সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ
সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জব্দ হয়েছে ট্রাক। তবে এর সাথে সংশ্লিস্ট কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর মূল ইয়ার্ডের বাইরে শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় আনলোডিং পয়েন্টে জব্দ ভারতীয় ট্রাকে তল্লাশী করে সোনামসজিদ বিওপির একটি টহল দল। তল্লাশীতে ৫২ টন পাথর বোঝাই ট্রাকের চালক কেবিনে বিশেষ কায়দায় লুকানো ১৮১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিরিয়া জানান, আটক মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক শিবগঞ্জ থানায় জমা করে মামলা করা হবে।
শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যে শিবগঞ্জে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. শাহদাত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার তৌহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার কনক আজমসহ কৃষকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিষান-কিষানিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার চরাঞ্চলের ১০ জন নারী কৃষক ও ২০ জন পুরুষ কৃষক অংগ্রহণ করেন। প্রশিক্ষণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, চরাঞ্চলে অনেক কৃষক চাষাবাদের সঠিক পদ্ধতি না জানার কারণে সবজি ফলাতে পারেন না। ফলে চরাঞ্চলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া চরাঞ্চলের অনেক কিষানি রয়েছেন, যারা পুরুষদের পাশাপাশি কৃষিকাজে জড়িত রয়েছেন। তাদের কৃষিকাজে দক্ষ করার লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আশা করি, আজকের রবিবার প্রশিক্ষণ নিয়ে চরাঞ্চলের কিষান-কিষানিরা উপকৃত হবেন। এছাড়াও কর্মশালায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, উৎপাদন বৃদ্ধিকরণ, শস্য মজুতকরণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টার থেকে আবারো দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে দিনের বেলায় প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। আগের চুরির ঘটনায় মূল আসামিরা আটক না হওয়ায় এ নিয়ে ভুক্তোভোগীদের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে। জানা গেছে, হাসপাতালে কর্মরত অফিস সহকারী সাব্বির আহম্মেদ ও আয়া সামসুন্নাহার প্রতিদিনের মতো রবিবার সকাল ৮টার দিকে বেরিয়ে যাবার পর দুপুরের আগে কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। বেলা ১টার দিকে তারা কোয়ার্টারে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। সাব্বির আহম্মেদ জানান, কোয়ার্টারের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন তিনি। রবিবার তারা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর প্রধান দরজার তালা ভেঙে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ৫ আনা সোনার একটি চুড়ি, একই ওজনের একটি রুপার ব্রেসলেট, ১৪ হাজার টাকা এবং পাশের বাসাতেও একই কায়দায় ঢুকে ৭০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ সময় বাসার সব আসবাবপত্র এলোমেলো পড়েছিল। তিনি আরো জানান, ঘটনার ৫ মাসেও আগের চুরির ঘটনায় আসামিরা আটক না হওয়ায় এবং বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় তারা আতঙ্কে বাস করছেন। এরই মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তির কারণে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বসবাসকারীরা আর নিরাপদ নয় বলে জানান তিনি। মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি ও ইমোজিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, তারা সরকারি দায়িত্ব পালনে প্রতিদিন সকাল ৯টার দিকে কোয়ার্টারের ঘরের দরজায় তালা দিয়ে ডিউটিতে চলে যান। এই সুযোগে ফাঁকা বাসা পেয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ২৭ ভরি স্বর্ণালংকার চুরির পর অভিযোগ দেয়ার ৫ মাসেও কোনো ব্যবস্থা হয়নি। ফলে নিরাপত্তার অভাবে কোয়ার্টার ছেড়ে তিনি অন্যত্র বাসা ভাড়া নিয়ে চলে গেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া চুরির সত্যতা স্বীকার করে জানান, তিনি সরকারি কাজে বাইরে থাকায় এসআই খোকনের নেতৃত্বে একটি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দেয়ার প্রস্তুতির পাশাপাশি তদন্ত চলছে। তবে তিনি নতুন যোগদান করায় আগের চুরির ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান। প্রসঙ্গত, চলতি বছরের ৩ জুন সকালে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি ও ইমোজিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও সিনিয়র নার্স সাকেরা খাতুন দম্পতির বাড়িতে ঢুকে ২৭ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা চুর করে নিয়ে যায় চোরেরা।
