দুঃস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

292

চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জন এর আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এ সময় সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহাঃ খায়রুল আতাতুর্ক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। চাঁপাইনবাবগঞ্জ সদরে দেড় লাখ টাকা, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর ১ লাখ টাকা, নাচোলে ৫০ হাজার টাকা করে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ভাতা দেওয়া হয়েছে। এরই আওতায় আজ সদরে ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় হয়। এ সময় প্রধান অতিথির বক্তেব্যে, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মত বীর মুক্তিযোদ্ধাদের কারনে একটি স্বাধীন দেশ পেয়েছি।আপনারা যুদ্দ করেছেন,ত্যাগ স্বীকার করেছেন,রক্ত দিয়েছেন,শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন সব দিয়েছেন এর বিনিময়ে আমরা রাষ্ট্রটা পেয়েছি,পতাকা পেয়েছি, মানচিত্রটা পেয়েছি। যে যা কিছু হইনা কেন এতে আপনাদের অবদান। দেশ সৃষ্টি আপনারা করেছেন জাতির পিতার নেতৃত্বে আপনারা সংগ্রাম করে আপনারা একটি সুন্দর দেশ দিয়েছেন বিধায় আজ আমরা এতকিছু হয়েছি আমরা সবসময় আপনাদের স্মরণ করি। ভবিষ্যতে আপনারা যেরকম জাতির পিতার নেতৃত্বে যে স্বপ্ন দেখেছেন সে সংগ্রামে আমরা যেন কাজ করতে পারি এবং সে লক্ষ্যে পৌঁছাতে পারি। বিশেষ অতিথির বক্তেব্যে, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, যারা একেবারে অচল হয়ে গেছেন আপনাদের সুস্থ করে গড়ে তুলতে আজ আমরা আপনাদের চিকিৎসা সহায়তা দিচ্ছি। আপনারা সুস্থ হয়ে দেশকে সুন্দর করে তুলেন, আজ আমরা যে টাকাটা দিচ্ছি যারা অস্বচ্ছল মুক্তিযোদ্ধ , অসহায় তারাকে সাহায্য করছি তারাকে ৫হাজার টাকা করে দিচ্ছি যেন তাদের উপকার হয়। আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা ঠিকমত খাওয়া দাওয়া করতে পারছেনা বিছানাতে পড়ে আছে এজন্য আজ আমরা টাকাটা দিচ্ছি ভবিষ্যতে আরোও বেশি পরিমান টাকা দিব।সভাপতির বক্তেব্যে, সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে দেড় লাখ টাকা, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর ১ লাখ টাকা, নাচোলে ৫০ হাজার টাকা করে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ভাতা দেওয়া হয়েছে। এরই আওতায় আজ সদরে ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছি আজ। এর পরেও আরোও বেশি করে দেওয়া হবে সদরে টাকা। আপনাদের অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রি যে উদ্দেশ্যে আপনাদের টাকাটা দিয়েছে আপনারা কাজে লাগাবেন। আমরা জীবনে সব হতে পারি। কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারি না। তাই আপনারা মুক্তিযোদ্ধা হয়েছেন আপনাদের অবদান অনেক। এ সময় আরোও উপস্থিত ছিলেন, জেলা ই,পি,আই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার ডলি, অফিস সহকারী আফজাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধারা।