বাদ পড়লেন সাকিব, মিরপুর টেস্টে হাসান মুরাদ

বাদ পড়লেন সাকিব, মিরপুর টেস্টে হাসান মুরাদ মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় নেয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। পরের বছর চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনারের। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬ উইকেট নিয়েছেন তিনি। ১২ বার ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কীর্তিও আছে তার।

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান, ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান, ১৭টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ১৭টি ককটেল উদ্ধার করেছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ৫৩বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শনিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এসময় একটি ব্যাগে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি। তিনি আরো জানান, ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক বলেন, এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হলুদিয়া গ্রামে বিজিবির টহলদল তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকের বালতি তল্লাশি করে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পায়। পরবর্তীতে টহলদল ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৩২ বছরের রেকর্ড ভেঙে ইউএস ওপেনে নতুন ইতিহাস

৩২ বছরের রেকর্ড ভেঙে ইউএস ওপেনে নতুন ইতিহাস টেনিস ইতিহাসের স্মরনীয় এক দিন দেখলো ইউএস ওপেন। দর্শকরা বুঁদ হয়ে রইলেন টেনিস বল আর র‍্যাকেটের উন্মাদনায়। যে উন্মাদনার সৃষ্টি করেছেন ড্যানিয়েল ইভান্স ও কারেন খাচানভ। ইউএস ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচটি খেললেন দুজন। ৩২ বছরের রেকর্ড ভেঙে নাম লেখালেন ইতিহাসের পাতায়। পাঁচ সেটে গড়ানো ম্যাচে জয়টা হয়েছে ইভান্সের। অবাছাই ইভান্স ৫ ঘণ্টা ৩৫ মিনিটের মহাকাব্যিক এই ম্যাচে ২৩তম বাছাই খাচানভকে হারিয়েছেন ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪), ৪-৬, ৬-৪ গেমে। ম্যাচের প্রতিটি সেটই শেষ হতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। ইউএস ওপেনে এর আগের দীর্ঘতম ম্যাচের রেকর্ডের ভাগিদার ছিলেন স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাং। ৩২ বছর আগে ১৯৯২ সালে পুরুষ এককের সেমিফাইনালে ৫ ঘণ্টা ২৬ মিনিট লড়াই শেষে ৬-৭, (৩/৭), ৭-৫. ৭-৬ (৭/৩), ৫-৭, ৬-৪ গেমে জেতেন সুইডিশ তারকা এডবার্গ। একই দিনে জয় পেয়েছেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ইয়াসিন সিনার। যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে প্রথম সেটে হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬, ৬-২, ৬-১, ৬-২ গেমে জিতেছেন সিনার। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ এককের তৃতীয় বাছাই কার্লোস আলকারাজও। তিনি হারিয়েছে আসা তুকে। এই আসরের ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজ ৬-২ গেমে প্রথম সেটটা জিতলেও দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান। তবে পরের দুটি সেট ৬-৩, ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যান টেনিসের ভবিষ্যৎ স্প্যানিশ তারকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। যদিও সেই দলে জায়গা পাননি দুজন মিলে ৪০০ এর অধিক ম্যাচ খেলা জনি বেয়ারস্টো ও মঈন আলী। অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবির পর তারা নতুন করে দল গোছাতে চাইছে। সে কারণেই নতুনদের সুযোগ দিচ্ছে। গেল মাসে সীমিত ওভারের কোচ ম্যাথিউ মটসকে ছাটাই করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার বেয়ারস্টোর পাশাপাশি মঈন আলীকেও দলের বাইরে রাখলো। জস বাটলারের সহকারী মঈনের বয়স এখন ৩৭। অন্যদিকে বেয়ারস্টোর বয়স ৩৫। তাদের দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার পড়তির মুখে। তাদের জায়গায় নতুনদের সুযোগ দিতে চাচ্ছে বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষের এই দলে নতুন মুখ জায়গা পেয়েছে পাঁচজন। তার মধ্যে বাহাতি পেসার জশ হাল, অলরাউন্ডার জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার উল্লেখযোগ্য। তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় দলে সুযোগ পেয়েছেন। এছাড়া ড্যান মসলি ও জর্ডান কক্স জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কুরান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও জন টার্নার। ওডিআই স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।

কেন প্রতিদিন আপেল খাবেন?

