নাচোলে জাতীয় ফল মেলার উদ্বোধন

নাচোলে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নীলুফা সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। এবারের জাতীয় ফল মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ফলের চাহিদা যেখানে ২০০ গ্রাম, সেখানে আমরা খাচ্ছি মাত্র ৫৫-৬০ গ্রাম। এই ব্যবধান কমাতে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে হবে। তিনি আরো বলেন, চালের উৎপাদনে আমরা যেমন বিপ্লব করেছি, তেমনি ফল উৎপাদনেও বিপ্লব ঘটাতে চাই। দেশী ফল যাতে বিলুপ্ত না হয়, সে জন্য এর জার্মপ্লাজম সংরক্ষণের কাজও চলছে বলে তিনি উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফল উৎপাদনে প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। দর্শনার্থীরা বিভিন্ন ধরনের দেশী ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফল ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

নাচোলে ভ্যানচালক রাজু হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

নাচোলে ভ্যানচালক রাজু হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহম্মেদ (২১) নামের ব্যাটারিচালিত রিকশাভ্যান চালক হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ী তেলমনপাড়া গ্রামের মো. তরিকুল ইসলাম ওরফে ভ্যালেনের ছেলে মধু বিক্রেতা মো. খাদেমুল ইসলাম মধু (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর মসজিদপাড়ার মো. আমানত আলীর ছেলে রিকশাভ্যান মেকার আমিনুর রহমান (২২) ও তার পিতা মো. আমানত আলী। শনিবার (২৮ জুন) বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানান। জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত রাজু আহম্মেদ ও মধু গত ২২ জুন রবিবার রাতে একসঙ্গে মাদক সেবন করে। এ সময় রাজুকে পরিকল্পিতভাবে অতিরিক্ত মদ পান করায় মধু। সে (মধু) বছর দশেক আগে নীলফামারী থেকে নাচোলে এসে বিয়ে করে বসবাস শুরু করে এবং বিভিন্ন স্থানে মধু সংগ্রহ করে। মধুকে সবাই একজন মধু বিক্রতা হিসেবে চিনে। মাঝে স্ত্রীকে তালাকের পর নাচোল রেলস্টেশন পাড়ায় বসবাস শুরু করে। সেখনেই ভ্যানচালক রাজুর সঙ্গে তার পরিচয়। তারা একসঙ্গে মাদক সেবন করত। ওয়াসিম ফিরোজ আরো জানান, রাজুর ভ্যানটি ছিনতাইয়ের পরিকল্পনা করে মধু। ঘটনার দিন রাজু ও মধু একসঙ্গে চোলাইমদ পান করে। রাজু অতিরিক্ত মদ পান করায় সে আর ভ্যান চালাতে পারেনি। মধুই ভ্যান চালিয়ে ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের একটি আমবাগানের পাশে নিয়ে গিয়ে মধুর চাক ভাঙার ধারালো চাকু দিয়ে রাজুকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় মধু। পরে সে আমিনুর রহমানের কাছে নগদ ১৪ হাজার টাকায় রিকশাভ্যানটি বিক্র করে তার গ্রামের বাড়ি নীলফামারী চলে যায়। মধুকে জিজ্ঞাসাবাদে নিজেকে হত্যাকারী হিসেবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। তিনি আরো জানান, ঘটনার পর দিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রাজু আহম্মেদের মা মোছা. সুলতানা বেগম (৪৮) বাদী হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজ্ঞাতনামাদের আসামি করা হয়। এরপর মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও নাচোল থানা পুলিশ যৌথভাবে জোর তৎপরতা শুরু করে। বিভিন্ন তথ্য উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ ভোর রাতের দিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা হতে রাজু হত্যায় সরাসরি জড়িত মো. খাদেমুল ইসলাম মধুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মধু জানায়, সে একজন মধু ব্যবসায়ী; দীর্ঘদিন ধরে ওই এলাকায় মধুর ব্যবসা করে আসছে। এলাকার সবাই তাকে মধুওয়ালা বলে চিনে। একসময় নাচোলের বীরেনবাজার এলাকায় বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করত। তার একটি ছেলেসন্তানও রয়েছে। কিন্তু প্রায় ৪ মাস আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে সে নাচোল রেলস্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। একই এলাকায় রাজুও বসবাস করায় তার সঙ্গে বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে নিয়মিত গাঁজা সেবন করত। অতিরিক্ত পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর মরদেহ পাশেই ফেলে দিয়ে ভ্যানে থাকা ন্যাকড়া দিয়ে ভ্যানের রক্ত মুছে ভ্যানটি নিয়ে মিরকাডাঙ্গা গ্রামের দিকে যায় মধু। কিছুদুর যাওয়ার পর ভ্যান থামিয়ে রাস্তার পাশে জমিতে জমে থাকা পানিতে নিজের হাত ধুয়ে নেয়। সেখানেই রক্তমাখা ন্যাকড়াটি ফেলে দেয় (যা পর দিন উদ্ধার হয়) এবং মৃত রাজুর ব্যবহৃত মোবাইল ফোনটি কাদার মধ্যে ঢুকিয়ে রাখে, যা আসামির দেখানো মতে পরে উদ্ধার করা হয়। ওই রাতে আসামি খাদেমুল মল্লিকপুর, গোমস্তাপুর ও চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় ভ্যানটি নিয়ে ঘুরে বেড়াতে থাকে। রাত শেষ হলে সকাল অনুমান সাড়ে ৮টার দিকে রিকশাভ্যান মেকার আমিনুর রহমান ও তার পিতা মো. আমানত আলীর কাছে ২০ হাজার টাকায় দরদাম ঠিক করে নগদ ১৪ হাজার টাকা নিয়ে ভ্যানটি বিক্রি করে দেয়। বাকি টাকা বিকাশে নিবে বলে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী বাজারে অবস্থান করে পর দিন সকালে বিআরটিসি বাসে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মধু। গ্রেপ্তার খাদেমুলের দেওয়া তথ্য মতে, ২ ও ৩ নং আসামির বাড়ি হতে মৃত রাজু আহাম্মেদের ভাড়ায়চালিত অটোভ্যানটিসহ তিনটি রিকশা ভ্যান উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান তারেক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ ও নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ নাচোলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। আজ সকালে দিকে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, নাচোল উপজেলার ৪হাজার কৃষকের মাঝে এই চলতি আমন মৌসুমে জনপ্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হবে।

