শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ মানববন্ধন

266

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক ও অনান্য দূর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন। আজ বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধনে তাঁর বিরুদ্ধে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ করা হয়। এসময় বক্তরা ওই কর্মসূচীর টাকা ফেরৎ প্রদানসহ স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ ও শাস্তি দাবী করেন। অন্যথায় তারা ভবিষ্যৎ কঠোর কর্মসূচীর কথা জানান। মানববন্ধন চলাকালে সিভিল সার্জন খাইরুল আতাতুর্ক স্বাস্থ্যকর্মীদের আন্দোলন প্রত্যাহারের আহব্বান জানান। তিনি বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। পরে মানববন্ধনকারীরা জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করেন। এসব ব্যাপারে অভিযুক্ত ডা. জাহাঙ্গীর হোসেন জানান, আত্মসাৎ নয়, ভিটামিন প্রোগ্রামের টাকা অন্য দুটি প্রোগ্রামে ব্যয় করা হয়েছে। ইতিমধ্যে অন্য প্রোগ্রামগুলির টাকা এসে গেছে। ভিটামিন প্রোগ্রামের টাকা দিয়ে দেয়া হবে। ডা. জাহাঙ্গীর তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগও অস্বীকার করেন।