টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিসিবি কঠোর অবস্থান নেওয়ায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক লোকসান পড়তে যাচ্ছে ভারত। কারণ বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তবে সম্প্রচার স্বত্ব ও টিকিট বিক্রিসহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে আয়োজক দেশটি। এই সংকট নিরসনে নজিরবিহীন এক প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত। ভারত এখন বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধানরা যে ধরনের নিচ্ছিদ্র প্রোটোকল ও নিরাপত্তা পান, টাইগারদের জন্য ঠিক সেই স্তরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাইছে ভারত। ভারতের পক্ষ থেকে এমন নজিরবিহীন নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। জানা গেছে, আজই আইসিসির সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আইসিসির মাধ্যমেই ভারতকে এই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তবে এখন পর্যন্ত বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আইপিএল থেকে মোস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মানজনক উপায়ে বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড। এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের যে সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিয়েছে তাকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আপাতত ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে বিসিবির মনোভাব অত্যন্ত কঠোর। এখন দেখার বিষয়- ভারতের দেওয়া এই রাষ্ট্রীয় প্রোটোকল এর প্রস্তাবে বিসিবির মন গলে কি না, নাকি টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়।

মুস্তাফিজের ক্ষতিপূরণের বিষয়ে যা বলল আইপিএল কর্তৃপক্ষ

মুস্তাফিজের ক্ষতিপূরণের বিষয়ে যা বলল আইপিএল কর্তৃপক্ষ আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বিসিসিআইয়ের নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশি এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তি বাতিল হলেও কোনো ধরনের ক্ষতিপূরণ পাচ্ছেন না মুস্তাফিজ, এর পেছনের কারণ হিসেবে আইপিএলের বিমা নীতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক ক্রিকেটার, তিনি কোনো ইনজুরি বা শৃঙ্খলাভঙ্গের সঙ্গে জড়িত নন, তিনি কেন পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন; এ নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট অঙ্গনে। এ বিষয়ে পিটিআইকে আইপিএল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আইপিএলের সব খেলোয়াড়ের চুক্তি বিমাকৃত থাকলেও সেই বিমার আওতা সীমিত। সূত্রের ভাষ্য অনুযায়ী, বিদেশি ক্রিকেটাররা সাধারণত টুর্নামেন্ট চলাকালে বা ক্যাম্পে যোগ দেওয়ার পর ইনজুরিতে পড়লে বিমা সুবিধা পান। সে ক্ষেত্রে বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ থাকে। তবে মুস্তাফিজের চুক্তি বাতিল হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই এবং সেটিও রাজনৈতিক কারণে। ফলে এটি ইনজুরি বা ক্রিকেটীয় পারফরম্যান্সসংক্রান্ত কোনো বিষয় নয়। এই কারণেই বিমা কোম্পানি কিংবা কেকেআর, কোনো পক্ষেরই মুস্তাফিজকে অর্থ পরিশোধের আইনি বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সূত্রটি। আইনি লড়াইয়ের পথ খোলা থাকলেও সেটি অত্যন্ত জটিল বলেও উল্লেখ করা হয়েছে। কারণ, আইপিএল পরিচালিত হয় ভারতীয় আইনের আওতায়।

