আগামীকাল থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা
আগামীকাল থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা আগামীকাল থেকে শনিবার ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে বেশকিছু ইস্যু নিয়ে বিশেষ বৈঠকে বসেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। এদিকে, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে, সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।
দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল এক দিনের শোক
দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল এক দিনের শোক কোটা আন্দোলনে নিহতদের ঘটনায় আগামীকাল দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামীকাল শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ করবে। বৈঠকে কোটা আন্দোলনে নিহতের ঘটনায় শোক প্রস্তাবও দেয়া হয়। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল পর্যন্ত সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক দামিকা নিরোশোনা গুলিতে নিহত হয়েছেন। আমবালাগোদায় নিজ বাসার বাইরে অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে মারা গেছেন ৪১ বয়সী সাবেক এই ক্রিকেটার। হত্যাকারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ঘটনা তদন্ত ও ঘাতকে চিহ্নিত করতে শুরু করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। আমবালাগোদায় স্ত্রী ও দুই সন্তানসহ বাস করতেন দামিকা। লঙ্কান যুব দলে মাত্র ৪ বছর খেলেছেন এই ক্রিকেটার। ২০০০ সালে অভিষেক হওয়ার পর তার সংক্ষিপ্ত ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০০৪ সালে। ২০০২ সালে কয়েকদিনের জন্য লঙ্কানদের নেতৃত্বও দিয়েছেন দামিকা। তবে কখনো সিনিয়র দলে খেলেননি তিনি। দামিকার বেশ কয়েকজন সদস্য পরবর্তীতে শ্রীলঙ্কা দলের তারকা ক্রিকেটার বনেও গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো অ্যাঞ্জেলো ম্যাথিউজ, উপুল থারাঙ্গা ও ফারভেজ মাহারুফ।
সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত দেশে চলমান ছাত্র আন্দোলনে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সকল বোর্ডের স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।
জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় পরিচালক
জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় পরিচালক চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্মসচিব) পারভেজ রায়হান। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তাঁর কার্যালয়ে বিভাগীয় পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, পরিষদের সদস্য আব্দুল জলিলসহ অন্য সদস্য ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাজকীয় আপ্যায়নে মুগ্ধ যশ-নুসরাত
রাজকীয় আপ্যায়নে মুগ্ধ যশ-নুসরাত অনন্ত-রাধিকার আলোচিত বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ, তবে এখনো সংবাদের শিরোনাম হচ্ছে এই বিয়ের বিভিন্ন বিষয়। হচ্ছে বিভিন্ন ধরনের আলোচনা। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ বিয়েতে এসেছেন খ্যাতিমান ব্যক্তিরা। গত ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। জমকালো আয়োজনের তিন দিনব্যাপী এ বিয়ের অনুষ্ঠান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রাজকীয় এ বিয়েতে আমন্ত্রণ পেয়ে ছুটে যান টালিউড তারকা যশ-নুসরাত। এমন মহাআয়োজনের বিয়ে থেকে যে কেউ একরাশ মুগ্ধতা নিয়ে ফিরবেন-এমনটাই স্বাভাবিক। এ জুটির বেলায়ও হয়েছে তাই। অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারার অনুভূতি যে একটু আলাদা হবে, যা বলার অপেক্ষা রাখে না। যারা এ বিয়েতে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের ভাষ্য থেকে এসব অসাধারণ অনুভূতির কথা জানা গেছে। এ অনুষ্ঠান থেকে ফিরে ভীষণ উচ্ছ্বসিত যশ-নুসরাত। রিসেপশনের অনুষ্ঠানের জন্য তিনি ফ্যাশন ডিজাইনার এষা শেঠি তিরানির পোশাক পরেছিলেন। অন্যদিকে কোমল অ্যান্ড রাতুল সুদ লেবেলের নীল শেরওয়ানিতে যশ দাশগুপ্তকে দেখা যায়। জুটিকে দেখে চিত্র সাংবাদিকরাও দৃশ্য ধারণের সুযোগ হাতছাড়া করেননি। যশ-নুসরাতের জন্য অনন্ত-রাধিকার রিসেপশনের অনুষ্ঠান স্মরণীয় হয়ে রইলো। অনুষ্ঠানে যোগ দিয়ে আম্বানিদের আতিথেয়তায় মুগ্ধ যশ-নুসরাত। টালিউডের জুটির ভাষ্য, ‘অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা খুশি। অসংখ্য ধন্যবাদ আম্বানি পরিবারকে এমন উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য।’ অনন্ত-রাধিকার রিসেপশনের টালিউডের তারকাদেরও ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে সবার। বিয়ের দিন অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বধূবরণের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশীর্বাদ করেছেন।
আফগান শরণার্থীদের জন্য আবারো পাকিস্তানের হুঁশিয়ারি
আফগান শরণার্থীদের জন্য আবারো পাকিস্তানের হুঁশিয়ারি পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের ফের হুঁশিয়ারি বার্তা দিলো দেশটির সরকার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে আবার অভিযান শুরু হবে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এখনো হাজার হাজার আফগান শরণার্থী বসবাস অবৈধভাবে পাকিস্তানে আছেন বলে অভিযোগ। এদের অনেকেই পশ্চিমের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশী। সেইমতো তারা আবেদনও করেছেন। অভিযোগ, এখন পর্যন্ত তাদের অধিকাংশকেই অভিবাসন দেয়ার কথা জানায়নি কোনো দেশ। ফ এবার সেই শরণার্থীদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।
কোপার ফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ
কোপার ফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে কোপার এবারের আসরের। উরুগুয়কে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে মেসি-ডি মারিয়ারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে দল দুটির শিরোপা লড়াইয়ের ম্যাচটি। সেই ম্যাচের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল, যেখান পাঁচজনই ব্রাজিলের রেফারি। ম্যাচটিতে অন-ফিল্ডে মূল রেফারির দায়িত্বে থাকবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফাইনাল ও তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচের জন্য ম্যাচ অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ গতকাল এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য অ্যানফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে, তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর, আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।