নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ নাচোলে ২০২৫-২৬ অর্থ বছেরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কমকর্তা সলেহ আকরাম জানান, রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় গম, সরিষা শীতকালীন পেঁয়াজ ,চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এ মৌসুমে নাচোল উপজেলায় ১৩ হাজার ৭শ’ ৮০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।
নাচোলে দুই ভাই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

নাচোলে দুই ভাই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আপন দুই ভাই আলম ও মিলন হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফুলবাড়ী মোড়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এলাকার কয়েকশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— নিহত আলম ও মিলনের ভাই আহত আমিরুল ইসলাম ও শরিফ কাফি, জুলেখা খাতুন, নূরেশা, কাহার আলী, মামুন আলীসহ আরো অনেকে। বক্তারা বলেন, আপন দুই ভাইকে হত্যার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ মাত্র ৫ জনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল সাহাপুকুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে পরদিন ১৫ অক্টোবর মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সৈকত বলেন— ৫ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, কয়েকদিনের মধ্যেই
নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার

নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সফরে এসে ব্যস্ত সময় পার করে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি সরকারি সফরের পাশাপাশি উপজেলার সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক। এদিকে উপজেলার কলেজ, মাদ্রাসা, হাই স্কুল ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একই স্থানে শিক্ষার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বিনামূল্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রাথমিক চিকিৎসার জন্য একটি করে কিডস বক্স তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা চত্বরে একটি ফলদ বৃক্ষ চারা রোপণ করেন। এর আগে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।
নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫

নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫ নাচোলে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এজাহার নামীয় ৪ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী, মাড়কইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে রাকিব আলী, মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম, শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ি গ্রামের মামুনুর রশিদের ছেলে ইউসুফ আলী। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন-গতকাল রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪জনই এজাহারভুক্ত আসামি। আজ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল এসাহাপুর লাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে গত বুধবার রাতে মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।
নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত নাচোলে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও কৃষক অধিকার আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে অবস্থিত ‘ইলা মিত্র মঠ ও সংগ্রহশালা’ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রানী ইলা মিত্র স্মৃতি সংসদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। সভায় সভাপতিত্ব করেন রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, রানী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে। ইলা মিত্র কেবল তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন তা কিন্তু নয়Í তিনি ইতিহাসের এক সাহসী নারী, যিনি নিপীড়নের মুখেও সত্যের পক্ষে ছিলেন। তাঁর জীবন থেকে শেখার আছে অনেক কিছু। আলোচনা সভা শেষে শতাধিক মানুষের জন্য আয়োজন করা হয় কাঙালিভোজের। উল্লেখ্য, ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ১৯৪৫ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের জমিদার পরিবারের সন্তান রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নাচোল অঞ্চলে চলা তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনে নেতৃত্বের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় এই বিপ্লবী নারী মৃত্যুবরণ করেন।
নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক ও ১জন অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা অবসরে যাওয়ায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরে যাওয়া শিক্ষক দ্বয় হলেন—আসাদুল্লাহ (গণিত), রফিকুল ইসলাম (বাংলা) এবং অফিস সহায়ক আব্দুল গণি। সোমবার বিদ্যালয় চত্বরে বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা মার্কেল টাইল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের মো. নূরুল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা, কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম, নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের সূচনা বক্তব্য শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীর উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতি তুলে ধরেন অতিথিগণ। শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীর মাঝে সম্মানোনা ক্রেস্ট তুলে দেয়া হয়। বক্তারা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেণী-পেশাজীবী মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
নাচোলে মাদকসেবনের অভিযোগে ৫ জন আটক

নাচোলে মাদকসেবনের অভিযোগে ৫ জন আটক চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আলমগীর হোসেন (৫০), ফরহাদ হোসেন (৩০), কাবুল ইসলাম (২০), সনোয়ার হোসেন (৪২) এবং নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের ওয়াসিম আলী (৩৯)। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযানে চোলাইমদ সেবন করার অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাচোলে ২ শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নাচোলে ২ শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ নাচোলে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে নূরুল হক ভদু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকালে নাচোল উপজেলার ভেরেন্ডী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ভেরেন্ডী গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে। এজাহারের বরাতে নাচোল থানার অফিসার ইনচার্জ – ওসি মনিরুল ইসলাম বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে একটি বাড়ির জানালার ইট সরিয়ে ঘরে ডুকে ভদু। এসময় ঘরে থাকা দুই খালাতো বোন ১০ ও ১১ বছরের শিশুকে ধর্ষণ করে। ওসি আরো বলেন শিশু দুটিকে পুলিশের সাপোর্ট হোমে রাখা হয়েছে। আগামীকাল তাদের ডাক্তারি পরীক্ষা করানো হবে। এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলেও জানান ওসি।
নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত নাচোলে পণ্যবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত গোমস্তাপুর সদর ইউনিয়নের নয়াদিয়াড়ি গ্রামের সাদেক আলী বিষুর ছেলে। আজ দুপুরে ফতেপুর গ্রামের রাস্তার চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গোমস্তাপুর যাবার পথে একটি রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আবুল কালম আজাদ। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি এক নিকটাত্মীয়ের জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে নিজেই মারা যান। ঘটনার পরপরই ট্রাক ফলে চালক ও সহকারী পালিয়ে যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিুরল ইসলাম বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
নাচোলে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে

নাচোলে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে “পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিংসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার সকাল ১১টার দিকে নাচোল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের অভিযোগ নাচোল উপজেলার সবচেয়ে বড় সমস্যা মাদক। তিনি বলেন অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। তিনি বলেন, গ্রাম পুলিশ যারা আছে তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়। একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। পুলিশ একটি বাহিনী কেউ যদি অন্যায় করে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের দায় সমস্ত পুলিশ বাহিনী নিবেনা। তারেক হাসান বলেন, কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। আমার দরজা সব সময় খোলা। তিনি বলেন, পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়, কাজেই লন—অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। সূচনা বক্তব্যে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক বিক্রেতা ও সেবন কারিসহ যে কোনো অপরাধীর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা শাখার আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ওসি তদন্ত এস এম নূরুল কাদির সৈকত। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।