01713248557

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলায় বিশেষ কায়দায় আমের ঝুড়িতে পাচারকালে ৪২৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ইদ্রিস আলী। গতকাল রাতে কানসাট বাজার ব্রীজ এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ইদ্রিসকে হাতেনাতে আটক করা হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মাদকের একটি বড় চালান পাচারের গোয়েন্দা তথ্যে একটি ব্যাটারীচালিত রিক্সাভ্যানের গতিরোধ করে ভ্যানে থাকা আমের ঝুড়ি তল্লাশী করে ফেনসিডিল পাওয়া গেলে ইদ্রিসকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় এবং মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাঁশবাড়িয়া বিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার -ভূমি জুবায়ের হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে মৎস্যচাষী ও মৎসজীবি পর্যায়ে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শিবগঞ্জে মনিরুল ইসলাম মমিন নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছোট চক ঘোড়াপাখিয়া গ্রামের কারিমুল হকের ছেলে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মোড় থেকেতাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম মমিনকে গ্রেপ্তার করা হয়। সে শিবগঞ্জ থানার পাঁচটি মামলার পাঁচ বছরের পলাতক আসামি। এছাড়া আলাদা ভাবে তার বিরুদ্ধে অর্থদন্ড রয়েছে। দীর্ঘ ২০১৯ সাল থেকে পলাতক ছিলেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আরো চারজনকে ছাগল প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজনকে ৩টি করে ছাগল প্রদান করা হয়। আজ  বিকেলে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন। বিতরণকালে জানানো হয়, ছাগলগুলো তারা বাড়িতে লালপালন করে ছাগলের সংখ্যা বৃদ্ধি করবে এবং তাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে তাদেরকে আর ভিক্ষা করতে হবে না। শিবগঞ্জে পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ৯ জন সদস্যের মাঝে ২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় সদস্যদের মাঝে এই ক্ষুদ্র ঋণ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন, দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে একযোগে কাজ কার আহবান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আল মামুন ও পলাশ আলীসহ অন্যরা।

শিবগঞ্জে পাগলা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পাগলা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪ শিবগঞ্জে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা। জুমেরা বেগমের মরদেহ আজ দুপুর আড়াইটায় প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এনায়েত বিশ্বাসের টোলা গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ির অদূরে পাগলা নদীতে গোষল করতে নেমে নিখোঁজ হন ঐ বৃদ্ধা। স্থানীয়রা তাকে খুঁজে না পেলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থল তল্লাশী করে গতকাল তার সন্ধান পায়নি। পরে আজ দুপুরে তার মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস বলেন, পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরবর্তী আনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

শিবগঞ্জ ও ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

শিবগঞ্জ ও ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ২০২৩-২৪ অর্থবছরের কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এসময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, রিয়াজ উদ্দিন ও আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সদস্য জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হোসেনে আরা পাখি, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ অন্যরা। মেলায় মোট ২৪টি স্টল রয়েছে। চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পদ্মার চরাঞ্চল নিশিপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত জেসমিন ৩ শিশু সন্তানের মা এবং তিনি ওই গ্রামের রাজমিস্ত্রী সায়েম আলীর স্ত্রী। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাটির বাড়ির বারান্দায় একটি ইঁদুরের গর্ত মাটি দিয়ে বন্ধ করার সময় ওই গর্তে থাকা গোখরা প্রজাতির সাপ গর্ত থেকে বেরিয়ে এসে জেসমিনের ডানপায়ের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। এসময় বাড়িতে থাকা তাঁর স্বামীসহ পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাঁকে দ্রুত হাসপাতলে নিয়ে যাবার জন্য নিকটবর্তী নদীর ঘাটে নৌকায় তুলে নিয়ে যাবার সময় পথিমধ্যে জেসমিন মারা যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সাপটি গর্ত খুড়ে বের করে আহত করে আটকে রাখে এবং পরে সাপটির মৃত্যু হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি তদন্ত করা হয়েছে। বিষাক্ত সাপের কামড়ে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তা রাসেলস ভাইপার নয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার

জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার   শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী এলাকায় গত বৃহস্পতিবার ২৭জুন রাতে প্রতিপক্ষের গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ১ জন এজাহারনামীয় ও ৩ জন তদন্তেপ্রাপ্ত আসামী। এনিয়ে এমামলায় ৫ জন এজাহারনামীয় ও ৬ জন তদন্তেপ্রাপ্তসহ ১১ আসামী গ্রেপ্তার হল। গত রবিবার সন্ধ্যায় চট্রগ্রামের কর্নফুলী থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সাহায্যেই ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তাররা হল শিবগঞ্জের ঢোড়বোনা গ্রামের জেন্টু আলীর ছেলে আজম আলী, একই গ্রামের ময়েজ আলীর ছেলে সাহেব আলী, রশিকনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ ও সদর উপজেলার বোলতলা চকবহরম গ্রামের জুবায়ের রহমানের ছেলে তাজ হাসান হৃদয়। আজ বিকালে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে দু’জনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে চট্রগ্রামে আটকদের দেয়া তথ্যে গ্রেপ্তার আজমকে সাথে নিয়ে নিয়ে গত গতকাল সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের একটি গোরস্থানে আলামত উদ্ধারে অভিযান চালায় পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে গোরস্থানের দুটি স্থানে মাটিতে গর্ত করে বালতিতে পুঁতে রাখা ৩৮টি ককটেল উদ্ধার হয়। ককটেলগুলো তাজা নিশ্চিত হবার পর সেগুলি ধ্বংস করে রাজশাহী মেটোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া অভিযানে হাসুয়া, কাতা, চাইনিজ কুড়াল ও রড সহ ১৪টি ধারাল ও দেশি অস্ত্র উদ্ধার হয়। অপরদিকে আসামী আজমের বাড়ি থেকে উদ্ধার হয় হত্যাকান্ডে ব্যবহৃত একটি টর্চলাইট। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চাঞ্চল্যকর এই জোড়াখুনের পরদিন গত শুক্রবার(২৮জুন) শিবগঞ্জ থানায় ৫২ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। আজকের অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক শিবগঞ্জে এবার কামড় দেওয়া জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে এসেছেন কৃষক মিলন আলী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাপটি নিশ্চিত হয়ে চিকিৎসাসেবা দেন এবং বর্তমানে ওই কৃষক আশঙ্কামুক্ত বলে জানান। আজ সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ফসলের ক্ষেত্রে এ ঘটনা ঘটে। আক্রান্ত মিলন একই এলাকার তোবজুল হকের ছেলে। বর্তমানে ওই কৃষক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাপের দংশনের শিকার মিলন আলি জানান, আজ তিনি পদ্মা নদীর ধারে জমিতে ফসল কাটার পর সেই ফসলের বোঝা মাথায় নেন। এসময় তার পরনের শার্টটি নিতে গেলে শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে ৩ টি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এসময় তার পরামর্শে তার ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরো বলেন, সাপের ধরন চিহ্নিত করতে এবং সঠিক চিকিৎসা নিতেই তিনি সাপটি ধরার ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেয়া সহজ হয়। বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। মিলনকে কামড় দেয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাসেল ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত ওই ডাক্তার।

মহানন্দা নদী থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ

মহানন্দা নদী থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদী থেকে ৪০ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে চক নরেন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকমোল চন্দ্র দেবনাথ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ মহানন্দা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিটি দুই থেকে তিন দিন আগে নদীতে ডুবে মারা গেছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে বলেও জানান তিনি।