নাচোলে গৃহবধুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামাী আটক

নাচোলে গৃহবধুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামাী আটক নাচোল উপজেলায় সানজিদা ওরফে সাজন বিবি নামে এক গৃহবধুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। এ ঘটনায় তাঁর স্বামী কসবা ইউনিয়নের সোনাইচন্ডি বিজলীপাড়া গ্রামের একরামুলকে আটক করেছে পুলিশ। একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক ও মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল ওই গ্রামের অদূরে একটি পেয়ারা বাগানের মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে গৃহবধুকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে নিকটস্থ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মারা যান। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, গৃহবধুর মৃত্যুর খবর পাবার পর জেলার উর্ধতণ পুলিশ ওই গ্রামের নিকটের পেয়ারা বাগানে গিয়ে একরামুলকে আটক করা হয়। জানা গেছে, সে ওই পেয়ারার বাগানে প্রহরীর কাজ করে। তার দ্বিতীয় স্ত্রী সানজিদা সকাল সাড়ে ৯টার দিকে ছাগল চরাতে ওই বাগানের নিকট যাবার পর ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, একরামুল ঘটনার সাথে জড়িত। সে নিজে বা লোক দিয়ে এ কাজ করিয়েছে। এর কারনও রয়েছে। সে সব খতিয়ে দেখা হচ্ছে। একরামুলের প্রথম স্ত্রী একই গ্রামে পৃথক বসবাস করে। প্রথম ঘরে একটি বিবাহিত মেয়ে সন্তান থাকলেও ২৫ বছর পূর্বে বিয়ে করা সানজিদার ঘরে একরামুলের কোন সন্তান নেই। তবে সে বর্তমানে দ্বিতীয় স্ত্রী সানজিদাকে নিয়েই থাকত। ওসি আরও বলেন, সানজিদার কোমর,পেট সহ দেহের বিভিন্নস্থানে ৮/১০টি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ আজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ময়নাতদন্ত হবার পর নাচোল আনা হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে সাজন বিবি নামের এক নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল হককে থানায় নিয়েছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে একরামুল ও তার স্ত্রী পাহারাদার হিসেবে কাজ করে। আজ সকালে একরামুল হকের দ্বিতীয় স্ত্রী সাজন বিবি পেয়ারা বাগানে একরামুল হকের জন্য খাবার নিয়ে যান। সেখানে কে বা কারা সাজন বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকেরা সাজন বিবিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি একরামুল হক প্রায় মাদকাসক্ত থাকত। জিজ্ঞাসাবাদের জন্য একরামুল হককে থানায় নিয়ে আসা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।  