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের ব্যাটে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ড। জো রুটের ঝলমলে সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রান করলেও, ২১৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে অস্ট্রেলিয়া দিন শেষে তুলে নেয় ৭ উইকেটে ৫১৮ রান। ফলে চতুর্থ দিনে ১৩৪ রানের লিড নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। দিনের শুরুতে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড নাইটওয়াচম্যান মাইকেল নেসারের সঙ্গে গড়েন ৭২ রানের গুরুত্বপূর্ণ জুটি। নেসার ৯০ বলে করেন ২৪ রান। পরে স্টিভ স্মিথের সঙ্গে দ্বিতীয় সেশনে আরও ৫৪ রান যোগ করেন হেড। ১৬৬ বলে ২৪ চার ও একটি ছক্কায় ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি আউট হলেও তখন ম্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। ইনিংসের দ্বিতীয় ভাগে দৃঢ়তা ও ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠেন স্টিভ স্মিথ। ক্যামেরন গ্রিনের সঙ্গে ৭১ এবং বেউ ওয়েবস্টারের সঙ্গে অপরাজিত ৮১ রানের জুটি গড়ে দিন শেষ করেন তিনি। ২০৫ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন স্মিথ, যা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি। এই ইনিংসে অস্ট্রেলিয়া গড়েছে সাতটি পঞ্চাশোর্ধ্ব জুটি যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মাঠে ইংল্যান্ডের দিনটি ছিল হতাশার; চারটি ক্যাচ ও একটি রানআউটের সুযোগ নষ্ট করে তারা। ম্যাথু পটস ২৫ ওভারে দেন রেকর্ড ১৪১ রান। ব্যক্তিগত কীর্তির দিক থেকেও দিনটি স্মরণীয় করে রাখেন হেড ও স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের তালিকায় ডন ব্র্যাডম্যানের পরেই উঠে এসেছেন স্মিথ। অন্যদিকে, ঘরের মাঠে অ্যাশেজে তিনটি সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলীয় ওপেনার হিসেবে ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটান ট্র্যাভিস হেড। পাশাপাশি, ৯৬ বছর পুরোনো ব্র্যাডম্যানের দ্রুততম দেড়শ রানের একটি রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। সব মিলিয়ে, এসসিজির তৃতীয় দিনটি ছিল পুরোপুরি অস্ট্রেলিয়ার ব্যাটে, রেকর্ডে ও ম্যাচের গতিপথে।

বিপিএলে টানা চতুর্থ হারের স্বাদ পেল নোয়াখালী

বিপিএলে টানা চতুর্থ হারের স্বাদ পেল নোয়াখালী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ হারের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটানসের বিপক্ষে তারা হেরেছে ৬ উইকেটে। ৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্বিতীয় ওভারে দলীয় ১ রানে ফিরে যান পারভেজ হোসেন ইমন। তবে দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তৌফিক খান ও জাকির হাসান। ১৮ বলে ৩২ রান করে জহির খানের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে তৌফিক ফিরলে ভাঙে সেই জুটি। আফিফ হোসেনও ইনিংস শেষ করতে পারেননি। ৫ বলে ২ রান করে একই বোলারের শিকার হন তিনিও। জাকিরকে ফিরিয়ে তিন উইকেট পূর্ণ করে জহির। আউট হওয়ার আগে তিনি করেন ২৩ বলে ২৪ রান। ওমরজাই ও মঈন আলী মিলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এটি তাদের তৃতীয় জয়। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নাসুম আহমেদের ঘূর্ণিতে ৬১ রানে অলআউত হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। নাসুম আহমেদ একাই শিকার করেন ৫ উইকেট। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি: মুস্তাফিজ ইস্যুতে শশী থারুর

এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি: মুস্তাফিজ ইস্যুতে শশী থারুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেছেন, এই বিব্রতকর পরিস্থিতি ভারত নিজেরাই ডেকে এনেছে। এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর লেখেন, এতে আশ্চর্যের কিছু নেই। এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক উল্লেখ করে শশী থারুর ইনডিয়ান এক্সপ্রেসকে বলেন, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না। পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এক নয়। বাংলাদেশের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক সম্পর্কের যে পর্যায়ে রয়েছে ভারত, তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পর্যায় থেকে সম্পূর্ণ আলাদা। এই দুই দেশকে এক সরল সমীকরণে ফেলা যায় না। এর আগে, ২০২৬ আইপিএলের নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য রেকর্ড পারিশ্রমিক। তবে গত কিছুদিন ধরে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা বিতর্ক উঠে আসে। গত আঠারো ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনা এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের একটি অংশ এবং উগ্র ধর্মীয় সংগঠন মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে। এই প্রেক্ষাপটে হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে এই বাঁহাতি পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজনের কথা রয়েছে। আগামী সাত ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল। গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচ একই মাঠে এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। কিন্তু মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর ঘোষণা দেয়। সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার বিসিবির এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে সরকারের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করার কথাও বলেন আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের অবমাননা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। আরেক পোস্টে আসিফ নজরুল লেখেন, যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেদের নিরাপদ মনে করতে পারে না। মোস্তাফিজ ইস্যুর পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক সংবাদ সম্মেলনে বলেন, এ বিষয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। সেই বক্তব্যের ভিডিও শেয়ার করে শশী থারুর এক্সে আরেকটি পোস্টে লেখেন, শি ইজ রাইট অ্যালাস।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সরে গেলে ভারতের ক্ষতি কতটা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সরে গেলে ভারতের ক্ষতি কতটা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের তিনটি কলকাতার ইডেন গার্ডেনে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তা ইস্যুর কথা উল্লেখ করে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল পাঠানো হবে না। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে বোর্ড। এ বিষয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, তাদের সূত্র অনুযায়ী ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাস্তবে যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে বিশ্বকাপে ভারতের ক্ষতি কতটা হতে পারে, সেই হিসাব প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ সরে গেলে আইসিসির কেন্দ্রীয় রাজস্ব বা সম্প্রচার আয় বড় ধরনের প্রভাবের মুখে পড়বে না। তবে ম্যাচ ডে আয়, স্পনসরশিপ এবং স্থানীয় অ্যাক্টিভেশন ভ্যালুতে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশ্বকাপের সি গ্রুপে থাকা বাংলাদেশের তিনটি ম্যাচ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ওই তিন ম্যাচের পর নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল ওয়াংখেড়েতে। ইডেন গার্ডেনের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৩ হাজার এবং ওয়াংখেড়ের ধারণক্ষমতা প্রায় ৩৩ হাজার। এ হিসাবে বাংলাদেশের চারটি ম্যাচে মোট প্রায় ২ লাখ ২২ হাজার টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। আইসিসির ঘোষিত তথ্য অনুযায়ী, ভারতের ম্যাচগুলোর টিকিটের দাম শুরু ১০০ রুপি থেকে। তবে অফিসিয়াল টিকিট ওয়েবসাইটের তথ্য বলছে, বাংলাদেশ ইতালি ম্যাচে সর্বনিম্ন টিকিটের দাম ১০০ রুপি হলেও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ম্যাচে সেই দাম ছিল ৩০০ রুপি। মুম্বাইয়ে বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছে ২৫০ রুপি থেকে। হিন্দুস্থান টাইমস আরও জানিয়েছে, টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের সরাসরি মালিক বিসিসিআই নয়। আইসিসির টিকিট নীতিমালা অনুযায়ী, টিকিটের মালিকানা থাকে আইসিসি বিজনেস করপোরেশনের হাতে। বিসিসিআই টুর্নামেন্টের আয়োজক হিসেবে মাঠ পরিচালনা ও অপারেশনাল চুক্তির আওতায় নির্ধারিত অর্থ পায়। এই কারণে বিসিসিআইয়ের মূল ক্ষতিটা হবে ম্যাচ ডে ভিত্তিক উদ্বৃত্ত আয় থেকে। এর মধ্যে রয়েছে স্পনসরশিপ, স্থানীয় অ্যাক্টিভেশন, আতিথেয়তা এবং ভেন্যু কেন্দ্রিক অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম। এসব খাত থেকেই বড় অঙ্কের অর্থ হারাতে পারে ভারতের বোর্ড। হিন্দুস্থান টাইমসের বিশ্লেষণে আইসিসির সামনে তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে। প্রথমত, যদি বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে একেবারে সরিয়ে নেওয়া হয় এবং তার পরিবর্তে অন্য কোনো ম্যাচ ভারতে না দেওয়া হয়, তাহলে আনুমানিক ৭ থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত আয় ঝুঁকিতে পড়তে পারে। এই হিসাব করা হয়েছে ৬০ থেকে ৯০ শতাংশ দর্শক উপস্থিতি এবং গড় টিকিট মূল্য ৫০০ থেকে ১৫০০ রুপি ধরে। দ্বিতীয় পরিস্থিতিতে, বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়া হলেও যদি তার বদলে অন্য ম্যাচ ভারতে আয়োজন করা হয়, তাহলে ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কমতে পারে। সে ক্ষেত্রে ক্ষতির অঙ্ক নির্ভর করবে বিকল্প হিসেবে কোন ম্যাচ দেওয়া হচ্ছে তার ওপর। তৃতীয় পরিস্থিতিতে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সহ আয়োজক হিসেবে শুধু ভেন্যু ও তারিখ অদলবদল করা হলে এবং ভারতে মোট ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকলে রাজস্বে বড় কোনো প্রভাব পড়বে না। সেক্ষেত্রে ক্ষতি সীমাবদ্ধ থাকবে লজিস্টিকস ও নতুন করে সূচি সাজানোর অতিরিক্ত খরচে। সব মিলিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, বাংলাদেশের ম্যাচ সরে গেলে বিশ্বকাপে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ঠিক কতটা হবে।

