শিবগঞ্জে পদ্মায় ডুবে প্রাণ গেল শিশুর

শিবগঞ্জে পদ্মায় ডুবে প্রাণ গেল শিশুর শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে হাসান আলী নামে এক শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঝাইটন মন্ডলটোলা গ্রামের বেনজির আলীর ছেলে। আজ সকাল ১০টার দিকে পদ্মা নদীর রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার তারাপুর ঝাইটন মন্ডলটোলা গ্রামের ১০-১২ জন শিশু এক সঙ্গে পদ্মা নদীর রামনাথপুর ট্যাকে গোসল করতে যায়। এ সময় ডুবে যায় হাসান আলী। অন্যান্য শিশুরা তার বাড়িতে খবর দিলে এলাকার লোকজন নদীতে খোঁজাখুুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুকে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম।
শিবগঞ্জে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

শিবগঞ্জে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই চুরি সংঘটিত হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। সাকেরা বেগম জানান, সকালে তিনি ও তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌনে ১২টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। তিনি জানান, চোরেরা তার বাসা থেকে মোট ৩৬ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছেÑ সাড়ে ৯টার দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে ও সাড়ে ১০টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত ৪-৫ জনের উপস্থিতি দেখা গেছে। চোরদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে চামাগ্রাম ও দেবীনগর এলাকায় তাদের মৃত্যু হয়। এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম ও এই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের ৬ বছর বয়সী মেয়ে মাহি খাতুন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ দুপুরে চামাগ্রামের বাড়ির আঙিনায় তারে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুতায়িত হন আব্দুর রহিমের স্ত্রী। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে গিয়ে আব্দুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী বেঁচে গেলেও মারা যান আব্দুর রহিম। অন্যদিকে, দেবীনগরের বাড়ির পাশের বৈদ্যুতিক চার্জে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানে বসে খেলা করছিল মাহি। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মাহিকে মৃত ঘোষণা করেন। ওসি মিন্টু রহমান বলেন, পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। সদর মডেল থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!