নাচোলে কৃষককে উপকরণ দিল প্রয়াস

নাচোলে কৃষককে উপকরণ দিল প্রয়াস নাচোল উপজেলার ফতেপুরে মাছের আঁইশ প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে উদ্যোক্তা তৈরি লক্ষে এক উপকারভোগীকে বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। উপকরণের মধ্যে রয়েছে— প্লাস্টিক ড্রাম, বাঁশের চাটাই, ইলেকট্রিক ফ্যান, ওজন মেশিন, বসার টুল, ক্যারেট, বালতি, বেলচা, ঝুড়ি, ব্লু নেট ইত্যাদি। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির নাচোল উপজেলার ফতেপুর শাখায় এইসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর শাখার ব্যবস্থাপক বারিউল ইসলাম এবং ফিল্ড অফিসার সম্রাট আলী। আঁইশ সংরক্ষণ ও বাজারজাতকরণে মৎস্য কর্মকর্তা উদ্যোক্তাকে প্রয়োজনীয় পরামর্শ দেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।  

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় কারাদণ্ড ১ জনের

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় কারাদণ্ড ১ জনের চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিঠন নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত মিঠন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভুরকুন্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২২ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩টি দেশী ওয়ানশুটারগানসহসহ মিঠনকে আটক করা হয়। এ ঘটনার পর দিন র‌্যাবের এসআই শ্রী নিবাস মিস্ত্রি বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন ২০২১ সালের ১১ নভেম্বর তদন্ত শেষে মিঠনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নাচোল উপজেলায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ ও ৩ এর সাথে বারি তিল-৩ এর প্রয়োগিক মাঠ পরীক্ষা মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও নাচোল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আজ বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন— বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পিএসও ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনা’র পিএসও এবং উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এএম ওয়াহিদুজ্জামান, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম। উল্লেখ্য, উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামের কৃষক আব্দুল আলিম দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল (বিনা) তিল-২ সেচ ছাড়ায় অল্প খরচে ভালো ফলন পেয়েছেন। এই মাঠ দিবসের মাধ্যমে তিল এবং অন্যান্য কম খরচে বেশি ফলনশীল ফসল চাষাবাদে উদ্ভাবিত করেন অতিথিরা।

