নাচোলে প্রয়াসের কৃষি ইউনিটের পরিকল্পনা ও সমন্বয় সভা

নাচোলে প্রয়াসের কৃষি ইউনিটের পরিকল্পনা ও সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আয়োজনে উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকালপার্সন ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন- নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতি খাতুন। এসময় প্রয়াসের প্রাণিসম্পদ কার্যক্রমের তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। মৎস্য কার্যক্রম সম্পর্কে প্রয়াসের কার্যক্রম তুলে ধরেন মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং প্রয়াসের কৃষি ইউনিটের কার্যক্রম তুলে ধরেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন হিরা, অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর আব্দুল্লাহ কাফি, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেই সঙ্গে স্মারকলিপিও দেয়া হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোল উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। বিকেল ৩টায় নাচোল বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ অংশ নেন। মানববন্ধন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। এসময় নাচোল উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক আলহাজ মাইনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণীর গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের ১০ম গ্রেড পাচ্ছেন। একইভাবে উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকতারা ১০ম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পাচ্ছেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান বেতন হয় ১৩তম গ্রেডে। এই বৈষম্য দূর করার জোর দাবি জানান বক্তারা।

নাচোলে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা

নাচোলে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’- এই প্রতিপাদ্যে নাচোলে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার মাস্টারপাড়ায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ অফিসে সভায় সভাপতিত্ব করেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান। সমন্বয় সভায় আলোচনা করেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি আশীষ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিষ্ঠান সম্পাদক আব্দুর রহমান মানিক, নুরুল ইসলাম বাবু, যুব সংগঠন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মজিদুল ইসলাম, সদস্য জয়শ্রী প্রামানিক, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বর্মন, যুগ্ম সমন্বয়কারী আফিফা খাতুন, সদস্য নায়েমা খাতুন, নাবিউল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।  

নাচোলে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত নাচোলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় গ্রামীণ জীবন মান উন্নয়নের লক্ষে মাদকের ভয়াবহতা রোধ, বাল্য বিবাহ, গুজব, ডেঙগু জ্বর সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ বিনির্মাণ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) নূর কামাল, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) হুমায়ন কবীর আজম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাইন অপারেটর রাশেদুল আলম।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬ চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ  আজ জানান, নতুন করে নাচোলে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বতর্মানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ ৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। সবমিলিয়ে চলতি বছর জেলায় আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে ভর্তি ৬ জন ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গু রোগীর প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানান সিভিল সার্জন। তিনি সবাইকে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সচেতন হওয়ারও আহ্বান জানান। মশারি টানিয়ে ঘুমানো, যেখানে সেখানে পানি জমতে না দেয়া, ডাবের খোসা যেখানে সেখানে না ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার ডেনে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখা, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জ্বর দেখা দিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি।

নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ

নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে তালবীজ রোপণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে বীরেনবাজার হয়ে আলিশাহপুর মোড় পর্যন্ত এই তালবীজ রোপণ করা হয়। ডাসকো ফাউন্ডেশনের দুর্যোগ ভলান্টিয়ার ও সিএসইও সদস্যদের আয়োজনে রোপণকালে উপস্থিত ছিলেনÑ ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হক অপু, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক সাবের আহমেদ ও মোহাম্মদ আলী, মহিলা সদস্য ইসমত আরা ও মোসাম্মৎ তোহরা খাতুন।

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নাচোলে পুকুরে ডুবে মনিরা ইয়াসমিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু কসবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আখিলা গ্রামের শাজাহান আলীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে মায়ের সাথে বাড়ির অদূরে পুকুর ঘাটে যায় মনিরা। মা ঘাটে কাজ করার এক পর্যায়ে সে খেলা করতে করতে সকলের অগোচরে পানিতে পড়ে যায়। পরে তার খোঁজ করা হলে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) মেসবাউল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই ফসলের আবাদ বৃদ্ধির ল„ক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আবদুন নুর, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪৫০ জন কৃষকের মধ্যে মাসকালাই ও ৫৫০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

নাচোলে তাল বীজ রোপণের উদ্বোধন

নাচোলে তাল বীজ রোপণের উদ্বোধন নাচোলে নাগরিক সংগঠনের উদ্যোগে তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রাম থেকে দিব্যস্তলী আদিবাসীপাড়া পর্যন্ত ১১শ তাল বীজ রোপণ করা হয়। রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ ডাসকোর প্রতিনিধি ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষার জন্যই ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পে নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা এ উদ্যোগ গ্রহন করেন।

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন করলেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক। আজ সকালে নাচোল উপজেলার ফতেপুরে শ্রোতাক্লাব পরিদর্শন করেন তিনি। এসময় তিনি রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। রেডিও মহানন্দা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণ নিয়ে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন প্রাস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, ইউনিট-১১ ফতেপুর ব্যবস্থাপক আনোয়ার হোসেন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক ( অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার হোসেন ও সোনিয়া শীল। পরে তিনি প্রয়াসের সদস্যদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন।