শিবগঞ্জে গাছে খড়ি সংগ্রহের সময় বিদূৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শিবগঞ্জে গাছে খড়ি সংগ্রহের সময় বিদূৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে একটি আমগাছে উঠে বাড়ির জ¦ালানির জন্য শুকনো লকড়ি সংগ্রহকালে বিদ্যূৎস্পৃষ্টে মারুফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল করিমের ছেলে ও ভোলাহাট চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালের বাড়ির প্রায় এক কিলোমিটার দূরের ওই গাছে চড়ে লকড়ি সংগ্রহ করছিল মারুফ। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ ঘেঁষে যাওয়া পল্লী বিদূতের সঞ্চালণ তারের সংস্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়। ডালে আটকে ঝুলতে থাকে তার মরদেহ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গাছ থেকে মরদেহ নামায়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারুফের মরদেহ উদ্ধার করে। পরে আইনী কার্যক্রম শেষে মরদেহ আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজ পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি 

আজ পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য্য রয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের ৬ নভেম্বরের কার্যতালিতায় পৃথক রিট শুনানির জন্য রয়েছে। এর আগে গত ৩০ অক্টোবর প্রথম দিনের শুনানি শেষে ৬ নভেম্বর বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছিলো। আদালতে বদিউল আলম সুজনসহ ৫ বিশিষ্ট ব্যক্তির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আসাদ উদ্দিন। গত ১৯ আগস্ট জনস্বার্থে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

উত্তরাখন্ডে পাহাড়ি রাস্তায় বাস গভীর খাদে পড়ে নিহত অন্তত ২৮

উত্তরাখন্ডে পাহাড়ি রাস্তায় বাস গভীর খাদে পড়ে নিহত অন্তত ২৮ ভারতের উত্তরাখন্ডের পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। আজ সকাল ৯টার দিকে উত্তরাখ-ের আলমোরায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সহায়তা করেছেন স্থানীয়রাও। সেখানকার পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।  

রেলের টিকিট পদ্ধতি-ঠিকাদারের বিষয়ে নতুন নিয়ম

রেলের টিকিট পদ্ধতি-ঠিকাদারের বিষয়ে নতুন নিয়ম ট্রেনের অনলাইন টিকিট পদ্ধতি ও ঠিকাদার প্রসঙ্গে কিছু পরিবর্তন এবং সুবিধার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ বিষয়গুলো উল্লেখ করেন। ড. ফাওজুল কবির খান বলেন, আজকে একটা প্রেজেন্টেশন হয়েছে। সেখান আমরা অনেক কিছু পেয়েছি। রেলের টিকিট পদ্ধতি নিয়ে একটা ডায়াগনস্টিক হয়েছে। চালডালের নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফিজার আহমেদ ও আনিকা জারা- এনারা আজ ছিলেন। তারা বিভিন্ন বিষয় জানিয়েছেন। এনারা সবাই ভালো কম্পিউটার এক্সপার্ট। আমাদের মাথায় কিছু নেই। মাথায় কিছু থাকলে তো মানুষ রাস্তায় গুলি খেত না। হাসপাতালে যেত না। তাদের প্রেজেন্টেশনে দেখা গেল- কমলাপুর থেকে টিকিট চাইলেন সেখানে নেই; কিন্তু তেজগাঁও থেকে আছে। আবার ৭টার ট্রেনে টিকিট নেই; কিন্তু ১০টার ট্রেনে আছে। তবে সেটির কি অবস্থা তা জানা যাচ্ছ না। উপদেষ্টা বলেন, এ ব্যাপারে রেলওয়ের অনলাইন টিকিটিং পদ্ধতির সহযোগী সহজকে নির্দেশ দেওয়া হয়েছে যাবে যাত্রীরা বিষয়টি দেখতে পান। কখন, কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে জানতে পারে। সহজ বলেছে, আগামী দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হবে। না হলে আপনারা অভিযোগ করবেন। তিনি আরও বলেন, রেলে অনেক কর্মকর্তা কাজ করেন। কিন্তু এটা কারও ব্যক্তিগত সম্পত্তি না। এটা জনগণের সম্পত্তি। রেলের সচিব, মন্ত্রীর জরুরি কাজ আছে বলে অন্যদের নাই, এমন তো না। আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। আবার বিভিন্ন স্টেশন থেকেও টিকিট বরাদ্দ আছে। এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে। সেটাও সহজকে বলা হয়েছে। আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা আরও বলেন, দেখা গেল অনলাইনে টিকিট পাওয়া যায় না। কিন্তু কালোবাজারে ২০০ বা ৩০০ টাকায় টিকিট পাওয়া যায়। এই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। যারা কালোবাজারি করেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যারা রেলের লোক তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। আমরা সমস্যার গোঁড়ায় যেতে চাই। সবাই বলে এই সরকার কিছু করে না। কিন্তু এটা সময় লাগবে। আমরা গত একমাসে সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করছি। অনুষ্ঠানে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন উপদেষ্টাকে। এক প্রশ্নের উত্তরে ড. ফাওজুল কবির খান বলেন, আমাদের যথেষ্ট লোকমোটিভ ও কোচ নাই। সেগুলো নিয়ে আমরা কাজ করছি। রেলের রুট রেশনালাইজেশন করা হবে। যেখানে যাত্রী নাই সেখানে ট্রেন যাচ্ছে। আবার যেখানে যাত্রী আছে সেখানে ট্রেন নাই। প্রবাসীরা যেসব জায়গা যায় যেমন ঢাকা-সিলেট, ঢাকা চট্টগ্রাম এসব রুটে আলাদা ব্যবস্থা নেব। আরেক প্রশ্নের উত্তরে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, রেলের প্রকল্পগুলো নিয়ে রিভিউ চলছে। অনেক প্রকল্প আগে হয়েছে যেগুলো কম গুরুত্বপূর্ণ। সামনে রেলের প্রকল্প নিয়ে আমরা আরও বেশি সতর্ক। আমরা সামনে বসবো। কোন প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছে সেটা আমরা জানাবো। ঠিকাদার প্রসঙ্গে তিনি বলেন, এখন আর আগের মতো পরিবেশ নাই। যে কেউ বিড করতে পারে। সেই সুযোগ তৈরি করতে হবে। যে দুই তিনজন ঘুরে ফিরে কাজ পাচ্ছে, এটা আর হবে না। সবাই কাজ পাবে। রেল ও সড়ককে সেই সুযোগ তৈরি করতে হবে।

নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ নাচোলের মল্লিকপুর বাজারে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে সমন্বিত কৃষি ইউনিট (কৃষিখাত) এর আওতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রুমেলা খাতুন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। নিরাপদ সবজি উৎপাদনের জন্য ফেরোমন ফাঁদ ও জৈব সার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়। ফেরোমন ফাঁদ হচ্ছে একধরনের কীটপতঙ্গের দমন ফাঁদ যাতে ক্ষতিকর পোকামাকড়দের নিয়ন্ত্রণ করতে সেক্স ফেরোমন ব্যবহার করা হয়। পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যা সেক্স ফেরোমন নামে পরিচিত। সবজি জাতীয় ফসলে এ পদ্ধতির চমকপ্রদ কার্যকারিতার জন্য কৃষকদের মধ্যে এটি জাদুর ফাঁদ নামে পরিচিত। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফী, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শীতে ৩ মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

শীতে ৩ মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ে আগামী ৪ মাস সরকারের ৩ মন্ত্রণালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ উপদেষ্টার দপ্তরের এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানিতে শীতাতপনিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টার থেকে আবারো দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে দিনের বেলায় প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। আগের চুরির ঘটনায় মূল আসামিরা আটক না হওয়ায় এ নিয়ে ভুক্তোভোগীদের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে। জানা গেছে, হাসপাতালে কর্মরত অফিস সহকারী সাব্বির আহম্মেদ ও আয়া সামসুন্নাহার প্রতিদিনের মতো রবিবার সকাল ৮টার দিকে বেরিয়ে যাবার পর দুপুরের আগে কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। বেলা ১টার দিকে তারা কোয়ার্টারে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। সাব্বির আহম্মেদ জানান, কোয়ার্টারের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন তিনি। রবিবার তারা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর প্রধান দরজার তালা ভেঙে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ৫ আনা সোনার একটি চুড়ি, একই ওজনের একটি রুপার ব্রেসলেট, ১৪ হাজার টাকা এবং পাশের বাসাতেও একই কায়দায় ঢুকে ৭০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ সময় বাসার সব আসবাবপত্র এলোমেলো পড়েছিল। তিনি আরো জানান, ঘটনার ৫ মাসেও আগের চুরির ঘটনায় আসামিরা আটক না হওয়ায় এবং বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় তারা আতঙ্কে বাস করছেন। এরই মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তির কারণে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বসবাসকারীরা আর নিরাপদ নয় বলে জানান তিনি। মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি ও ইমোজিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, তারা সরকারি দায়িত্ব পালনে প্রতিদিন সকাল ৯টার দিকে কোয়ার্টারের ঘরের দরজায় তালা দিয়ে ডিউটিতে চলে যান। এই সুযোগে ফাঁকা বাসা পেয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ২৭ ভরি স্বর্ণালংকার চুরির পর অভিযোগ দেয়ার ৫ মাসেও কোনো ব্যবস্থা হয়নি। ফলে নিরাপত্তার অভাবে কোয়ার্টার ছেড়ে তিনি অন্যত্র বাসা ভাড়া নিয়ে চলে গেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া চুরির সত্যতা স্বীকার করে জানান, তিনি সরকারি কাজে বাইরে থাকায় এসআই খোকনের নেতৃত্বে একটি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দেয়ার প্রস্তুতির পাশাপাশি তদন্ত চলছে। তবে তিনি নতুন যোগদান করায় আগের চুরির ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান। প্রসঙ্গত, চলতি বছরের ৩ জুন সকালে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি ও ইমোজিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও সিনিয়র নার্স সাকেরা খাতুন দম্পতির বাড়িতে ঢুকে ২৭ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা চুর করে নিয়ে যায় চোরেরা।