পদ্মায় অভিযানে জব্দ ৮১ কেজি ইলিশ ও নিষিদ্ধ জাল
পদ্মায় অভিযানে জব্দ ৮১ কেজি ইলিশ ও নিষিদ্ধ জাল চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পদ্মা নদীতে মোবাইল কোর্ট নিয়ে মৎস দপ্তরের অভিযানে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮১ কেজি ইলিশ জব্দ হয়েছে। এ ছাড়া জেলার গোমস্তাপুর উপজেলায় পূণর্ভবা নদীতে অভিযানে জব্দ হয়েছে নিষিদ্ধ ১৫টি চায়না দুয়ারী বা রিং জাল ও ১টি সুতি জাল। জব্দ এসব জালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। জব্দ মাছ বিভিন্ন মাদ্রাসা, আশ্রঅয়ণ প্রকল্প ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ জাল নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আজ দিনব্যাপী ও গতকাল গভীর রাতে এসব অভিযান চালানো হয়। সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এলিজা খাতুন ও শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকি বলেন, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম,রাজশাহী বিভাগীয় মৎস কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা মৎস কর্মকর্তারা পদ্মা নদীতে নৌকা নিয়ে অভিযান চালান। অভিযানে সহয়তা করেন প্রশাসনের কর্মকর্তারা, এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ্র সহ বিজিবি,পুলিশ সহ সংশ্লিস্টরা। অভিযানে জব্দ হয় ৩ হাজার মিটার জাল ও ৮ কেজি ইলিশ। এর আগে বুধবার সকালে শিবগঞ্জের বিভিন্ন ঘাটে ও বাজারে জব্দ হয় ৭০ কেজি ইলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলায় পদ্মায় জব্দ হয় ২০ হাজার টাকার ৩টি ১হাজার মিটারর কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ। গোমস্তাপুর উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূণর্ভবা নদীর কাজীগ্রাম এলাকায় অভিযানে পৌনে ২ লক্ষ টাকার ১৫টি রিং ও ১টি চায়না দুয়ারী জাল জব্দ হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
শিবগঞ্জে ১৫২ নারীর মধ্যে চেক ও সনদ বিতরণ
শিবগঞ্জে ১৫২ নারীর মধ্যে চেক ও সনদ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫২ জন নারীর মধ্যে প্রায় দেড় কোটি টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী কর্মীদের মধ্যে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। উপজেলা প্রকৌশলী ছাবের আলীর সভাপতিত্বে বক্তব্য দেন- পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মাহমুদুর রহমান ও উপসহকারী প্রকৌশলী সরোজ আলী। উপকারভোগী নারীরা বলেন, আমরা এখন সমাজের অন্য মানুষের মতই সুখে শান্তিতে সংসার চালাতে পারব। ছেলেমেয়ের লেখাপড়ার জন্য খরচ করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য সবজি চাষ, ছাগল পালন এবং খামারের কাজে ব্যবহার করব। আমরা অনেক খুশি।
শিবগঞ্জে অবৈধ ৩টি ইটভাটা উচ্ছেদ আরো ২টি উচ্ছেদের দাবি
শিবগঞ্জে অবৈধ ৩টি ইটভাটা উচ্ছেদ আরো ২টি উচ্ছেদের দাবি শিবগঞ্জ উপজেলার উপর কয়লাদিয়াড় এলাকায় তিনটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন। আরো দুটি ইটভাকে ভেঙে ফেলার দাবিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও প্রশাসনের অন্য কর্মকর্তাদেরকে রাস্তায় আটকে দেয় স্থানীয় জনতা। সোমবার দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার উপর কয়লাদিয়াড় এলাকায় অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী রাস্তায় বসে আন্দোলন করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় সেনাবাহিনীকে। জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উপর কয়লাদিয়াড় গ্রামে অবস্থিত শ্রী জগন্নাথ ও তার সহযোগীদের সনি-১ এবং পরে দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে কাউসার আলীর স্মার্ট এবং শ্রী জগন্নাথ ও তার সহযোগীদের সনি-২ নামে তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। দুপুরে অভিযান শেষ করে ফিরে আসার সময় প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ধরে স্থানীয়রা। এ সময় তারা আরো ২টি ইটভাটাও অবৈধ দাবি করে সেগুলোও উচ্ছেদে বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। স্থানীয় বাসিন্দা তাসাউর রহমান বলেন, আমাদের এলাকায় মোট ৫টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটা