শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

147

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে একজন শ্রমিক নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কুটু বাজারে হতাহতের এ ঘটনা ঘটে। বিদ্যুৎ চালু অবস্থায় তারা না বুঝে কাজ করতে গিয়ে হতাহতের শিকার হন।
মৃত শ্রমিক শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের মো. সেরাজুল ইসলামের ছেলে মো. ধুলু (৩৫)। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে পল্লীবিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারের চুক্তিভিত্তিক পারিশ্রমিকে শ্রমিকরা কাজ করছিল। একপর্যায়ে সম্প্রসারণ লাইনের সঙ্গে সংযোগ দিতে গিয়ে শ্রমিকরা বিদ্যুতায়িত হন। গুরুতর আহত ধুলু ও অপর ২ জনকে শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ধুলুর মৃত্যু হয় এবং অপর ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোর্তুজা হতাহতের সত্যতা নিশ্চত করে জানান, কাজ চলাকালে ঠিকাদার তাদের অবহিত করলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হতো।