ক্রিকেটকে বিদায় বলে দিলেন শফিউল

ক্রিকেটকে বিদায় বলে দিলেন শফিউল নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেললেও, দীর্ঘদিন ধরেই নেই জাতীয় দলে। এক সময় দলের ভরসার প্রতীক ছিলেন শফিউল ইসলাম। তবে সেই পথচলাকেও এবার বিদায় বলে দিলেন তিনি।  রবিবার (৪ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। পোস্টে জাতীয় দলের সাবেক এই পেসার লিখেছেন, আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল। তিনি আরও লিখেছেন, এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগনিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না। শফিউল জানান, অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ আমার ব্যবহারে মনক্ষুণ্ন হন, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব।  ধন্যবাদ সবাইকে। ২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।

দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সাঁতার ফেডারেশনের কাউন্সিলর খালেকুজ্জামান, সাবেক ক্রিকেট কাউন্সিলর সায়েম উদ্দিন, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুদু ও সালাহ উদ্দিন রিজন, ফানসুর রহমানসহ অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে উঠে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ও পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি। জয়ী হয় আইডিয়াল ক্রিকেট গার্ডেন। প্রথমে ব্যাট করতে নেমে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ৯৮ রান করে। জবাবে পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি ৪৬ রানে গুটিয়ে যায়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটকে উড়িয়ে শীর্ষস্থান দখল করে চট্টগ্রামের জয়

সিলেটকে উড়িয়ে শীর্ষস্থান দখল করে চট্টগ্রামের জয়   বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর এবার সিলেট টাইটানসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাগরপাড়ের দলটি। এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটানসকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করতে পারে দলটি। সিলেটের হয়ে একমাত্র লড়াই করেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৪১ বলে করেন ৪৪ রান। তবে বাকি ব্যাটারদের কেউই ২০ রান ছুঁতে পারেননি। চট্টগ্রামের বোলিংয়ে শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ আইসিসিকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। সেই কারণে সেখানে বাংলাদেশ দল পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড। চিঠিতে বিসিবি আরও উল্লেখ করে, টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী থাকলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ অবস্থায় বিকল্প কোনো দেশে ম্যাচগুলো আয়োজনের সুযোগ থাকলে সে বিষয়ে বিবেচনা করার জন্য আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে বিষয়টি নিয়ে গভীর আলোচনায় বসেন বিসিবির পরিচালকেরা। গতকাল রাতেও অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অধিকাংশ পরিচালক তখনই কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবস্থান বদলায় বোর্ড।