শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার

শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার ‘ঈদের হাসি হোক সবার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমকাল সুহৃদ। আজ সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ শিবগঞ্জ ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, এটি একটি প্রশসংনীয় উদ্যোগ। প্রতিবছর এমন আয়োজন হলে সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের সদস্যরা কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে। আগামীতে যেন এমন উদ্যোগ অব্যাহত রাখে, আমি সেই প্রত্যাশা করি। এদিকে ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মাহিমা খাতুনকে লেখাপড়ার জন্য এককালীন দশ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে তার পিতা অসুস্থ হওয়ায় লেখাপড়া বন্ধের উপক্রম হয়ে যাওয়ায় দাখিল পরীক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নেয় সুহৃদ সমাবেশের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল। এছাড়া একই মাদ্রাসার ফাজিল পরীক্ষার্থীকে দেড় হাজার টাকা দেয়া হয়। অন্যদিকে কালুপুর গ্রামের তিন মেয়ের জননী বিধবা নারী জাহানারা বলেন, “এই ঈদে এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি। সাত রকমের ঈদ সামগ্রী পাওয়ায় ঈদের দিন রান্না করে খাবার খেয়ে আনন্দে কাটাতে পারব।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আলমগীর জুয়েল ও সাইফুল ইসলাম, সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, দপ্তর সম্পাদক এসএম মহিউদ্দিন, প্রচার সম্পাদক রায়হান আলী, সদস্য ইসরাইল হোসেন ও সদস্য আতিক ইসলাম সিকো। শেষে অসহায়, রিকশাচালক ও ছিন্নমূল মানুষসহ দুস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মো. আলমগীর শেখ (২৭) নামের এক বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় অংশে ঢুকে পড়লে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ তাকে আটক করে। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে ফেরত দেয়া হয়। ফেরত জেলে শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে। বিজিবি জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর কাছ দিয়ে বাংলাদেশী এই (আলমগীর শেখ) জেলে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানের সঙ্গে বিএসএফ কমান্ড্যান্টের আলোচনা হয়। পরে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশী জেলেকে ফেরত দেয়ার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। পরে মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেনÑ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
শিবগঞ্জে আগুনে পুড়ে মারা গেছে দুটি গরু; দগ্ধ এক কিশোর

শিবগঞ্জে আগুনে পুড়ে মারা গেছে দুটি গরু; দগ্ধ এক কিশোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির দুটি ঘরসহ দুটি গরু পুড়ে মারা গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আব্দুল খালেক (১৮) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাফর আলী জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে মারা গেছে দুটি গরু। আর একটি গরু দগ্ধ হয়েছে। আগুনের বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক মোজাফর আলী বলেন- রাতে তারাবির নামাজ শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়লে রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় আমার ছেলে আব্দুল খালেক আগুন নেভাতে গিয়ে দগ্ধ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কাদের কিবরিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। দুটি গরু পুড়ে মারা গেছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী জানান, অগ্নিকা-ের ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার কথা ব্যক্ত করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল আলিম (২৬) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। সোমবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত আলিম জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়ার মোস্তফার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুরে কাশিপুর সড়কে অভিযান চালায় র্যাব। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল আলিমকে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব। ঘটনার পর দিন র্যাবের এসআই মো. আকরামুল হক বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস তদন্ত শেষে আলিমকে অভিযুক্ত করে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।
শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নির্যাতিত প্রতিবন্ধী শিশুর পিতা ও পরিবারের সদস্যরা, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবিন, সদস্য সচিব পলাশ মাহমুদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে বলে বক্তারা জানান। উল্লেখ্য, গত ১৪ মার্চ বাকপ্রতিবন্ধী শিশুটি ধর্ষণের শিকার হয়ে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তিন শিশু-কিশোরকে আটক করে পুলিশে দেয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন প্রতিবন্ধী শিশুর বাবা।
ছত্রাজিতপুরে র্যাবের অভিযানে শিবগঞ্জে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

ছত্রাজিতপুরে র্যাবের অভিযানে শিবগঞ্জে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা গোঠাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫) ও মৃত আলতাফ হোসেনের ছেলে মো. তেজামুল (৪২)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান ও তেজামুলকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগ : ৩জন গ্রেফতার

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগ : ৩জন গ্রেফতার শিবগঞ্জে ৮ বছরের বাক প্রতিবন্ধী এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতরাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতদের মধ্যে এক জনের বয়স ১৯ বছর এবং অন্য ২জনের বয়স ১৪ ও ১৩ বছর। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে যায় বাক প্রতিবন্ধী ৮ বছরের ওই শিশুটি। এ নামাজ শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শীকার হন। পরে বিষয়টি জানাজানি হলে, আজ সকালে এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশে সোর্পদ করে। তিনি আরও জানান, চিকিৎসার জন্য শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা বাদি হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে এক নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট লাশটি হস্তান্তর করা হয়। ৪৪ বছর বয়সী ভারতীয় নাগরিকের নাম বিজলী কুমার রায়। তার বাড়ি ভারতের মোজাফফরপুর জেলার মিনাপুর থানার চাক জামাল গ্রামে। পিতার নাম মৃত টুনা রায়। সোনামসজিদ ইমিগ্রেশন সুত্রে জানা গেছে- গত ২০২১ সালের ২৪ জুন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অনুপ্রবেশের দায়ে শরীয়তপুর জাজিরা থানার পুলিশ বিজলী কুমার রায়কে আটক করে। পরে তাকে শরীয়তপুর কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি রাজশাহী সরকারি মেডিকেল হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়। গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনামসজিদ সীমান্ত দিয়ে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মৃতের ছোট ভাই বদ্রী রায়ের নিকট সোনামসজিদ শুন্যরেখায় লাশটি হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লূৎফল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত তিনটার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট দুখুর মোড় এলাকায় তাঁর বর্তমান বাসস্থানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। দুপুর আড়াইটায় দুখুর মোড় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
শিবগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

শিবগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শিবগঞ্জে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন অফিস। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মত। এটা আমাদের নিজস্ব সম্পদ। কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পায়তারা করছে। এর প্রতিবাদে ও আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবির সাথে একমত থাকবে। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন শেষে দুপুর ১টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলম, ডাটা এন্ট্রি অপারেটর আরিফুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম জাকি, গোলাম আযম ও স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইন্টেন্যান্স অপারেটর মেহেদী হাসানসহ অন্যরা।