বাদ পড়লেন সাকিব, মিরপুর টেস্টে হাসান মুরাদ

বাদ পড়লেন সাকিব, মিরপুর টেস্টে হাসান মুরাদ মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় নেয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। পরের বছর চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনারের। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬ উইকেট নিয়েছেন তিনি। ১২ বার ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কীর্তিও আছে তার।

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান, ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান, ১৭টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ১৭টি ককটেল উদ্ধার করেছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ৫৩বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শনিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এসময় একটি ব্যাগে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি। তিনি আরো জানান, ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক বলেন, এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হলুদিয়া গ্রামে বিজিবির টহলদল তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকের বালতি তল্লাশি করে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পায়। পরবর্তীতে টহলদল ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৩২ বছরের রেকর্ড ভেঙে ইউএস ওপেনে নতুন ইতিহাস

৩২ বছরের রেকর্ড ভেঙে ইউএস ওপেনে নতুন ইতিহাস টেনিস ইতিহাসের স্মরনীয় এক দিন দেখলো ইউএস ওপেন। দর্শকরা বুঁদ হয়ে রইলেন টেনিস বল আর র‍্যাকেটের উন্মাদনায়। যে উন্মাদনার সৃষ্টি করেছেন ড্যানিয়েল ইভান্স ও কারেন খাচানভ। ইউএস ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচটি খেললেন দুজন। ৩২ বছরের রেকর্ড ভেঙে নাম লেখালেন ইতিহাসের পাতায়। পাঁচ সেটে গড়ানো ম্যাচে জয়টা হয়েছে ইভান্সের। অবাছাই ইভান্স ৫ ঘণ্টা ৩৫ মিনিটের মহাকাব্যিক এই ম্যাচে ২৩তম বাছাই খাচানভকে হারিয়েছেন ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪), ৪-৬, ৬-৪ গেমে। ম্যাচের প্রতিটি সেটই শেষ হতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। ইউএস ওপেনে এর আগের দীর্ঘতম ম্যাচের রেকর্ডের ভাগিদার ছিলেন স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাং। ৩২ বছর আগে ১৯৯২ সালে পুরুষ এককের সেমিফাইনালে ৫ ঘণ্টা ২৬ মিনিট লড়াই শেষে ৬-৭, (৩/৭), ৭-৫. ৭-৬ (৭/৩), ৫-৭, ৬-৪ গেমে জেতেন সুইডিশ তারকা এডবার্গ। একই দিনে জয় পেয়েছেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ইয়াসিন সিনার। যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে প্রথম সেটে হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬, ৬-২, ৬-১, ৬-২ গেমে জিতেছেন সিনার। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ এককের তৃতীয় বাছাই কার্লোস আলকারাজও। তিনি হারিয়েছে আসা তুকে। এই আসরের ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজ ৬-২ গেমে প্রথম সেটটা জিতলেও দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান। তবে পরের দুটি সেট ৬-৩, ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যান টেনিসের ভবিষ্যৎ স্প্যানিশ তারকা।