ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ লংমার্চ কর্মসূচি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত ফেলানিসহ সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনীর গুলিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়। রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ উপলক্ষে জেয়াফতের আয়োজনের পাশাপাশি সংক্ষিপ্ত প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। ‘বাংলাদেশ জনগনে’র ব্যানারে আয়োজিত সভায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের আগ্রাসী ভূমিকা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপের চেষ্টার প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য দেয়া হয়। এ সময় ভারত ও ফ্যাসিস্টবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন স্লোগানে স্লোগানে হাই স্কুল মাঠ মুখরিত করে তোলেন অংশগ্রহণকারীরা। শেষে মডেল হাই স্কুল মাঠ থেকে কিরণগঞ্জ বর্ডার অভিমুখে একটি লংমার্চ শুরু হলে পৌর এলাকার পাইলিং মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই দুটি গরু জবাই করে ভারত ও ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন তারা। ভারত এদেশে আর দাদাগিরি করতে পারবে না বলেও হুশিয়ারি দেয়া হয়। ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে রয়েছি। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুশিয়ারি দেন তিনি। ‘বাংলাদেশের জনগণে’র মুখপাত্র আবু মোস্তাফিজ বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশকে শোষণ করে এসেছে। সীমান্তে বড়ভাইয়ের মতো আচরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে জিরো লাইনে ভারতকে বেড়া নির্মাণের অনুমতি দিয়ে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আর এসব মেনে নেয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কাস্তে হাতে বিএসএফকে প্রতিহত করেছে, ঠিক একইভাবে দেশের সকল মানুষকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। স্থানীয় কলেজ শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, দেশের জন্য যারা কাজ করছে, ভারতের অন্যায়ের প্রতিবাদে যারা সোচ্চার হয়েছে তাদের উৎসাহ দিতেই তিনি এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ লংমার্চে যোগ দেন এবং সবাইকে সোচ্চার হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহতের অভিযোগ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সীমান্তে বিএসএফ’র হাতে আটকের পর নির্যাতনে বারিকুল নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নায়পুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টা থেকে আজ ভোররাতের মধ্যে কোন এক সময় ঘটনাটি ঘটে। দূর্লভপুর ইউপি’র ৯ নং ওয়ার্ড সাবেক সদস্য ও নিহতের আত্মীয় আব্দুর রাজ্জাক বলেন, গতকাল সন্ধ্যার দিকে সীমান্তের পদ্মা নদীতে প্রতিদিনের ন্যয় একা ডিঙ্গি নৌকায় মাছ ধরতে যাবার পর বিএসএফ বারিকুলকে আটক করে। আজ দুপুরে বিএসএফ’র নির্যাতনে তার মৃত্যু হয়। ভারতে থাকা বারিকুলের স্বজনরা বিষয়টি তার পরিবারকে অনলাইনে অবহিত করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ দুপুরের পর দূর্ললপুর ইউনিয়নের এক ব্যাক্তি সীমান্তে বিএসএফ’র হাতে নিহতের ঘটনাটি জানা যায়। এ ব্যাপারে খোঁজ করা হচ্ছে।
শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় হামলার শিকার চা দোকানী

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় হামলার শিকার চা দোকানী শিবগঞ্জে বকেয়া একশত টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু আলী নামে একজন চা দোকানী হামলার শিকার হয়েছেন। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজীপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। আহতের ভাতিজা আবদুল আহাদ জানান, দুপুর দেড়টার দিকে বাবু চাচার দোকানে চা পান করতে যান উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের তরিকুল ইসলাম। পরে তরিকুলের কাছে দোকানের বকেয়া একশত টাকা চান বাবু আলী। এ সময় তরিকুল ইসলাম টাকা দেবে না বলে সাফ জানিয়ে দিয়ে ওই চায়ের দোকান থেকে চলে যান। কিছুক্ষণ পর আবার চায়ের দোকানে এসে চাইনিজ কুড়াল দিয়ে বাবুকে অর্তকিতভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন তরিকুল, মোহাম্মদ ও সিজু ওরফে সিজার। তিনি আরো জানান, চা দোকানী বাবু ডান পা, কোমর ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগে দায়িত্বরত ডা. নাজমা খাতুন জানান, রোগীর অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে রোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে।
তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় তিনি বলেন, তরুণ ও যুবসমাজের খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে। মুক্তি পাবে সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপকর্ম। উদ্বোধনী খেলায় ৬ উইকেটে চককীর্তি ইউনিয়ন দলকে হারিয়ে জয়লাভ নয়ালাভাঙ্গা ইউনিয়ন দল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
শিবগঞ্জে অসহায়-দুস্থরা পেলেন চেক, চাল-কম্বল
শিবগঞ্জে অসহায়-দুস্থরা পেলেন চেক, চাল-কম্বল তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে অসহায়-দুস্থ ও নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ১০০ জনের মাঝে ১ লাখ ৬ হাজার টাকার চেক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১০০ জনের মাঝে ১০ কেজি করে চাল-কম্বল ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
শিবগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

শিবগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যালয়ে যাবার পথে শুভ সরকার (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ নিয়ে আজ সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর পিতা মানিক চন্দ্র সরকার। নিখোঁজ ব্যক্তি উপজেলার রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের মানিক চন্দ্র সরকারের ছেলে। লিখিত অভিযোগে জানা গেছে- সকাল ৭টায় শিবগঞ্জ বাজারে অবস্থিত রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজে যাবার উদ্দেশ্যে উপজেলার চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় শুভ সরকার। বিকাল পর্যন্ত শুভ সরকার বাড়ি ফিরে না আসায় স্কুলসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর নিকট মোবাইল ফোন না থাকায় কিছুটা অসুবিধা হলেও উদ্ধারের চেষ্টা চলছে।
সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সীমান্ত বাণিজ্যের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় ভ্যাট, এক্সাসাইজ, কমিশনারেট কাস্টমস কমিশনার ও এই কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম; চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও পরিচালক আলহাজ মো. একরামুল হক; অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ৫৯ বিজিবির কোম্পানি কমান্ডার মো. শাহাজাহান, উদ্ভিদ সংগনিরোধ দপ্তরের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদসহ আরো অনেকে। সভায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা আনয়ন, সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির প্রতি তিন মাস অন্তর সভা আয়োজন এবং উপস্থিত প্রতিনিধিদের মতামতের আলোকে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিত চাঁপাইনবাবঞ্জে শিবগঞ্জ উপজেলার পদ্মা’র শাখা পাগলা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা¯œান অনুষ্ঠিত হয়েছে। এটি মাঘী বান্নী গঙ্গা¯œান নামেও পরিচিত। আজ সকাল থেকে শুরু করে দিনব্যাপী শিবগঞ্জ পৌর এলাকা ঘেঁষা তর্তিপুর মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত ¯œানে অংশ নেন জেলার প্রায় সব এলাকা সহ বিভিন্ন জেলা থেকে দু’দিন ধরে বিভিন্ন যানবাহনে আসা আসা ধর্মপ্রাণ হিন্দুরা। পৌরনিক জাহ্নমুনির আশ্রমের কাছে চান্দ্র মাসের হিসেবে প্রতি বছরই সাধারণত মাঘ মাসে এই ¯œান অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা সহ নানা ধর্মীয় আচারে দিনটি পালন করেন ভক্তরা। নদীতে বিসর্জন দেন প্রিয়জনের দেহভষ্ম। পামোচন ও পূণ্যলাভের জন্য প্রার্থনা করেন। অকল্যাণ দূরের প্রার্থনা করেন। তর্তিপুর হিন্দুদের বিশেষত রাজশাহী বিভাগের হিন্দুরের একটি তীর্থস্থান। পবিত্র ভূমি। মহাশ্মশান কমিটি সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী বলেন, এ বছর প্রায় লক্ষ ভক্তের সমাগম হয়েছে। ঘাটে অনুষ্ঠিত হচ্ছে কীর্তন। তর্তিপূর এখন হিন্দুদের মিলনমেলা। ¯œানে আগত ভক্তরা মাটির ঘড়ায় বা বিভিন্ন পাত্রে করে জল নিয়ে যাচ্ছেন যা তাদের সারা বছর ধর্মীয় কাজে লাগবে। ¯œান করতে আসা শিবগঞ্জেরই ৯০ বছর বয়সী শান্তি দেবী বলেন, এই দিনটি পবিত্র। আমদেও পূর্বপরুষরা বহ যুগ থেকেই এই ¯œান করেন। আমরাও করছি। গঙ্গা জল পবিত্র। সারা বছর পুজোয় কাজে লাগবে। এদিকে ¯œানকে কেন্দ্র করে ঘাটের ওপরে বসেছে গ্রামীন মেলা। ঐতিহ্যবাহী খাবার, মনোহারি, কাঠের,বাঁশ, বেত ও লোহার আসবাবপত্র,বিভিন্ন সামগ্রী, প্রসাধনী, খেলনা অনেক কিছুই বিক্রি হচ্ছে। মেলায় সব ধর্মের, বিভিন্ন বয়সী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসছেন। মেলা কয়েকদিন চলবে। এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, শান্তিপূর্ণ ও চমৎকার পরিবেশে হাজার হাজার মানুষ ¯œানে অংশ নিয়েছেন।
শিবগঞ্জে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলায় ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রেপ্রেনিউরশিপ ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। প্রধান অতিথি তার বক্তব্যে মাঝে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো। প্রধান অতিথি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তার বক্তব্যে ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে এ উপজেলার নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষনের যে পদক্ষেপ নিয়েছে এটাকে তিনি সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনা। এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। অনুষ্ঠান সঞ্চালনা করতে সার্বিক সহযোগীতা করেন ব্র্যাক শিবগঞ্জ দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার সেনাস মার্ডী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসারে কার্যালয়ের ইউপিইও মোমতাজ মহল, সমবায় অফিসার তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা সাংবাদিকবৃন্দ ও সুধীজনসহ অন্যরা।
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সায়েম আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৩টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ^নাথপুর ঘোনটোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে নিজ বাড়িতে বাঁশের বেড়া নির্মাণ করছিলেন সায়েম আলী। এ সময় বিদ্যুতের তারে স্পর্শ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। শিবগঞ্জ থানার উপপরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজ বসতবাড়িতে বেড়া নির্মাণের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান সায়েম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।