চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

145

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নানান কর্মসূচির আয়োজন করা হয়।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর নিজস্ব মিলনায়তনে হিন্দু ধর্মালম্বী ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আšতরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সকালে সনাতন একতা সংঘের উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে তৈরী পূজা ম-পে পুষ্পার্ঘ অর্পণ করেন ভক্তরা। পূজা উপলক্ষে বাণী অর্চনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীসহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কু-ু।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁওসহ আলোচক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
বাণী অর্চনা করেন নবাববগঞ্জ সরকারি কলেজ একতা সংঘের সম্পাদক শুভ শীল ও গীতা পাঠ করেন সদস্য রিমা বর্মণ।
এর আগে পূজা ম-প পরিদর্শন করেন, চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমাসহ অন্যরা। পূজা অর্চনা করেন, পৌর এলাকার রামসীতা মন্দিরের পুরোহিত চন্দন পা-ে। আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে ভোজনের আয়োজন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপর দিকে জেলা শাহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজে সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, মেসবাহুল শাকের জ্যোতি, সরস্বতী পূর্জা উদযাপন কমিটির আহবায়ক প্রশান্ত কুমার সাহা, অবসরপ্রাপ্ত অধ্যাপক কনক রজ্ঞন দাস। পরে একই মঞ্চে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।