নাচোলে প্রয়াসের উদ্যোগে মাছচাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে প্রয়াসের উদ্যোগে মাছচাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘হাজামজা ও পরিত্যক্ত পুকুর সংস্কারপূর্বক মাছচাষ’ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মাঠ দিবসে উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, প্রয়াসের ফতেপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. আনোয়ার হোসেন, সফল খামারি মো. মতিউর রহমানসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বরেন্দ্র এলাকায় গভীর নলকূপের সাহায্যে দীর্ঘদিন ধরে পানি উত্তোলনের ফলে যখন ভূগর্ভের পানির সংকট দেখা দিচ্ছে, যে কারণে কিছু এলাকায় যখন বোরো আবাদ নিরুৎসাহিত করা হচ্ছে তখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ। জমিতে সারা বছর নিরবচ্ছিন্ন সেচ দিতে প্রকল্পটি বাস্তবায়বন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় বেশ কিছু খাল ও খাড়ি পুনর্খনন করা হয়েছে এবং এ কাজ এখনো চলমান রয়েছে। মহানন্দা ও পুনর্ভবা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি তুলে সেইসব খালে ও খাড়িতে সংরক্ষণ করা হবে এবং সোলার বিদ্যুতের মাধ্যমে ৯৮টি সেচ পাম্প দিয়ে সেই পানি কৃষকের জমিতে সরবরাহ দেয়া হবে। বিএমডিএ সূত্রে জানা গেছে, সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নের গণির মোড় এলাকায় মহানন্দা নদীতে ১টি পন্টুন স্থাপন করে পন্টুনের ওপর ৮টি প্রতিটি ৫ কিউসেক ক্ষমতার সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে মোট ৪০ কিউসেক পানি উত্তালন করা হবে। ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি এবং ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি মোট ৪টি ভূগর্ভস্থ ৪৫০-৫০০ মি.মি. ডায়া এমএস পাইপের মাধ্যমে তেঘড়িয়া-মির্জাপুর খাড়িতে পানি সরবরাহ করে সংরক্ষণ করা হবে। খালে ৩০টি সোলার পাম্প স্থাপন করে খালের উভয় পাশে পানি সেচের মাধ্যমে ৫৭০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। এছাড়া ওই এলাকায় ৪০টি গভীর নলকূপ দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিপাথর নির্গত হয়ে প্যাক্টআপ হওয়ায় সেচ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে সরাসরি ওই গভীর নলকূপ এলাকায় ৬০০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। তাছাড়া ৭ কিলোমিটার তেঘড়িয়া খাল পলি পড়ে ভরাট হওয়ায় পুনঃখনন করা প্রয়োজন হচ্ছে। ওই এলাকায় সেচের ব্যবস্থা না থাকায় বৃষ্টির ওপর নির্ভর করে ফসল উৎপাদন করা হয়। প্রকল্প বাস্তবায়ন হলে এক ফসলি জমি তিন ফসলি জমিতে পরিণত হবে। ফলে প্রায় ৯৩৬০ মেট্রিক টন ফসল উৎপাদন করা সম্ভব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ বলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় প্রকল্পের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে এবং গোমস্তাপুরের কাজ এরই মধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। এছাড়া সদর উপজেলার গোবরাতলার কাজটি ২০ ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্পের ধাইনগর অংশের পানি সরবরাহ আগামী এক মাসের মধ্যেই শুরু হবে। এছাড়া অন্য দুটির কাজ শেষ হতে আরো মাস ছয়েক লাগবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় সবমিলিয়ে ২ হাজার ২৯০ হেক্টর জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩২০ মেট্রিক টন। তিনি বলেন— এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন ও গোমস্তাপুর উপজেলার রহনপুর, রাধানগর ও পার্বতীপুর ইউনিয়নে এবার বোরো আবাদা না করে গমসহ সেচ কম লাগে এমন ফসল চাষাবাদ করতে কৃষকদের বলা হয়েছে। কারণ, এইসব অঞ্চলের ভূগর্ভের পানি অনেক নিচে নেমে গেছে। এই ভূগর্ভের পানির বিষয়টি মাথা রেখেই ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’টি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যার অনেকটাই সমাধান হবে। এদিকে মহানন্দায় রাবার ড্যামে পানি সংরক্ষণ শুরু হওয়ায় ভূউপরিস্থ পানিরও অনেকটা সমাধান হচ্ছে।

নাচোলে মল্লিকপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নাচোলে মল্লিকপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নাচোল উপজেলার মল্লিকপুরে জোড়াখুনের ঘটনায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের মল্লিকপুর বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলশী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মল্লিকপুর বাজারে গিয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত মাসুদ রানার পিতা এজাবুল হক, নিহত রায়হানের পিতা আব্দুর রহিম, রায়হানের ভাই জাহাঙ্গীর, আকবর, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন। এসময় তারা নৃশংস এই জোড়া খুনের তীব্র প্রতিবাদ জানান এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দাবি করেন। এসময় তারা রাস্তা অবরোধ করেন। এসময় পুলিশ দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ঘরে ফিরে যান। উল্লেখ, গত মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটের মাছ বিক্রির টিনশেডে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে উপজেলার খলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান মারা যান। ওই ঘটনায় ৪ জন আহত হন। আহতরা হলেন- খলসী গ্রামের জালালের ছেলে সুমন, আলমের ছেলে রজব আলী ওরফে রনি, রব্বানী ওরফে পাতুর ছেলে আরমান ও ফিরোজের ছেলে ইমন। তাদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় নাচোল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক, এজাবুলের ছেলে তাসিমকে গ্রেপ্তার হয়েছে।    