নাচোলে ভ্যান চালকের গলাকেটে হত্যা, উধাও ভ্যান ও মোবাইল

নাচোলে ভ্যান চালকের গলাকেটে হত্যা, উধাও ভ্যান ও মোবাইল নাচোল উপজেলা থেকে রাজু আহম্মেদ নামে একজন ব্যাটারিচালিত রিক্সাভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল পৌর ৩ নং ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার আব্দুল মোত্তালেবের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ ভোরের দিকে স্থানীয়দের দেয়া খবরে কসবা ইউনিয়নের পারিলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন হেয়ারিং বোন সড়কের উপর রাজুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গতকাল রাত ১০টার দিকে মায়ের সাথে কথা বলার পর রাজুর আর কোন খোঁজ মেলেনি। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাজুর ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায় নি। মরদেহের নিকট একটি চাকু পাওয়া গেছে।পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ওসি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মামলার বিয়টি প্রক্রিয়াধীণ। এদিকে পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ(ডিবি), র‌্যাব, পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট সহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন ও আলমত সংগ্রহ করেছে।

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ও নাচোল উপজেলার ফতেপুরে ৩০ জন কৃষককে উচ্চ ফলনশীল ব্রি ধান-৫১, ৭৫, ৯০ ও ৯৩ জাতের আমন বীজ দেয়া হয়েছে। আজ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় ১৫ জনকে ও ইউনিটে-১১ ফতেপুরে ১৫ জনকে আমন মৌসুমের জন্য এই ধানবীজ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেনÍ প্রয়াসের সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পল্ল কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার

নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার নাচোলে দিনব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের নিয়ে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নাচোল এই সেমিনারের আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিআরসিইর সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। মূল প্রবন্ধে বলা হয়, এআই ব্যবহার করে মানুষ সহজেই তার কাঙ্ক্ষত প্রয়োজন (প্রশ্নের উত্তর) পেতে পারেন। কিন্তু এআই এর ব্যবহার মানুষের কল্যাণে ব্যবহার করা প্রয়োজন। এদিকে ইন্টারনেট বা সাইবার জগতের কোনো সীমানা নেই। তাই সাইবার অপরাধের ভয়াবহতাও অনেক। বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো স্থানে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা প্রয়োজন। তিনি আরো বলেন, মূলত ইন্টারনেট জগতের কোনো বর্ডার (সীমানা) নেই এবং এখানে কারও একক মালিকানাও নেই। পুরো পৃথিবী এক। সুতরাং বিশ্বব্যাপী সাইবার অপরাধের ভয়াবহতা ব্যাপক। পৃথিবীর যেকোনো স্থান থেকে আক্রমণ করা সম্ভব। তাই সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি খুব গুরুত্বপুর্ণ।

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান নাচালে কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফী সহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, সম্মাননা হচ্ছে ভালো কাছের মূল্যায়ন। এটা পেলে কাজ আগ্রহ আরো বেড়ে যায় এবং এটা দেখে অন্যরা উৎসাহিত হন। তারাও চেষ্টা করে এবং মনে করে সেও ভালো কাজ করলে সীকৃতি পাবে। এতে করে কৃষদের উৎপাদন আরো বাড়বে এবং নিজস্ব চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারব। তবেই আমাদের দেশ অর্থনৈতিক ভাবে সনির্ভর হবে। তিনি আরো বলেন, এক সময় কোরবানির পশুর জন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হতো। এখন প্রাণিসম্পদে আমাদের দেশ সয়ংসম্পূর্ণ। এবছর কোরবানির পরেও প্রায় ৩০ লক্ষ কোরবানি উপযোগী পশু রয়েছে। এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ধরনের আয়োজনের জন্য আমি প্রয়াসকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে এই ধরনের আয়োজন বড় পরিসরে করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে সভাপতির বক্তবে মো. হাসিব হোসেন বলেন, এই সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সকলে একসাথে কাজ করি। আগামীদিন হয়ে উঠুক মানুষের, আমাদের সকলের, সর্বোপরি বাংলাদেশের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, আমার চাকুরী জীবন শেষ পর্যায়ে। আমি বহু এনজিও’র সাথে কাজ করেছি। কিন্তু প্রয়াস এতো সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করেছে। এখানে প্রাণি, মৎস্য ও কৃষি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য। যেটা অন্য এনজিওতে আমার চোখে পড়েনি। তারা আমাদের দিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এবং কৃষি উদ্যোক্তা তৈরি করছেন। আসুন আমরা তাদের পাশে থাকি এবং একসাথে এগিয়ে যাই। অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন ও রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারী ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা মোসা. হিরা বেগম। মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা মো. নাহিদ ইসলাম ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম। এছাড়াও কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা মো. সেরাজুল হককে সম্মাননা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।