নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু নাচোল উপজেলায় ডোবার পানিতে ডুবে মাহিম আলী নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের মাধবপুর আহুড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পেছনে গ্রামের অন্য শিশুদের সাথে খেলা করছিল মাহিম। এর মধ্যে সে অসাবধানতাবশত নিকটে অবস্থিত একটি ডোবার মধ্যে পড়ে যায়। ঘটনা খেয়াল করে অন্য শিশুরা মাহিমের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে মাহিমের ফুপু দৌড়ে এসে মাহিমকে ডোবা থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে। এর মধ্যে প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে মাহিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। একজন গ্রাম্য চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংশ্লিস্ট ইউপি সদস্যের দেয়া খবরে পুলিশ মাহিমের বাড়ি পৌঁছে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় প্রারম্ভীক সভা

বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় প্রারম্ভীক সভা  বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে “স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার জন্য প্রারম্ভীক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ^াস। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো উন্নয়ন পরিকল্পনায় স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ এবং বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার বলেন, এটা খুব ভালো একটি উদ্দ্যোগ যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি আমাদের সাথে সহযোগী হিসাবে সহায়তা করছে। সেজন্য আমি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি চেয়ারম্যান হিসাবে সবাইকে অনুরোধ করতে চাই আপনারা বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় ও স্থানীয় কমিটিকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২টি বিষয়ে সর্বাত্বক সহাযোগীতা করবেন। ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, মি. জেমস বিশ^াস বলেন যে, আমরা ১৬দিন ব্যাপি নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান এবং এবং শিশুদের জন্য ক্ষুধামুক্ত পৃথিবী ও পুষ্টি সমস্যা নিরোসনে প্রচারাভিযান ২০২৪ পরিচালনা করছি। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সচেতন হই এবং শিশুদের সুন্দর জীবন গঠনে সহায়তা করি। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী এবং রিপন গমেজ এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করেন। সভাটির আয়োজন করে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দিন কার্তিক নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। গত রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি জানায়, নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল কেতাব বাজার এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারনে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ভারতীয় নাগরিক। তিনি আরও স্বীকার করেন যে, তিনি ১০/১২দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তাঁকে তল্লাশী করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশী আড়াইশ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তাঁর উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে আটক করা হয়। ১৬’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ বলে মনে হয়। তাঁকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, আজ ওই ভারতীয় নাগরিককে হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে থানায় ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে দু’দিনের তথ্য মেলা’র সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে দু’দিনের তথ্য মেলা’র সমাপনী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে দু’দিনের তথ্য মেলা শেষ হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে শিক্ষা, বিআরটিএ ও পাসপোর্ট সেবা বিষয়ক গণশুনানির মধ্যে দিয়ে শেষ দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। প্যানেল উত্তরদাতা হিসাবে সেবাগ্রহীতাদের সরাসরি বিভিন্ন সেবা সংক্রান্ত ও অভিযোগের উত্তর দেন জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক রাশেদুল আরমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা বিআরটিএ সহকারী পরিচালক শাহজামান হক ও জেলা পাসপোর্ট অফিসের সহকরাী পরিচালক মিজানুর রহমান। শুনানী সঞ্চালনা করেন টিআইবি’র জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম। সন্ধ্যায় মেলা মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশন সচিব মো. আরিফ। স্বাগত বক্তব্য দেন জেলা সনাক সভাপতি সেলিনা বেগম। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আফাজ উদ্দিন। বক্তরা তথ্য অধিদপ্তর আইনের যথাযথ বাস্তবায়নকে তরান্বিত ও বেগবান করার মাধ্যমে দূর্নীতি বিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে রুপ দেবার উপর জোর দেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া ৬৬টি স্টলের মধ্যে সরকারি ক্যাটাগরিতে জেলা এলজিইডি কে প্রথম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে দ্বিতীয় ও জেলা কৃষি সম্প্রষরাণ অদিপ্তরকে তৃতীয় সেরা পুরস্কার প্রদান করেন অতিথিরা। বেসরকারি স্টলের মধ্যে আশা এনজিও কে বিশেষ পুরস্কার দেয়া হয়। এছাড়া অংশ নেয়া সকল স্টলকে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়। রাতে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হয়।  

শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা শিবগঞ্জে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান। এতে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমসহ অন্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু শিবগঞ্জ পৌরসভা এলাকায় নিম্নআয়ের ৩ হাজার ৪২৯টি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ সকালে পৌরসভা চত্বরে বিক্রয় কার্যক্রম শুরু হয়। কার্ডধারী প্রত্যেক পরিবারকে ২৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল ও ২ কেজি মসুর ডাল দেয়া হচ্ছে। শিবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতি কেজি চাল ৩০ টাকা ও ডাল ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ৯টি ওয়ার্ডে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বল্পমূল্যে এই খাদ্য কিনতে পারছেন।  

গোমস্তাপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ বিতরণ

গোমস্তাপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুরে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ করা হয়েছে। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০৭ রহনপুর অফিসে এই বীজ (কন্দ) বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর আবদুল্লাহ-আল-কাফিসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সদর উপজেলার মাহারজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের গোয়ালটুলী গ্রামের মৃত সাজ্জাত মন্ডলের ছেলে। ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। বৃদ্ধের বাড়ির অদূরেই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর দেড়টার দিকে সদরের বারঘরিয়া থেকে সোনামসজিদের দিকে যাওয়া মোটরসাইকলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে আহত হন ফজলুর। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। বৃদ্ধের মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন ‘অন্তর্ভুক্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’- শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছেন। তারা আমাদের ভাই-বোন,পিতা-মাতা কিংবা আত্মীয় স্বজন। তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। রাষ্ট্র প্রতিবন্ধীদের জন্য নানা কর্মসূচী হাতে নিয়েছে। যার যেটাতে প্রয়োজন তাকে সেখানে প্রশিক্ষণ নিয়ে সমাজে অবদান রাখতে হবে। আর তাই তাদের বোঝা মনে না করে তাদের পাশে থেকে সমাজে পথ চলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ জহুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা,দৃষ্টি প্রতিবন্ধী আইনাল হক, মুসা মিয়া, অভিভাবক এ্যাঞ্জেলস গার্ডেনের পরিচালক আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের শিক্ষক ও শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী 

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আনুষ্ঠানের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ৫৯ বিজিবি-মহানন্দা ব্যাটালিয়নের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ দুপুরে এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় ব্যাটালিয়ন সদরে আগত অতিথিদের শুভেচ্ছা জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। দুপুর দেড়টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ। দিবসটি উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ,পুলিশ সুপার রেজাউল করিম, সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আফাজ উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার সহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।