চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন, প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। মহানন্দা প্রবীণ নিবাসে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিরতণ করা হয়েছে। গত বুধবার রাতে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অবস্থিত প্রবীণ নিবাসের নিবাসীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসকের সহধর্মিণী ও কন্যাসহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহানন্দা প্রবীণ নিবাসের পক্ষে ডা. মো. আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। এ উপলক্ষে সিসিডিবি নাচোল শাখা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মাহফুজ আলমের সভাপতিত্বে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিসিডিবির চাঁপাইনবাবগঞ্জ এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, হিসাবরক্ষক সুনি পাহান, মাঠ সংগঠক আব্দুল কাদের ও সোহেল রানা এবং তানজিরুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

নাচোলে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাচোলে খোলসি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চেয়ারম্যান ইসমাইল হক অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান। এছাড়া আরো বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সহকারি প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মির্জাপুর কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, খোলসি দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও খাতিজা খাতুন মিম। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, “নতুন উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।” পরে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নাচোলের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নাচোলের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খেসবা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে ওই গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা সভাপতি ইসমাইল এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, আব্দুর রশিদ সেন্টু শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত মৃত মুসলিম মন্ডলের ছেলে।

বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই

বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের মৃত মুসলিম মন্ডলের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আজ দুপুর ২টার দিকে নাচোলের কসবা এলাকায় অস্থায়ী বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সকাল ১১টায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নাচোলের কসবা কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরে মহদীপুর সাবসেক্টরে বীর শ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অধীনে যুদ্ধ করেন।

নাচোলে মাদরাসায় বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান

নাচোলে মাদরাসায় বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলস্টেশন এলাকার ঐতিহ্যবাহী জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল-ইসলামীয়া মাদরাসার বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মাদরাসা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদরাসাটির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকরিী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য ওবাইদুর রহমান, সমাজসেবক আমানুল্লাহ আল মাসুদ ও গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম। আলোচার পর দুপুর সাড়ে ১২টার পর আনুষ্ঠানিকভাবে দাতা সদস্যদের সংগ্রহ ও আদায় কার্যক্রম শুরু হয়।

নাচোলে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাচোলে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহেদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, নেজামপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মো. ইব্রাহীম, ও আবুল হোসেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি রডবাহী ট্রাক্টর-ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি মুসা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নাচোল পৌর বাসষ্ট্যান্ড থানাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে জেলা সদর থেকে আমনুরাগামী নির্মানাধীন আঞ্চলিক সড়কের নির্মাণ সামগ্রী বহনকারী টাক্টরটি আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসছিল। পথিমধ্যে ঝিলিম ই্উনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায় একটি মোটরসাইকেল টাক্টরটিকে ওভারটেক করার সময় ট্রাক্টরটি আচমকা কিছুটা ঘুরলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা মুসা ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি স্থানীয়দের সহায়তায় জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

নাচোলে গৃহবধুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামাী আটক

নাচোলে গৃহবধুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামাী আটক নাচোল উপজেলায় সানজিদা ওরফে সাজন বিবি নামে এক গৃহবধুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। এ ঘটনায় তাঁর স্বামী কসবা ইউনিয়নের সোনাইচন্ডি বিজলীপাড়া গ্রামের একরামুলকে আটক করেছে পুলিশ। একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক ও মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল ওই গ্রামের অদূরে একটি পেয়ারা বাগানের মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে গৃহবধুকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে নিকটস্থ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মারা যান। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, গৃহবধুর মৃত্যুর খবর পাবার পর জেলার উর্ধতণ পুলিশ ওই গ্রামের নিকটের পেয়ারা বাগানে গিয়ে একরামুলকে আটক করা হয়। জানা গেছে, সে ওই পেয়ারার বাগানে প্রহরীর কাজ করে। তার দ্বিতীয় স্ত্রী সানজিদা সকাল সাড়ে ৯টার দিকে ছাগল চরাতে ওই বাগানের নিকট যাবার পর ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, একরামুল ঘটনার সাথে জড়িত। সে নিজে বা লোক দিয়ে এ কাজ করিয়েছে। এর কারনও রয়েছে। সে সব খতিয়ে দেখা হচ্ছে। একরামুলের প্রথম স্ত্রী একই গ্রামে পৃথক বসবাস করে। প্রথম ঘরে একটি বিবাহিত মেয়ে সন্তান থাকলেও ২৫ বছর পূর্বে বিয়ে করা সানজিদার ঘরে একরামুলের কোন সন্তান নেই। তবে সে বর্তমানে দ্বিতীয় স্ত্রী সানজিদাকে নিয়েই থাকত। ওসি আরও বলেন, সানজিদার কোমর,পেট সহ দেহের বিভিন্নস্থানে ৮/১০টি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ আজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ময়নাতদন্ত হবার পর নাচোল আনা হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে সাজন বিবি নামের এক নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল হককে থানায় নিয়েছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে একরামুল ও তার স্ত্রী পাহারাদার হিসেবে কাজ করে। আজ সকালে একরামুল হকের দ্বিতীয় স্ত্রী সাজন বিবি পেয়ারা বাগানে একরামুল হকের জন্য খাবার নিয়ে যান। সেখানে কে বা কারা সাজন বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকেরা সাজন বিবিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি একরামুল হক প্রায় মাদকাসক্ত থাকত। জিজ্ঞাসাবাদের জন্য একরামুল হককে থানায় নিয়ে আসা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।  

নাচোলে প্রয়াসের উদ্যোগে মাছচাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে প্রয়াসের উদ্যোগে মাছচাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘হাজামজা ও পরিত্যক্ত পুকুর সংস্কারপূর্বক মাছচাষ’ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মাঠ দিবসে উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, প্রয়াসের ফতেপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. আনোয়ার হোসেন, সফল খামারি মো. মতিউর রহমানসহ অন্যরা।