নাচোলে মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত
নাচোলে মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত জানুয়ারি-মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে নাচোল উপজেলায় মানব পাচার,বাল্য বিবাহ এবং দূযোর্গ ব্যবস্থাপনা কমেটির সাথে যৌথ ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। আসুন সবাই মিলে মানব পাচার এবং নিষ্ঠুর পরিনতির বিরুদ্ধে লড়াই করি, সকলের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ নির্মান করি এই প্রতিপাদ্যে নাচোল উপজেলায় মহিলা ডিগ্রি কলেজে মানব পাচার, বাল্য বিবাহ এবং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যৌথ ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফাইট স্লেøভারি এ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস আ্যকটিভিটি-উইনরক ইন্টারন্যাশনাল (এফএসটিআইপি) র প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন মিটিং এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার নাচোল উপজেলা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, উপাধক্ষ্য নাচোল মহিলা ডিগ্রি কলেজ আশিস কুমার চক্রবর্তি, উপজেলা প:প: অফিসার মো আব্দুল কাদের, উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা মো: হারুন আর রশিদ, প্রকল্পটির ব্যবস্থাপক মো:দুরুল ইসলামসহ নাচোল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ওরিয়েন্টেশন মিটিং সঞ্চালনা করেন জেলা প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুল। প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
নাচোলে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা
নাচোলে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা নাচোলে গভীর রাতে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত সোমবার মধ্যরাতে নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে। নাচোল বাসস্ট্যান্ডের ইসলামী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মাহিদুল ইসলাম বাবুল জানান, সারাদিনের বিক্রির টাকা নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মুরাদপুরের বাড়িতে ফিরছিলেন। পথে নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব দিকের রাস্তায় পেছন থেকে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিয়ে তাদের ধাওয়া করেন। হোটেল মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। তারা হলেন- নাচোল পৌর এলাকার শিয়ালা গ্রামের ইউনুসের ছেলে আশরাফুল (৪২) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের দুরুলের ছেলে শফিকুল ইসলাম (৩৫)। এসময় আরেকজন নাচোল থানাপাড়ার শ্রী গৌর বাবুর ছেলে সুবোল (২৬) পালিয়ে যায়। ধৃত দুজনকে গণধোলাই দিয়ে রাতেই নাচোল থানায় সোপর্দ করে স্থানীয়রা। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হোটেল মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাল্যবিয়ে প্রতিরোধে গোমস্তাপুর ও নাচোলে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়
বাল্যবিয়ে প্রতিরোধে গোমস্তাপুর ও নাচোলে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুরের হঠাৎ পাড়া, ইসলামনগর, কাজীগ্রাম, ষাড় বুড়–জ, নন্দীপুর, কসবা, পুনরা চাঁদপুর, নাচোল উপজেলার কেন্দবোনায় এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৭ রহনপুরের ব্যবস্থাপক জামাল উদ্দীন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়
বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাচোল উপজেলার ফতেপুরের খলশী নতুনটোলা, বরিয়া, চড়কতলা ও গোসাইবাড়ি গ্রামে এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুরের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, হিসাব রক্ষক মিজানুর রহমান, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর আগে গত রবিবারও নেজামপুরে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় আয়োজনে সহায়তা করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২ নেজামপুরের ব্যবস্থাপক শিবলী আকতার। এসময় শ্রোতাক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।
নাচোলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
নাচোলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত নাচোলে তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, সমাজ সেবা অফিসার সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে কুইজ, রচনা, বিতর্ক প্রেিযাগীতা ও জুলাই ৩৬দিন বিষয়ক চিত্রাংকণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
নাচোলে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাচোলে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাচোল উপজেলা থেকে মোসলেমা খাতুন নামে এক গৃহবধু’র গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কসবা ইউনিয়নের কালইর কাঁঠালিয়াপাড়া গ্রামের মোস্তাকিমের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর একটার দিকে পুলিশ ওই গৃহবধুর স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তাঁর স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে, আজ সকাল ৯টার দিকে তারা ঘটনাটি টের পেয়ে ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙ্গে মরদেহ নামায়। ওই গৃহবধুর আড়াই বছরের একটি শিশুসন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে গৃহবধু মোসলেমা আত্মহত্যা করে থাকতে পারেন। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানায় ওসি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঙ্গলবার শেষ হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নেন। এর মধ্যে জুনিয়র গ্রুপে কুইজ প্রতিযোগিতায় প্রথম হন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সিনিয়র গ্রুপে প্রথম নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, প্রজেক্টে সিনিয়র গ্রুপে নবাবগঞ্জ সরকারি কলেজ ও জুনিয়র গ্রুপে প্রজেক্ট অলিম্পিয়াডে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ গ্রুপে প্রথম হয় চয়েস সায়েন্স ক্লাব। মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার নীলুফা সরকার। এবারের মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নিয়েছেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, জাতীয় ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। দুই দিনব্যাপি এই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নিচ্ছে।
নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা মিনি কন্সফারেন রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও অন্যান্য সদস্যবৃন্দ। সভায় মাদক, নাচোল পৌর এলাকার যানজট নিরসন, বিভিন্ন হাটবাজারে টোল আদায়ের তালিকা টাঙ্গানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিএমডিএ অপারেট নিয়োগ সংক্রান্ত একটি বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ সাংবাদিক অলিউল হক ডলারকে ম্যাসেঞ্জারের মাধ্যমে হুমকি প্রদর্শন করার বিষয়টি আইন শৃংঙ্খলা কমিটির সভায় উপস্থান করা হলে উপজেলা নির্বাহী অফিসার নাচোল থানার প্রতিনিধিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। সাংবাদিক ডলার সভায় জানান, তিনি নাচোল থানায় তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন।
মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী
মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে জোড়া খুনের মামলার অন্যতম ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার ১ নম্বর আসামি শাহিন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। রবিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন- গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে শহীদ স্মৃতি সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খলশী গ্রামের কিছু কিশোর অনুষ্ঠানস্থলে গোল হয়ে নাচানাচি করছিল। তাদের এই অবস্থা দেখে ১ নম্বর আসামি শাহিনের ভাতিজা তামিম নামের একজন তাদেরকে এসব করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ মারামারি করতে করতে মাছপট্টির টিনশেডের নিচে চলে যায়। বিষয়টি জানতে পেরে শাহিন তার সহযোগীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শাহিন তার পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে মাসুদ ও রায়হান নামে দুজন নিহত হন এবং চারজন আহত হন। এ ঘটনায় নাচোল থানায় হত্যা মামলা রুজু হয়। পুলিশ সুপার বলেন- গত ৬ জানুয়ারি মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখাকে দেয়া হয়। তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানকে। এরপর মামলার এজাহারনামীয় আসাসিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে জেলা গোয়েন্দা শাকার একটি চৌকশ টিম বিভিন্ন তথ্যউপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গত ৮ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহিন রেজা (২২)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের মো. তোফজুল হকের ছেলে। একই দিন এজাহারনামীয় ৭ নম্বর আসামি মো. সামাদ আলী (৩০)কে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামাদ বাহির মল্লিকপুর গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন- তাদরেকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা অফিসে হাজির করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১ নম্বর আসামি মো. শাহিন রেজার দেয়া তথ্যমতে এবং পরবর্তীতে তার দেখানো জায়গায় ঘটনাস্থলের পাশে ময়লার স্তূপ থেকে লোকজনের উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে আদালতে হাজির করলে আসামি মো. শাহিন রেজা দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। হত্যাকা-ে জড়িত দুজনসহ মোট ৪ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। পুলিশ সুপার আরো বলেন- ঘটনার আগে খলসী গ্রামের একটি পেয়ারাবাগানে স্থানীয় সালাম ও শাহিন পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিল। কাজ করাকালীন কোনো এক সময়ে শাহিন গোপনে সালামের প্রস্রাব করার ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সালামের নজরে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসও হয়। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আসলে কি কারণে হত্যাকা-টি ঘটেছে তা অধিক তদন্ত করে বলা যাবে। সংবাদ সম্মেলনে চাপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন, প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। মহানন্দা প্রবীণ নিবাসে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিরতণ করা হয়েছে। গত বুধবার রাতে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অবস্থিত প্রবীণ নিবাসের নিবাসীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসকের সহধর্মিণী ও কন্যাসহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহানন্দা প্রবীণ নিবাসের পক্ষে ডা. মো. আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। এ উপলক্ষে সিসিডিবি নাচোল শাখা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মাহফুজ আলমের সভাপতিত্বে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিসিডিবির চাঁপাইনবাবগঞ্জ এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, হিসাবরক্ষক সুনি পাহান, মাঠ সংগঠক আব্দুল কাদের ও সোহেল রানা এবং তানজিরুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।