শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নর বাররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রোজবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে বাররশিয়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্য়াদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বজলার রশিদ সনু, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অন্যরা।

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন   শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী আশরাফুল আলম রশিদের বাড়িতে এই সেড উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি থেকে সেডের উদ্বোধন ও হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, কৃষি অফিসার নয়ন মিয়া এবং ভেটেনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসসহ অন্যরা। এসময় প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, মাংস দুধ উৎপাদনের লক্ষ্যে ১০টি গাভী পালনের জন্য সেড নির্মাণ করে দেয়া হয়। এতে করে খামারিরা গাভী পালনে উদ্বুদ্ধ হবে।

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত শিবগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর খড়কপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাড়ির নিকটেই সোনামসজিদ মহাসড়ক পার হবার সময় একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন হামিদ। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকাল পৌনে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য সবুজ আলী সুজন বলেন, গতকাল সন্ধ্যায় সড়ক পারারপারের সময় দৌড় দিলে অটোরিক্সার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রক্তাত্ব হন বৃদ্ধ হামিদ। ঘটনার পর অটোরিক্সাটি পালিয়ে যায়। আজ সকালে আব্দুল হামিদ মারা যান।

শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার

শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার শিবগঞ্জে চোরাকারবারীদের ফেলে যাওয়া নেশাজাতীয় ট্যাবলেট, নগদ ১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বিজিবির পাঠানো প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের বটতলী ঘাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেলকুপি বিওপির হাবিলদার মো. ইখতিয়ার হোসেন। প্রেস নোটে আরো জানানো হয়, তেলকুপি বাজার থেকে কানসাটগামী রাস্তায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পওে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় সিট কভারের নিচে লুকানো ১০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং হাতলে বাঁধা গামছার ভেতর থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা “আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে আবারও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাল্যবিয়ে থেকে ফিরে আসা এক শিশু তার অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের আবেগাপ্লুত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন। এ সময় বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনের শপথ গ্রহণ ও ঘোষণাপত্র পাঠ করা হয়। এর আগে বাল্যবিয়ে মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণার ফলক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শিবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামে আব্দুস সাত্তারের ছেলে মিলন বাবু ওরফে মিলন মিয়া। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪ মানিকগঞ্জের যৌথ অভিযানে গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তর্ত্তিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলনের বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার রায় অনুযায়ী চলতি বছরের ২৮ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ে দ-িত করে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গ্রেপ্তারের পর মিলনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পেঁয়াজে আইপি উন্মুক্তকরণের দাবি সোনামসজিদ আমদানিকারকদের

পেঁয়াজে আইপি উন্মুক্তকরণের দাবি সোনামসজিদ আমদানিকারকদের ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্তকরণের দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে আসবে বলেও দাবি করেন। আজ বিকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান আমদানিকারকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ¦ একরামুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। মাত্র দুদিন পরে আবারও বন্ধ করে দেওয়া হয় অনুমতি। তবে পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেওয়ার চেষ্টা করছে। এটি হলে পেঁয়াজের বাজার একটি সিন্ডিকেটের হাতে চলে যাবে। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। আমদানিকারকেরা দাবি করেন, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে দাম ৪০ টাকার মধ্যেই চলে আসবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ ও আমদানিকারক আবদুল আওয়ালসহ অন্যরা।

শিবগঞ্জে অপহৃত মুদি দোকানী উদ্ধার, ৫ অপহরণকারী আটক

শিবগঞ্জে অপহৃত মুদি দোকানী উদ্ধার, ৫ অপহরণকারী আটক শিবগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। আটক করা হয় ৫ অপহরণকারীকে। আজ দুপুরে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত মুদি ব্যবসায়ী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে সানি আহম্মেদ। আটক অপহরণকারীরা হল- উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের হাবিবুরের ছেলে আরিফ হোসেন, নাসিরের ছেলে মোয়াজ্জেম হোসেন, কালিগঞ্জ লজিবটোলার মালেকের ছেলে আল আমিন, এরাদত বিশ্বাসটোলার মৃত নাজেলের ছেলে রাজু ও শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর-মোড়লটোলার রবিউলের ছেলে রাজু হোসেন। পুলিশ জানায়, বাগবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার ব্যবসা করে আসছেন সানি আহম্মেদ। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে সানি আহম্মেদ মুদি দোকান বন্ধ করে তার দুই বন্ধু দুলাল ও সোহেলকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাগবাড়ি ফিল্ড বাজারের সুদামের বাড়ির সামনে পৌঁছালে ৮-৯ জন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। পরে তার দুই বন্ধু পরিবারকে অপহরণের বিষয়টি জানায়। পুলিশ আরও জানায়, খবর পেয়ে রাতেই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃত সানি আহম্মেদকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ অপহরণকারীকে আটক করে থানায় আনা হয়। জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় থানায় অপহৃতের মা শ্যামলী বেগম বাদি হয়ে মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ(র.) এর ওরস অনুষ্ঠিত

সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ(র.) এর ওরস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের অদূরে অবস্থিত তোহাখানা মসজিদ সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র.) এর মাজার ঘিরে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মুসল্লী অংশ নেন। প্রতিবছর ভাদ্র মাসের শেষ শুক্রবার এই ওরস অনুষ্ঠিত হয়। ওরসের মূল অনুষ্ঠান ছিল বাদ জুম্মা আখেরী মোনাজাত। বিশেষ এই দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এবার আখেরি মোনাজাতে অংশ নেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবর আজিজী, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল রায়হান, শিবগঞ্জের ইউএনও আজাহার আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, শিবগঞ্জের এসি ল্যান্ড তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া সহ সরকারি কর্মকর্তাসহ বহু মানুষ। তবে বৃষ্টির কারণে ওরসের কার্যক্রমে এবার কিছুটা সমস্যা হয়। এদিকে ওরস ঘিরে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ও ঐতিহাসিক স্থান সমূহ সংলগ্ন সড়কগুলির দুপাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় রয়েছে খাবার, খেলনা, মনোহারি ও রকমারি সহ বিভিন্ন দোকানপাট।

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬দিন পর গৃহবধুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬দিন পর গৃহবধুর মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে  নিখোঁজের ৬দিন পর কেয়া বেগম (২২) নামে ৫  বছরের এক পুত্র সন্তানের জননী এক গৃহবধুর পুকুরে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তারাপুর মোড়লপাড়া গ্রামের সৌদি প্রবাসী সুমন রেজা’র স্ত্রী এবং এক্ই গ্রামের মির্জা শাহারিয়ার মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার(৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কেয়ার বাবার বাড়ি থেকে প্রায় ৩ শত গজ দূরে তাঁর বাবার নিজস্ব পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে পরিবারকে জানালে কেয়ার বাবা সেখানে উপস্থিত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট ইউপি সদস্য ও কেয়ার আত্মীয় মো: সেরাজুল বলেন, কয়েকমাস যাবৎ কেয়া মানসিক সমস্যায় ভূগছিল। তাঁকে চিকিৎসা করানো হচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত ২৮ আগষ্ট ভোর ৫টার দিকে  বারার বাড়ি থেকে নিখোঁজ হন কেয়া। এ ঘটনায় পরদিন ২৯আগষ্ট শিবগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এছাড়া এতদিন খোঁজ করেও পরিবার কেয়ার কোন সন্ধান পান নি। মরদেহের ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহে বাহ্যিকভাবে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।