শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ প্রদান

163

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, তেল ও আটাসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ দুপুরে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্তসহ সকল শ্রেণিপেশার মানুষের পাশে রয়েছে। অতি দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ঢেউটিন ও নগদ অর্থ দেয়া হবে। এর আগে গত বুধবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে রান্নাঘর থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে ৮টি ঘর, নগদ ২ লাখ ৭২ হাজার টাকা, ১৩ মণ ধান, দুটি ছাগল, একটি গরু, ২৩টি কবুতরসহ বাড়ি-ঘরের আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন বাড়ির মালিক আব্দুস সালাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।