পারিবারিক কলহের জের : নাচোলে ককটেল বিস্ফোরণ ৭টি বাইকে অগ্নিসংযোগ

পারিবারিক কলহের জের : নাচোলে ককটেল বিস্ফোরণ ৭টি বাইকে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জের ধরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আটক করা হয়েছে ৬ জনকে। রবিবার দুপুরে উপজেলার গুঠইল গ্রামে এই ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এর আগে কেন্দুয়া ঘাসুড়া গ্রামের রজবের ছেলে সিফাতের সঙ্গে রজবের ভাগ্নে গুঠইল গ্রামের মো. জসিমের কথা কাটাকাটির একপর্যায়ে জসিমকে মারধর করে সিফাত। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার ভাগ্নে জসিমকে দেখতে যান রজব আলী। এরই মধ্যে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় এই বলে যে, রজবকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপর সিফাত একটি মাইক্রো ও ২০-২৫টি মোটরসাইকেলে বহিরাগতদের নিয়ে জসিমের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ব্যাপক ক্ষতিসাধনের পর পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় উত্তেজিত জনতা হামলাকারীদের ৭টি মোটরসাইকেলে (বাইকে) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার সহযোগিতায় ৬ জন হামলাকারীকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।
নাচোলে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

নাচোলে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত নাচোলে আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল সরকারি কলেজে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও। কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল-আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় প্রধান অতিথি তার বক্তবে দেবেন্দ্রনাথ উঁরাও বলেন, আদিবাসীদের অনেকে ভাল গান গায়, কথা বলতে পারে কিন্তু স্টেজ পাইনা, ভাল খেলতে পারে কিন্তু মাঠ নেই। আপনাদের জানাতে চাই বর্তমান আন্তবর্তীকালীন সরকার আদিবাসীদের নিয়ে ভাবছে, আমরা আর পিছিয়ে থাকব না সামনে এগিয়ে যাব। রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, প্রযোজক নয়ন আলী ও সহকারি প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুসহ অন্যরা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশন এর কারিগরি সহায়তায় কমিউনিটি সংলাপের আয়োজন করে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮এফএম।
নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ

নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। সংলাপে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক(মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু সহ অন্যরা। ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় নাচোল উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে। সংলাপে আদিবাসী নারী-পুরুষরা বাল্যবিয়েকে না বলেন। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসী মিলনমেলা

নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসী মিলনমেলা নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসী মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ নাচোল উপজেলার নাচোল সরকারি কলেজে দিনব্যাপী এসব কর্মসূচি অনুুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতামূলক সভা, পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উঁরাও। আদিবাসী প্রতিনিধি শ্যামল মাহাতোর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু সহ অন্যরা। এরআগে, সকালে অনুষ্ঠিত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো কামাল উদ্দিন। উইকলীফ সুইজারল্যান্ড এর অর্থায়নে ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তাবায়নে এসব কর্মসূচির আয়োজন করে নাচোল উপজেলা গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫ চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৫ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২৫ জন রোগী। তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। অন্যদিকে, সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আটজন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০৭ জন। আজ রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন ডেঙ্গুরোগী।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি দিবস ও নবান্ন উৎসব

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি দিবস ও নবান্ন উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিবারের ন্যয় এবারও পহেলা অগ্রহায়ণ চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় বাংলাদেশ এ জাতীয় কৃষি দিবস-২০২৪ ও নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহরে অবস্থিত বিশ^বিদ্যালয়ের মুল ক্যাম্প্যাস থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পূণরায় ক্যাম্পাসে ফিরে আসে। এরপর ক্যাম্পাস সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার লোকজ গান,নৃত্য,নাটিকা ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পরিবেশনা শেষে ক্যাম্পাস অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাহেব আলী প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ইউসুফ হোসাইন খান। সভাপতিত্ব করেন কৃষি অনুষদের কো-অর্ভিনেটর মেহেদী হাসান সোহেল। বক্তরা বলেন, শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্তকাল। কৃষকের মুখে এখন নতুন ধানের হাসি। বাংলার মাঠে মাঠে সোনালী রং এর মেলা। বাতাসে নতুন ধানের সুবাস। ধান ঘরে তুলতে কৃষক-কৃষানীদের ব্যস্ততা। তাঁদের মাঝে নতুন উদ্দীপনা। বাংলার কৃষক ও কৃষিকে এগিয়ে নিতে প্রতিবছরই ১লা অগ্রহায়ণ জাতীয়ভাবে পালন হয় কৃষি দিবস। বক্তরা আরও বলেন, এ দেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। দেশের অর্তনীতি বহুলাংংশে নির্ভর করে কৃষি ও কৃষকের উপর। কৃষক জাতির মেরুদন্ড এবং সব সাধকের বড় সাধক। কিন্তু আমাদের কৃষকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাদের আধুনিকায়ন করা, গ্রামে গ্রামে কৃষি সমবায় সমিতি গড়ে তোলা ও কৃষি বীমা চালু এখন সময়ের দাবী। বক্তরা পহেলা বৈশাখের মত সারাদেশে কৃষি দিবসও উৎসবমূখর পরিবেশে পালনের দাবী জানান। তারা আশাপ্রকাশ করে বলেন, দিবসটি বাঙ্গালী জাতীয় জীবনে অনাবিল আনন্দ-সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ ¤েøাগাণ সফল হোক। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষাথী,কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৮ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২২ জন রোগী। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, নাচোলে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গোদাগাড়ীতে বাস চাপায় চাঁপাইনবাবগঞ্জের ২জন নিহত