কেন প্রতিদিন আপেল খাবেন? আপেলকে বলা হয় প্রাকৃতিক মিছরি। এতে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য বিস্ময়করভাবে কাজ করে। প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে- একথা কিন্তু অনেকটাই সত্যি। সকালে একটি আপেল খেলে তা সারাদিন শক্তি ধরে রাখতে কাজ করে। আপেল ভিটামিন এ, ভিটামিন কে, ম্যাঙ্গানিজ, বায়োটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। ভালো হজম, শক্তিশালী ইমিউন সিস্টেম এবং হৃদযন্ত্রের সুস্থতার জন্য এসব উপাদান জরুরি। জেনে নিন প্রতিদিন আপেল খাওয়ার উপকারিতা সম্পর্কে- ১. হজমশক্তি বাড়ায় আপেল পেকটিন নামক উপকারী উপাদান সমৃদ্ধ। এই পেকটিন হলো এক ধরনের ফাইবার যা পাচনতন্ত্রের জিনিসগুলোকে চলতে সাহায্য করে। আপনি যদি কখনো কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে তবে সেক্ষেত্রে এটি বেশ কার্যকরী হতে পারে। এছাড়াও আপেলের এনজাইম হজমের জন্য বিস্ময়করভাবে কাজ করে। ২. ত্বক উজ্জ্বল করে আপেলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এই ফল আমাদের ত্বককে হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি ফ্রি র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং সেইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। যে কারণে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে ত্বক মুক্ত থাকে। ৩. ওজন কমাতে সাহায্য করে আপেলে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, এ কারণে আপেল খেলে তা দীর্ঘ সময়ের জন্য পেট পূর্ণ রাখে। যার ফলে বারবার খাওয়ার প্রয়োজন পড়ে না এবং স্বাভাবিকভাবেই খাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য আদর্শ একটি ফল হলো আপেল।

আগামীকাল থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা

আগামীকাল থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা আগামীকাল থেকে শনিবার ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে বেশকিছু ইস্যু নিয়ে বিশেষ বৈঠকে বসেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। এদিকে, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে, সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।  

দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল এক দিনের শোক

দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল এক দিনের শোক কোটা আন্দোলনে নিহতদের ঘটনায় আগামীকাল দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামীকাল শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ করবে। বৈঠকে কোটা আন্দোলনে নিহতের ঘটনায় শোক প্রস্তাবও দেয়া হয়। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল পর্যন্ত সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী   কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক দামিকা নিরোশোনা গুলিতে নিহত হয়েছেন। আমবালাগোদায় নিজ বাসার বাইরে অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে মারা গেছেন ৪১ বয়সী সাবেক এই ক্রিকেটার। হত্যাকারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ঘটনা তদন্ত ও ঘাতকে চিহ্নিত করতে শুরু করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। আমবালাগোদায় স্ত্রী ও দুই সন্তানসহ বাস করতেন দামিকা। লঙ্কান যুব দলে মাত্র ৪ বছর খেলেছেন এই ক্রিকেটার। ২০০০ সালে অভিষেক হওয়ার পর তার সংক্ষিপ্ত ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০০৪ সালে। ২০০২ সালে কয়েকদিনের জন্য লঙ্কানদের নেতৃত্বও দিয়েছেন দামিকা। তবে কখনো সিনিয়র দলে খেলেননি তিনি। দামিকার বেশ কয়েকজন সদস্য পরবর্তীতে শ্রীলঙ্কা দলের তারকা ক্রিকেটার বনেও গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো অ্যাঞ্জেলো ম্যাথিউজ, উপুল থারাঙ্গা ও ফারভেজ মাহারুফ।

সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত দেশে চলমান ছাত্র আন্দোলনে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সকল বোর্ডের স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।