নাচোলে ছুরিকাঘাতে ২ কিশোর নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

নাচোলে ছুরিকাঘাতে ২ কিশোর নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ জন কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। নিহতরা হলেন- নাচোল উপজেলার খলসী গ্রামের মো. এজাবুলের ছেলে মো. মাসুদ (২০) ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৪)। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটের মাছ বিক্রির টিনশেডের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতরা হলেন- খলসী গ্রামের জালালের ছেলে মো. সুমন (১৮), মো. আলমের ছেলে মো. রজব আলী ওরফে রনি (১৪), মো. রব্বানী ওরফে পাতুর ছেলে মো. আরমান (১৬) ও ফিরোজের ছেলে মো. ইমন (১৫)। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ব্রিফ করেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রায় ১৫ দিন আগে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী গ্রামের একটি পেয়ারা বাগানে স্থানীয় লেবার সরদার সালাম ও সাধারণ লেবার শাহীন পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিল। কাজ করাকালীন কোনো এক সময়ে শাহীন গোপনে লেবার সরদার সালামের প্রসাব করার ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সালামের নজরে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আবুল কালাম সাহিদ আরো বলেন- মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মল্লিকপুর গরুরহাটে মল্লিকপুর শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে আগে থেকেই শাহীন ও তার লোকজন ধারালো অস্ত্রসহ নিয়ে ওঁতপেতে ছিল। সেই অনুষ্ঠানে সালাম ও তার লোকজন গেলে শাহীন ও তার সাঙ্গপাঙ্গরা সালাম ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ৬ জনকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। পথে আহত মাসুদ ও রায়হান মৃত্যুবরণ করে। আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপার মো. রেজাউল করিমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা এবং নাচোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নাচোল থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে মো. আজিজুল হক (৫২), মো. এজাবুলের ছেলে মো. তাসিম (৩২)কে গ্রেপ্তার করে। হত্যাকা-ে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। প্রেস ব্রিফিংয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন

  নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ অন্যরা। কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হচ্ছে। এবছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।  

নাচোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাচোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নাচোলে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। আজ সকাল ৯টার দিকে নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের একটি পেয়ারা বাগানের পাশে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তি উপজেলার সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, কামরুল ইসলামকে আজ সকালে হাঁকরইল মাঠের একটি পেয়ারা বাগানের পাশে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কামরুলের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানান ওসি।

নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু নাচোল উপজেলায় ডোবার পানিতে ডুবে মাহিম আলী নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের মাধবপুর আহুড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পেছনে গ্রামের অন্য শিশুদের সাথে খেলা করছিল মাহিম। এর মধ্যে সে অসাবধানতাবশত নিকটে অবস্থিত একটি ডোবার মধ্যে পড়ে যায়। ঘটনা খেয়াল করে অন্য শিশুরা মাহিমের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে মাহিমের ফুপু দৌড়ে এসে মাহিমকে ডোবা থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে। এর মধ্যে প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে মাহিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। একজন গ্রাম্য চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংশ্লিস্ট ইউপি সদস্যের দেয়া খবরে পুলিশ মাহিমের বাড়ি পৌঁছে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নাচোলে ফতেপুরে মাছের পোনা ও উফশী ধানের বীজ বিতরণ

নাচোলে ফতেপুরে মাছের পোনা ও উফশী ধানের বীজ বিতরণ নাচোল উপজেলার ফতেপুরে সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় মাছের পোনা বিতরণ করা হয়েছে। আজ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় মাছের পোনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিতরণ অনুষ্ঠানে প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ইউনিট-১১ ফতেপুরের ইউনিট ব্যবস্থাপক আনোয়ার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝে মধ্যে জাল টেনে মাঝের স্বাস্থ্যগত পরীক্ষা বিষয়ে পরামর্শ প্রদান করেন মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, ৫ জন মাছচাষিকে গুলশা ও ৫ জনকে দেশী জাতের শিং মাছের পোনা দেয়া হয়। এদিকে, ফতেপুরে কৃষি উপকরণ বিতরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সংস্থাটির সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুর অফিসে এই উপকরণ বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। অনুষ্ঠানে উচ্চ ফলনশীল নতুন জাতের ধান চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। কৃষি উপকরণ হিসেবে বিনা ধান-২৫, ব্রিধান-৮৮, ৮৯ জাতের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোর মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।