গোদাগাড়ীতে বাস চাপায় চাঁপাইনবাবগঞ্জের ২জন নিহত রাজশাহীর গোদাগাড়ীতে বাসে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান, আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি ওভারটেক করে সামনে গেলে পেছন থেকে যাত্রীবাহী বাসটি তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফুল ও নাজমুলের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে নিহতদের গ্রামের এক বাসিন্দা শুক্রবার রাত পৌন ৮টায় জানান, নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে পাঠাগারের আশপাশের কয়েকটি ইউনিয়নের ৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। রানীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহিরুল করিম, চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. এন্তাজুল হক, হরিনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য আহসান হাবীব, সহসভাপতি জহিরুল করিম ডেভিটসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক শিপারুল আনাম। এসএসসি পাস করে রানীহাটি ডিগ্রি কলেজ, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসায় অধ্যায়নরত এলাকার ৫৪ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, রানীহাটি সাধারণ পাঠাগারের নিকটবর্তী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর, উজিরপুর ও সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে বসবাসরত কৃতী শিক্ষার্থীদের প্রতিবছর এধরনের সংবর্ধনা দেয়া হয়।
নাচোলে ৩দিনের ব্যবধানে ৮টি গরু চুরি

নাচোলে ৩দিনের ব্যবধানে ৮টি গরু চুরি নাচোল উপজেলায় ৩ দিনের ব্যবধানে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুগুলির আনুমানিক মূল্য অন্তত: সাড়ে ৬ লক্ষ টাকা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে নাচোল পৌর ৬ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও শিমুলতলা মহল্লার মৃত মফিজউদ্দিনের ছেলে সানাউল্লার বাড়ি সংলগ্ন গোয়ালঘরের দরজার তালা কেটে ৫টি গরু চুরি হয়। এর আগে গত ১১ নভেম্বর ভোররাতে নেজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পঁচাকান্দর মৌজার শুঁড়িপুকুর গ্রামে কৃষক আব্দুর রাজ্জাকের মাটি নির্মিত গোয়ারঘরের জানালা ভেঙ্গে ৩টি গরু চুরির হয়। সাবেক কাউন্সিলর সানাউল্লাহ বলেন, রাত ১টা পর্যন্ত গরুগুলি ছিল। কিন্তু রাত ২টার দিকে গোয়ালঘরে গিয়ে আর গরু পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে,৮/১০ জনের একটি চোরচক্র একটি পিকআপ ভ্যান ব্যবহার করে গরুগুলি নিয়ে যায়। বাচ্চাসহ একটি দুধের গাইসহ গরু ৫টির মূল্য অন্তত: সাড়ে ৩ লক্ষ টাকা। নিকটের মডেল মসজিদের সিসিটিভি ক্যামেরায় গরু চুরি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবার কিছু আবছা দৃশ্য দেখা গেছে। সানাউল্লাহ আরও বলেন, এ ঘটনায় রাতেই নাচোল থানা পুলিশকে অবহিত করা হয়। সকালে লিখিত অভিযোগ করা হয়েছে। তাঁরা নিজেরাও গরুগুলো খুঁজছেন। তবে এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানান তিনি। গোয়ালে ৬টি গরু থাকলেও একটি গরু চোর নিতে পারে নি। নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, গত ভোররাতে কৃষক রাজ্জাকের বড় তিনটি গরু চুরি যায়। গরুগুলোর মূল্য-৩ থেকে ৪ লক্ষ টাকা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,সানাউল্লার গরু চুরির ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেজামপুরের ঘটনায় মামলা না হলেও অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। নেজামপুরের ঘটনায় চোরচক্র মিনি ট্রাক ব্যবহার করে ও মাটির গোয়ালঘর ভেঙ্গে গরু নিয়ে যায়। তবে দুটি ঘটনা একই চোরচক্রের কিনা তা চোর না ধরা পর্যন্ত বলা যাবে না বলেও জানান ওসি।