে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ, ভোট বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ভোটগ্রহণ আগামী ৮ মে বুধবার। তীব্র তাপদাহ উপেক্ষা করে প্রচার-প্রচারণায় ব্যস্ত দিন পার করেছেন প্রার্থীরা। বসে ছিলেন না তাদের কর্মী-সমর্থকরাও। কোন উপজেলায় কে কে নির্বাচিত হবেন, তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। অপরদিকে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। এরই মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাচোল উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু রেজা মোস্তফা কামাল আনারস ও মোহা. আব্দুল কাদের ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল হক টিউবওয়েল, মো. কামাল উদ্দিন চশমা ও মো. মসিউর রহমান বাবু তালা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. জান্নাতুন নাইম মুন্নি ও শামীমা ইয়াসমীন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বান্দ্বতা করছেন। গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ূন রেজা ঘোড়া, মোসা. মাহফুজা খাতুন মোটরসাইকেল, মোসা. হালিমা খাতুন কাপ-পিরিচ, মোহা. আশরাফ হোসেন আলিম আনারস এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মু. নজরুল ইসলাম চশমা, মুহ. হাসানুজ্জামান নূহ টিউবওয়েল, মো. দেলওয়ার হোসেন তালা, মো. মাসুদ পারভেজ মাইক ও মো. মোকসেদুর রহমান টিয়া পাখি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরা সেলাইমেশিন, মোসা. জোহনা খাতুন ফুটবল, মোসা. শামীমা বেগম কলস, মোসা. শিরিন আকতার পদ্ম ফুল, মোসা. সুলতানারা খাতুন হাঁস, শামীমা জাহান বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মহা. শরিফুল ইসলাম মোটরসাইকেল, মো. আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ, মোহা. আব্দুল খালেক কাপ-পিরিচ, মোহা. আব্দুল গাফ্ফার মুকুল ঘোড়া ও মোহাম্মদ বাবর আলী আনারস এবং ভাইস চেয়ারম্যান পদে কায়সার আহমেদ তালা, মো. হোসেন আলী টিউবওয়েল ও মোহা. কামাল উদ্দিন চশমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা. রেশমাতুল আরস ফুটবল ও মোসা. শাহজাদী খাতুন হাঁস প্রতীক নিয়ে ভোটযুদ্ধ চালিয়েছন। এবার নাচোল উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৭৪৪ ও মহিলা ভোটার রয়েছেন ৬২ হাজার ৩৩২ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫৭টি এবং ভোট কক্ষ রয়েছে ৩৬২টি। প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে ৫৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৬২ জন এবং পোলিং ৭২৪ জন। অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৬ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ ও মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ১৩ হাজার হাজার ৪৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৯টি এবং ভোট কক্ষ রয়েছে ৬১০টি। প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে ৮৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬১০ জন এবং পোলিং ১ হাজার ২২০ জন। অপর দিকে ভোলাহাট উপজেলায় মোট ভোটার রয়েছেন ৮৬ হাজার ২২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৪২ হাজার ৫১৭ জন ও মহিলা ভোটার ৪৩ হাজার ৭১২ জন। ভোট কেন্দ্র রয়েছে ৩৮টি ও ভোট কক্ষ রয়েছে ২৪৪টি। প্রিজাইডিং অফিসার ৩৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৪৪ জন ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে ৪৮৮ জন। এদিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন ইতোমধ্যে বলেছেনÑ আগামী ৮ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার বলেনÑ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পুলিশ, র‌্যাব, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে থাকবে। কাজেই নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

র‌্যাবের অভিযানে ভোলাহট থেকে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ভোলাহট থেকে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার প্রধান ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার দিবাগত মধ্যরাতে জেলার ভোলাহাট উপজেলার আন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ভোটপাড়ার মৃত রেফাত আলীর ছেলে মো. বাবুল (৪০) ও তার ভাই মো. আবোল (৩৮) এবং মো. বাবুল আলীর স্ত্রী মোসা. শিল্পী বেগম (৩৫) ও মৃত রেফাত আলীর মেয়ে মোসা. নাজেমা খাতুন (৩২)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গত ২১ জানুয়ারি ছাগলে বরই গাছের পাতা খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিবস্ত্র করে পেটানোর মত নেক্কারজনক ঘটনা ঘটায়। ওই ঘটনায় ওই ছাত্রী অপমান সহ্য করতে না পেরে বিষ পানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ২৭ জানুয়ারি ৭ জনকে আসামি করে একটি প্ররোচনামূলক হত্যা মামলা দায়ের করে। মামলার রজুর পূর্বেই ঘটনার সঙ্গে জড়িতরা গা ঢাকা রদয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয় ইউনিয়নের আন্দিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে এই ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।