প্রতিনিয়ত বায়ুদূষণ করে আসছে। আমরা প্রশাসনকে একাধিকবার ব্যবস্থা নিতে বললেও কেউ ব্যবস্থা নেয়নি। আজকে সোমবার জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট এখানে এসে তিনটি ভাটা ভেঙে চলে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী তাদের গাড়ি গতিরোধ করে। অপর বিক্ষোভকারী শহিদুল ইসলাম জানান, গত ৪ সেপ্টেম্বর মানববন্ধনে গিয়ে স্মারকলিপি দেয়ার সময় ইউএনও মহোদয় অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদের কথা বলেছিলেন। কিন্তু এতদিন তা করা হয়নি। গ্রামে এসব ভাটা হওয়ায় বিভিন্ন সমস্যায় ভুগছে এ এলাকার মানুষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এখানে মোট ৫টি ইটভাটা থাকলেও কাগজপত্র রয়েছে দুটির। বাকি তিনটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। তিনি জানান, এলাকাবাসীর দাবি ওই দুটি ইটভাটাও ভেঙে দিতে হবে। কিন্তু তাদের কাগজপত্র থাকায় আমরা তা করতে পারি না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। আমিনুল ইসলাম আরো বলেন, জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান, ফসলি জমিতে গজিয়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে। যে তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে, তারা কেউ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে সহযোগিতা করে বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশের কয়েকটি টিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, এলাকাবাসী যে দুটি ইটভাটা ভেঙে দেওয়ার কথা বলছেন, তাদের লাইসেন্স রয়েছে। এজন্য তাদের ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করার বিষয়ে জেলা প্রশাসক বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের বোঝানো হয় যে, ওই ২টি ইটভাটার কাগজপত্র যাচাই করে কোনো অসঙ্গতি পাওয়া গেলে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। তাদের আশ্বস্ত করার পর স্থানীয়রা অবরোধ তুলে নিলে নিজ কার্যালয়ে ফিরে আসেন নিবাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামসহ অন্যরা। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলায় তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। উল্লেখ্য, ২০১৭ সালে মাসব্যাপী ওই এলাকায় অবস্থিত ৫টি ইটভাটা উচ্ছেদের দাবিতে আন্দোলন করে স্থানীয়রা। পরে আবারো চলতি বছরের ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। এ সময় উপজেলার নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরানকে এসব অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপি দেন তারা।
শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সী মারিয়া খাতুন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে বৃষ্টির পানি জমে ছিল। সবার অজান্তে মারিয়া বাড়ির উঠানে খেলা করার সময় বালতির পানিতে মাথা নিচ দিকে করে পড়ে গেলে তার মৃত্যু হয়। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক ও সদস্য হুমায়ুন কবির ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাকার নিচে পড়ে লুসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া গ্রামের মৃত তাইজুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৬টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসলাম আলী বলেন, সকালে বৃষ্টির পর পিচ্ছিল সড়কে ঘটনাটি ঘটে। গাড়ির চাকার নিচে পড়ে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। তবে এখনও প্রত্যক্ষদর্শী কাউকে না পাওয়ায় ঠিক কি ধরণের যানবাহনের চাপায় তিনি মারা যান তা নিশ্চিত হওয়া যান নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ও অজ্ঞাত যানটি শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা এসলাম।
শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ
শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখা। আজ বিকালে পৌর এলাকার কোর্ট বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অহেদুর জামান শায়েমের সভাপতিত্বে ও জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অলিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফাত ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ্বাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নান তার জীবনী আলোচনা করে শেষ বয়সে লেখাপাড়া করার উদ্যোগী হওয়ার কারণ তুলে ধরেন। শেষে আবদুল হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।